ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ৮ মার্চ আসছে আদনান সৈকত নির্মিত ওয়েব ফিকশন ‘পড়িবার-পরিকল্পনা’। বঙ্গতে এটি আদনান সৈকতের দ্বিতীয় নির্মাণ। এই ফিকশনে অভিনয় করেছেন রোজী সেলিম, আবদুল্লাহ রানা, সাদ নাওভি, আনিকা আইরা প্রমুখ।
চাকরি সূত্রে আমেরিকায় স্থায়ী ফাহিম ছুটিতে দেশে এসে সিদ্ধান্ত নেয় তার বাবা-মাকেও সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে তার বাবা-মা ইংরেজি ও শুদ্ধ বাংলা কোনোটাই ঠিকমতো বলতে পারে না। তাই তাদের ইংরেজি শেখানোর জন্য কিন্ডারগার্টেন স্কুল শিক্ষিকা সুজানাকে নিয়ে ফাহিম শুরু করে ‘পড়িবার-পরিকল্পনা’। এ নিয়ে এগিয়ে যায় এই ফিকশনের গল্প, যার চিত্রনাট্য লিখেছেন শাহাজাদা শাহেদ। এটি প্রযোজনা করেছে বঙ্গ এবং নির্মাণ করেছে খিড়কি ফিল্মস প্রোডাকশন।
মন্তব্য করুন