রাজু আহমেদ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

স্বপ্ন যতটুকু ছিল তার চেয়েও বেশি পেয়েছি: মিলি বাশার

স্বপ্ন যতটুকু ছিল তার চেয়েও বেশি পেয়েছি: মিলি বাশার

নাটকে এ সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী মিলি বাশার। নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তাকে কেন্দ্র করে এখন গল্পও নির্বাচন করেন অনেক নির্মাতা। ক্যারিয়ারের এমন সফলতা নিয়ে তিনি গল্প করেছেন কালবেলার সঙ্গে। লিখেছেন, রাজু আহমেদ

মিলি বাশার মনে করেন অভিনয় ও গল্পের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা সম্ভব। তার মতে, নাটক-চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে যেভাবে প্রভাবিত করা যায়; তা অন্য কোনো মাধ্যম দিয়ে এত সহজে করা যায় না। যা নিয়ে এই অভিনয় শিল্পী বলেন, ‘নাটক-সিনেমার গল্প দ্বারা মানুষকে যত সহজেই প্রভাবিত করা যায়, আমি মনে করি অন্য কোনো মাধ্যমে এত সহজে প্রভাবিত করা যায় না। তাই আমরা যাই করি, আমাদের একটা দায়িত্ব থাকে। সেটি হচ্ছে নাটক-সিনেমার মাধ্যমে আমাদের সংলাপ বা গল্পে কেউ যেন বাজে কিছু না শেখে। তাই আমাদের সংলাপ ও গল্প নির্বাচনে সচেতন থাকতে হবে। আমি মনে করি নাটকে যদি ভালো ভালো গল্প বা সংলাপ রাখা হয়, তাহলে সমাজে যেসব ত্রুটি থাকে, সেগুলো আমাদের মাধ্যমে কোনো না কোনো দিন শোধরাতে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’

তিনি মনে করেন, নাটকে সব ধরনের গল্পই থাকা উচিত। হাসির নাটকের পাশাপাশি পারিবারিক ও সামাজিক গল্পে নাটক নির্মাণ হলে সমাজ উপকারী হবে বলে ধারণা তার। এ সময় অভিনয়ে তার স্বপ্ন ও বর্তমান ব্যস্ততা নিয়েও কথা বলেন এ গুণী শিল্পী। তিনি মনে করেন, অভিনয় দিয়ে স্বপ্ন যতটুকু ছিল, পেয়েছেন তার চেয়েও বেশি। বলেন, ‘জীবন থাকতে মানুষের পূর্ণতার সীমাবদ্ধতা থাকতে নেই। আমারও নেই। তবে অভিনয়ে আমি যা পেয়েছি, তা হয়তো স্বপ্ন যতটুকু ছিল তার চেয়েও বেশি পেয়েছি। কারণ এভাবে অভিনয় করব আমি কখনো ভাবিনি। সবকিছু মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি। সামনে আরও কাজ করে যেতে চাই। ইচ্ছা আছে ভবিষ্যতে নাটকের চিত্রনাট্য লেখার।’ মিলি বাশারের মঞ্চ দিয়ে যাত্রা শুরু হয় অভিনয় অঙ্গনে। ১৯৭৭ সালে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ দিয়ে তার পথচলা শুরু। এই দলের হয়ে মঞ্চনাটকে অভিনয় করেছেন সেলিম আল দীনের রচনায় ও নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘শকুন্তলা’, ‘মুনতাসির ফ্যান্টাসি’ ও প্রফেসর আবদুস সেলিম অনূদিত ও হুমায়ূন কবির হিমুর নির্দেশনায় ‘আওয়ার কান্ট্রিস গুড’ নাটকে। এরপর ১৯৮২ সালের ৩০ জুলাই অভিনেতা মাসুম বাশারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। পরে দেশের বাইরে চলে যান। ২০১২ সালে আবারও আসেন দেশে। শুরু করেন বিজ্ঞাপনে অভিনয়। এরপর ২০১৫ সালের শেষের দিকে নিয়মিত হন নাটকে। এখন অভিনয়েই ব্যস্ত থাকেন মাসের পুরোটা সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজেন্দ্র কলেজে ‘এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ প্রদান

খুমেকে মিলল ব্যক্তিগত প্যাথলোজি, দেওয়া হতো ‘ভুয়া রিপোর্ট’ 

দেশ গড়তে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের প্রস্তুত হতে হবে : জুয়েল

জাতিসংঘের প্রতিবেদন / আন্দোলনকারী নারীদের ওপর যৌন নিপীড়নও চালিয়েছে আ.লীগ

গাজীপুরে কাশেম নিহতের ঘটনায় রাবিতে গায়েবানা জানাজা ও খাটিয়া মিছিল

জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, জামায়াত আমিরের স্ট্যাটাস

স্বপ্নপুরী থেকে উদ্ধার ৫ ভালুক গাজীপুর সাফারি পার্কে

‘প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না’

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সঙ্গে ডব়্প-এর তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক আলোচনা সভা

১০

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা টিটু গ্রেপ্তার

১১

এবার কাঠবাহী বোট আটকে দিল আরাকান আর্মি

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল

১৩

আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

১৪

গণতন্ত্রের কথা বললেই আয়নাঘরে ঢুকানো হতো : লায়ন ফারুক

১৫

ফ্যাসিবাদের দোসরদের কোথাও ঠাঁই হবে না : মজনু

১৬

আয়নাঘরে বিএনপি নেতা সাজেদুলকে কীভাবে হত্যা করা হয়, জানালেন ফারুকী

১৭

নরসিংদীতে মিল শ্রমিকের লাশ উদ্ধার

১৮

আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব : হাসনাত

১৯

ইয়াশার অভিযোগের পাল্টা জবাব দিল চিটাগাং কিংস

২০
X