রাজু আহমেদ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বেদনায় মোড়ানো গল্প ‘সরি কামরুল’

মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস মানে শুধুই হাসি-আনন্দ নয়, কখনো কখনো তা বয়ে আনে দুঃখের করুণ সুরও। এবারের ভালোবাসা দিবসে দর্শকদের হৃদয়ে অনুরণ তুলতে আসছে ব্যতিক্রমী নাটক ‘সরি কামরুল’। মাই সাউন্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টিকে।

গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের নাম ‘মাহিম’, যে একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, ঘটনাচক্রে জানতে পারে ‘কামরুল’ নামের এক মধ্যবয়স্ক মানুষকে, যাকে তার মা শিকলবন্দি করে রেখেছে ঘরের চার দেয়ালে। কেন একজন মানুষ প্রেমে পড়ে এমন ভয়াবহ পরিণতির শিকার হয়? রহস্য উদ্ঘাটনে মাহিম এগিয়ে গেলে বেরিয়ে আসে অপ্রত্যাশিত এক সত্য।

পরিচালক সালমান রহমান খান বলেন, ‘নাটকটি শুধু বিনোদনের জন্য নয়, এটি আমাদের সমাজের এমন এক গল্প, যেখানে ভালোবাসা কখনো কখনো মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কামরুল চরিত্রের মধ্য দিয়ে আমরা সেই হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষদের গল্প বলতে চেয়েছি।’

কামরুল ভালোবাসত ‘পারভীন’ নামের এক মেয়েকে। তাদের ভালোবাসা ছিল নিখাদ, নির্মল; কিন্তু একদিন কামরুল পারভীনকে বিয়ের প্রস্তাব দিতে গেলে ঘটে এক চরম ট্র্যাজেডি। পারভীন অন্যত্র বিয়ে করে চলে যায়। সেই আঘাত সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কামরুল। কিন্তু এতেই কি তার দুঃখের সমাপ্তি? না! ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পর ‘মাহিম’ আবিষ্কার করে এমন এক সত্য, যা বছরের পর বছর অজানা ছিল কামরুলের কাছে। সেই চমকপ্রদ সত্য জানতে হলে দেখতে হবে ‘সরি কামরুল’।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘কামরুল চরিত্রটি আমার অভিনয় জীবনের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। তার প্রেম, বেদনা ও মানসিক যন্ত্রণার দিকগুলো ফুটিয়ে তোলা আমার জন্য ভীষণ আবেগঘন ছিল।’

এদিকে অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, ‘পারভীন চরিত্রটি খুব সাধারণ হয়েও অত্যন্ত গভীর। বাস্তব জীবনে এমন অনেক মেয়েই রয়েছে, যারা পরিবারের চাপে তাদের ভালোবাসাকে বিসর্জন দেয়। আশা করি, দর্শকরা এই চরিত্রের সঙ্গে সংযোগ অনুভব করবেন।’

‘সরি কামরুল’ নাটকের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মোশাররফ করিম। চরিত্রের গভীরে গিয়ে অভিনয় করার দক্ষতার কারণে তিনি বরাবরই দর্শকদের মন জয় করেন। এ নাটকে তাকে দেখা যাবে এক বেদনাবিধুর চরিত্রে, যেখানে প্রেম, বঞ্চনা ও একাকিত্বের তীব্র যন্ত্রণায় বন্দি এক মানুষের কাহিনি ফুটে উঠবে তার অসাধারণ অভিনয়ে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, টুনটুনি সোবহান, আজম খান, ইমরান খান, শান্তি প্রিয়া, শান্ত প্রমুখ। নাটকের চিত্রনাট্য রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক এবং পরিচালনা করেছেন সালমান রহমান খান।

ভালোবাসা যখন একতরফা দুঃখে রূপ নেয়, তখন তা শুধুই কান্নার মধ্যে সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো কেউ হারিয়ে যায় বাস্তবতা থেকেও। ‘সরি কামরুল’ সেই হারিয়ে যাওয়া হৃদয়ের গল্প, যে গল্প ভালোবাসা দিবসের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়কে মান অনুযায়ী লাল, হলুদ ও সবুজে চিহ্নিত করা হবে

ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি : প্রেস সচিব

সচিবালয় থেকে সদরঘাটে ফ্লাইওভারের প্রস্তাব দেবে জেলা প্রশাসন

মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি : জয়নুল আবদিন

তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে হট্টগোল, স্টল বন্ধ

রাবিতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ১০ সাংবাদিক

মব সৃষ্টিকারীদের কড়া বার্তা দিলেন উপদেষ্টা মাহফুজ আলম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কঠোর পরিশ্রমে বিশ্বাসী বাংলাদেশ কোচ

আফগানিস্তানের সাত হেলিকপ্টার ফিরে পেল যুক্তরাষ্ট্র

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

১০

নারী হওয়ার বাসনায় অদ্ভুত কাণ্ড ঘটালেন যুবক

১১

পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর সুবিধা বাতিল

১২

দেশব্যাপী ইয়ামাহা রাইডারস ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

ক্লিফটন গ্রুপ চেয়ারম্যানের বাড়ি ক্রোক করার নির্দেশ

১৪

গাজীপুরে গ্রেপ্তার সাবেক এমপি চয়নকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর

১৫

প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী আটক

১৬

সাকিবকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন সিমন্স

১৭

বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি বিলুপ্তির দাবিতে মহাসড়ক-রেলপথ অবরোধ

১৮

সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছি : মির্জা ফখরুল

১৯

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার আটক

২০
X