সময়ের ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। নাটক ওটিটি নিয়ে মাসজুড়েই ব্যস্ততা রয়েছে তার। এ ছাড়া বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। মাহি বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তিনি মডেল হয়েছেন নতুন একটি বিজ্ঞাপনে। কাজটি নিয়ে সামিরা খান মাহি বলেন, ‘নাটকে অভিনয় করা নিয়েই আমাকে বেশি ব্যস্ত থাকতে হয়। তবে নাটকে কাজ করার ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনে কাজ করার সুযোগ এলে ব্যাটে-বলে মিলে গেলে কাজ করি। এই কফি শপের বিজ্ঞাপনটির গল্প, নির্মাতা, সহশিল্পী—সবমিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। যে কারণে এতে মডেল হিসেবে কাজ করেছি। এর মধ্যে রোজাও শুরু হয়ে যাচ্ছে। বিজ্ঞাপনের গল্পটাও রোজা ও ইফতার ঘিরে। যে কারণে আরও বেশি ভালো লেগেছে। বিজ্ঞাপনটি এরই মধ্যে প্রচারে এসেছে। সবাই খুব প্রশংসা করছে।’ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন এস এম ফাহিম হোসেন। এতে মাহির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সাঞ্জু জন।
মন্তব্য করুন