শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

অদিতিকে নিয়ে দ্বিধায় নির্মাতা (ভিডিও)

বলিউড অভিনেত্রী অদিতি সুধীর পোহানকর। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী অদিতি সুধীর পোহানকর। ছবি: সংগৃহীত

মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘এক বদনাম আশ্রম সিজন ৩’ এর পার্ট ২। তবে এবারের পর্বে ববি দেওলের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেত্রী অদিতি সুধীর পোহানকর। এর আগের পর্বে অদিতিকে দেখা গেলেও এবারের পর্বে শক্তপোক্ত ভাবে পর্দায় ফিরছেন এ অভিনেত্রী। অডিশনে অদিতির প্রতিভা দেখার পরও সিরিজটির নির্মাতা প্রকাশ ঝা কিছুটা দ্বিধায় ছিলেন এ সুন্দরীকে নিয়ে।

ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে প্রকাশ জানান, অডিশনের সময় অদিতি পৌহানকরকে নিয়ে তার সন্দেহ ছিল। কারণ সিরিজটির প্রধান চরিত্র পাম্মি একজন কুস্তিগির, যার জন্য শক্তপোক্ত শরীরের দরকার ছিল, কিন্তু অদিতির গঠন তখন সেই মানের ছিল না। তিনি আরও জানান, তখন অভিনেত্রী তাকে আশ্বস্ত করেছিলেন যে, তিনি ওজন বাড়াবেন, কিন্তু এক মাস পর ফিরে এসে মাত্র ৭৫০ গ্রাম ওজন বাড়াতে পেরেছিলেন। তখন নির্মাতা তাকে স্পষ্টভাবে জানান, যদি তিনি প্রয়োজনীয় শারীরিক গঠন অর্জন না করতে পারেন, তবে তাকে চরিত্র থেকে বাদ দেওয়া হবে। তবে অদিতি হার মানেননি। ধীরে ধীরে তিনি প্রয়োজনীয় ওজন বাড়ান এবং শেষ পর্যন্ত অসাধারণ অভিনয় করেন। এরপর শুটিংয়ের বিষয়ে প্রকাশ বলেন, ‘অডিশনের সময় আমার যা অনুভূতি হয়েছিল, তা সত্যি প্রমাণিত হয়েছে। শুটিং শুরু হওয়ার পর অদিতি দুর্দান্ত অভিনয় করেছেন।’

জনপ্রিয় এই ওয়েব সিরিজটিতে বাবা নিরালার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, যিনি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। অভিনেতা ববির বিষয়ে প্রকাশ জানান, তিনি বরাবরই বিশ্বাস করেছেন যে, ববির মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে, যদিও তাকে ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তিনি আরও জানান, তিনি এমন একজন অভিনেতা খুঁজছিলেন, যার প্রতি দর্শকদের আস্থা থাকবে, এবং ববি দেওল সেই চরিত্রের জন্য উপযুক্ত ছিলেন। তিনি ববির কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং বলেন, তার পরিশ্রমের ফলেই চরিত্রটি বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে।

এরই মধ্যে সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা। প্রকাশিত ট্রেলারে দেখা যায় এক প্রতারক, আশ্রমভিত্তিক ভারতীয় গডম্যানের ভালো কাজগুলোর আড়ালে চলে ভয়ংকর অপরাধ ও অপবিত্র কার্যকলাপ। এদিকে আইন ও কিছু সত্যসন্ধানী যোদ্ধা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তদন্ত চালায় এবং এভাবেই এগিয়ে যেতে থাকে সিরিজটির কাহিনি। ববি ও অদিতির পাশাপাশি এ সিরিজে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, দর্শন কুমার ও অনুরিতা ঝাসহ অনেকে। এই ড্রামা সিরিজটি মুক্তি পেতে চলেছে এ বছরের ২৭ ফেব্রুয়ারি অ্যামাজন এম এক্স প্লেয়ারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ্যাবের বর্ধিত সভা বাতিলের নিন্দা ও প্রতিবাদ 

ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

আইনের শাসন না থাকলে সংখ্যালঘুরা নিরাপদ নয় : তারেক রহমান

নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন

আমিরাতের আকাশে চাঁদ দেখা গেছে, কাল রোজা

জাতীয় টেনিসে জারিফ-সুমাইয়া সেরা

শেষ ম্যাচ জিতে সিরিজ ৪-১ করল বাংলাদেশ

সৌদির সঙ্গে মিল রেখে ইতালিতে রোজা পালন শুরু

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে শহীদ আবু সাঈদের ভাইয়ের স্ট্যাটাস

৩২ জেলার দায়িত্ব পেলেন সারজিস

১০

কিংসে রিয়াল মাদ্রিদ একাডেমির ফুটবলার

১১

পবিত্র মাহে রমজানের চাঁদের ছবি প্রকাশ

১২

জনগণের সরকারই ১৭ বছরের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে পারবে : আমিনুল হক 

১৩

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, সেমিফাইনালে অস্ট্রেলিয়া – অপেক্ষায় আফগানিস্তান

১৪

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হলেন আরশাদুল হক

১৫

চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু শনিবার

১৬

অছাত্র ও বিবাহিতদের দিয়ে মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি করায় ক্ষোভ

১৭

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

১৮

নতুন দলের যুগ্ম মুখ্য-সমন্বয়ক হলেন তারিকুল ইসলাম

১৯

বিস্তীর্ণ ফসলি জমির মাঝে অচল ১৮ লাখ টাকার সেতু

২০
X