সালমান খানের ‘সিকান্দার’ ভারতীয় বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। মুক্তির দ্বিতীয় দিনে কিছুটা আশা দেখালেও চতুর্থ দিনে এসে সিনেমাটির আয় নেমে গেছে ১০ কোটি রুপির নিচে। তাই সপ্তাহ না পেরোতেই বক্স অফিসে দাপট হারিয়ে ফেলল সালমানের এ সিনেমা।
ঈদুল ফিতর উপলক্ষে বলিউডে মুক্তি পাওয়া একমাত্র সিনেমা সালমান খানের ‘সিকান্দার’ ঘিরে দর্শকের প্রত্যাশা শুরু থেকেই ছিল তুঙ্গে। তবে মুক্তির প্রথম দিন কিছুটা হতাশ করলেও বিশ্বব্যাপী সিনেমাটি দুদিনেই শতকোটি রুপি ঘরে তোলে। এরপর তৃতীয় দিন ভারতে ২৭.১৬ কোটি রুপি আয় করলেও বাইরে থেকে আসে মাত্র ৮.১০ কোটি রুপি আর চতুর্থ দিন সিকান্দারের জন্য ছিল সবচেয়ে বাজে। এদিন ভারত থেকে মাত্র ১৩.৮৫ কোটি রুপি আয় করলেও বিশ্বব্যাপী মাত্র ৩.৫ কোটি রুপি ঘরে তোলে। যাতে সিকান্দারের মোট আয় দাঁড়ায় ১৫৮.৫ কোটি রুপি।
আয়ের বিষয়টি সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন। গত ৩০ মার্চ বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। ঈদের আবহ থাকা সত্ত্বেও এ সিনেমা সালমানের বাকি মুভির মতো ওপেনিং পায়নি, যা আস্তে আস্তে আরও হতাশ করছে।
২০০ কোটি খরচে নির্মিত এ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা। পাশাপাশি অভিনয় করেছেন কাজল আগারওয়াল, সাথিয়ারাজ ও শারমান যোশি। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।
মন্তব্য করুন