তৌফিক মেসবাহ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

শিল্পকলার মঞ্চে শূন্যনের ‘আত্মজয়’

শিল্পকলার মঞ্চে শূন্যনের ‘আত্মজয়’

শিল্পকলার মঞ্চে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটারের চতুর্থ প্রযোজনা আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর ভিত্তি করে নির্মিত নতুন নাটক ‘আত্মজয়’। আগামীকাল ২৭ ও ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটক দুটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক বছরগুলোয় তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, শিক্ষা ও পেশাগত ব্যর্থতা, আর্থিক সংকট এবং পারিবারিক মতানৈক্য—এসব কারণ মানসিক চাপকে তীব্রতর করে তোলে। তবে আত্মহত্যা প্রতিরোধ সম্ভব, যদি আমরা একে অন্যের পাশে দাঁড়াই এবং মানসিক সহায়তা প্রদান করি। এ বার্তাই তুলে ধরবে ‘আত্মজয়’ নাটকটি। থিয়েটারের শক্তিশালী মাধ্যমকে ব্যবহার করে এটি যুবসমাজের মধ্যে আশার আলো জাগাতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করতে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদী নির্দেশক ও কলাকুশলীরা।

‘আত্মজয়’ রচনা করেছেন মোমেনা চৌধুরী। নির্দেশনায় শামীম সাগর। অভিনয়ে মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, মুনিরা অবনী, রাফিউল রকি এবং তানভীর সানি। আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় প্রাণ রায়। সংগীত পরিকল্পনায় নির্ঝর চৌধুরী, পোশাক পরিকল্পনায় সামিউন জাহান দোলা, কোরিওগ্রাফিতে তাহমিনা সুলতানা মৌ, পোস্টার পরিকল্পনায় সাকিল সিদ্ধার্থ এবং শিল্প নির্দেশনায় শাহনেওয়াজ কাকলী।

নাটকটির গল্প দ্বীপ ও মমতাজ নামে দুটি প্রধান চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়। যারা জীবনের কঠিন বাস্তবতার কাছে পরাজিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। একটি নির্জন স্থানে যখন তারা নিজেদের জীবনের ইতি টানার জন্য প্রস্তুত, তখন এক রহস্যময় ব্যক্তির আবির্ভাব হয়। এই ব্যক্তির উপস্থিতিতে দ্বীপ ও মমতাজ তাদের জীবনের নানা দুঃখ-কষ্ট ও হতাশার কথা শেয়ার করে। কথোপকথনের মাধ্যমে ধীরে ধীরে তারা উপলব্ধি করে, জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং প্রতিটি সংকটকেই জয় করা সম্ভব যদি আমরা নিজের প্রতি বিশ্বাস রাখি। নাটকটি দর্শকদের মধ্যে আত্মপ্রত্যয় ও জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে। নাটকটির নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘থিয়েটার আমার কাছে শুধুই বিনোদন নয়, এটি সমাজের দর্পণ, ভাবনার খোরাক, এবং পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আমি সবসময় সমাজের সমসাময়িক এবং জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করি। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, বিশেষ করে তরুণ সমাজে। এর অন্তর্গত বিষয় খুঁজতেই ‘আত্মজয়’ রচনার প্রয়াস। নাটকের বার্তা হলো অন্ধকার যত গভীরই হোক, আশার আলো সবসময় থাকে। এই নাটকের রহস্যময় চরিত্রটিও দর্শকের মনে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরির প্রয়াস চালায়, যেখানে আত্মহত্যার বিপরীতে আত্মজয়কে তুলে ধরা হয়েছে।’

নির্দেশক শামীম সাগর বলেন, “আত্মহত্যা প্রবণতা একটি জটিল সামাজিক ও মানসিক বিষয়, যা বিভিন্ন সমাজ ও দর্শনে ভিন্নভাবে বিবেচিত হয়েছে। আধুনিক মনোবিজ্ঞানের মতে, এটি একটি সাময়িক সংকট, যা প্রতিরোধযোগ্য। সাংস্কৃতিক মাধ্যমে সচেতনতা তৈরি করে আমরা এ ধরনের সংকট মোকাবিলার পথ দেখাতে পারি, এবং সেই চেষ্টাই রয়েছে ‘আত্মজয়’-এ।”

২০১১ সালে খ্যাতনামা মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী মোমেনা চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় শূন্যন রেপার্টরি থিয়েটার। শূন্যনের পূর্ববর্তী প্রযোজনা ‘লালজমিন’, ‘মৃত্যু মৃত্যু খেলা’ এবং ‘রঙিন চরকি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খনিজ চুক্তি নিয়ে ইউক্রেনের সিদ্ধান্ত : যুদ্ধে নতুন মোড়

পাইকগাছায় হতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস

রাজধানীতে শিক্ষার্থীদের নেতৃত্বে খাল পরিষ্কার

সেনা প্রধানের সঙ্গে ডিএনসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বাঙলা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষ

রাতে খুবি ক্যাম্পাসে মশাল মিছিল

রাজশাহীতে ডাকাতি-ছিনতাই-চাঁদাবাজি চক্রের ১১ জন গ্রেপ্তার

গ্রাহকদের টাকা আত্মসাৎ, পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালালেন স্বামী

পাকিস্তান-বাংলাদেশ না পারলেও পেরেছে আফগানিস্তান

ফেঁসে যাচ্ছেন ‘শেখ বাড়ি সিন্ডিকেট’ সদস্য খুবির সাবেক দুই ভিসি

১০

৭ বছর পর বিএনপির বর্ধিত সভা

১১

শব্দদূষণ রোধে রাজশাহীতে ক্যাম্পেইন

১২

মান্নার ভাইসহ নাগরিক ঐক্যের ৯ নেতার বিরুদ্ধে মামলা

১৩

কুমিল্লা মহানগর বিএনপির কমিটি গঠন

১৪

শিক্ষা সফরের বাস ডাকাতির ঘটনায় আটক ৪

১৫

ঢালাইয়ের পরই ফেটেছে ২ কোটি টাকার সড়ক

১৬

সুপার স্পেশালাইজড হাসপাতাল / নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৫৪৪ জনের ফল বাতিল

১৭

স্বামীর নির্যাতনের ভিডিও দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

নাহিদের অ্যাকাউন্টে কত টাকা?

১৯

বানরের উৎপাতে দিশাহারা গ্রামবাসী

২০
X