রাজু আহমেদ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বেদনায় মোড়ানো গল্প ‘সরি কামরুল’

মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস মানে শুধুই হাসি-আনন্দ নয়, কখনো কখনো তা বয়ে আনে দুঃখের করুণ সুরও। এবারের ভালোবাসা দিবসে দর্শকদের হৃদয়ে অনুরণ তুলতে আসছে ব্যতিক্রমী নাটক ‘সরি কামরুল’। মাই সাউন্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টিকে।

গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের নাম ‘মাহিম’, যে একজন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, ঘটনাচক্রে জানতে পারে ‘কামরুল’ নামের এক মধ্যবয়স্ক মানুষকে, যাকে তার মা শিকলবন্দি করে রেখেছে ঘরের চার দেয়ালে। কেন একজন মানুষ প্রেমে পড়ে এমন ভয়াবহ পরিণতির শিকার হয়? রহস্য উদ্ঘাটনে মাহিম এগিয়ে গেলে বেরিয়ে আসে অপ্রত্যাশিত এক সত্য।

পরিচালক সালমান রহমান খান বলেন, ‘নাটকটি শুধু বিনোদনের জন্য নয়, এটি আমাদের সমাজের এমন এক গল্প, যেখানে ভালোবাসা কখনো কখনো মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কামরুল চরিত্রের মধ্য দিয়ে আমরা সেই হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষদের গল্প বলতে চেয়েছি।’

কামরুল ভালোবাসত ‘পারভীন’ নামের এক মেয়েকে। তাদের ভালোবাসা ছিল নিখাদ, নির্মল; কিন্তু একদিন কামরুল পারভীনকে বিয়ের প্রস্তাব দিতে গেলে ঘটে এক চরম ট্র্যাজেডি। পারভীন অন্যত্র বিয়ে করে চলে যায়। সেই আঘাত সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কামরুল। কিন্তু এতেই কি তার দুঃখের সমাপ্তি? না! ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পর ‘মাহিম’ আবিষ্কার করে এমন এক সত্য, যা বছরের পর বছর অজানা ছিল কামরুলের কাছে। সেই চমকপ্রদ সত্য জানতে হলে দেখতে হবে ‘সরি কামরুল’।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘কামরুল চরিত্রটি আমার অভিনয় জীবনের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। তার প্রেম, বেদনা ও মানসিক যন্ত্রণার দিকগুলো ফুটিয়ে তোলা আমার জন্য ভীষণ আবেগঘন ছিল।’

এদিকে অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, ‘পারভীন চরিত্রটি খুব সাধারণ হয়েও অত্যন্ত গভীর। বাস্তব জীবনে এমন অনেক মেয়েই রয়েছে, যারা পরিবারের চাপে তাদের ভালোবাসাকে বিসর্জন দেয়। আশা করি, দর্শকরা এই চরিত্রের সঙ্গে সংযোগ অনুভব করবেন।’

‘সরি কামরুল’ নাটকের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে মোশাররফ করিম। চরিত্রের গভীরে গিয়ে অভিনয় করার দক্ষতার কারণে তিনি বরাবরই দর্শকদের মন জয় করেন। এ নাটকে তাকে দেখা যাবে এক বেদনাবিধুর চরিত্রে, যেখানে প্রেম, বঞ্চনা ও একাকিত্বের তীব্র যন্ত্রণায় বন্দি এক মানুষের কাহিনি ফুটে উঠবে তার অসাধারণ অভিনয়ে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, টুনটুনি সোবহান, আজম খান, ইমরান খান, শান্তি প্রিয়া, শান্ত প্রমুখ। নাটকের চিত্রনাট্য রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক এবং পরিচালনা করেছেন সালমান রহমান খান।

ভালোবাসা যখন একতরফা দুঃখে রূপ নেয়, তখন তা শুধুই কান্নার মধ্যে সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো কেউ হারিয়ে যায় বাস্তবতা থেকেও। ‘সরি কামরুল’ সেই হারিয়ে যাওয়া হৃদয়ের গল্প, যে গল্প ভালোবাসা দিবসের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাই উপজেলা ভবনে পাওয়া মরদেহের পরিচয় মিলেছে

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী

হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন

কেমন কাটতে পারে আজকের দিন, জেনে নিন রাশিফলে

ভাতিজার পিটুনিতে নিহত ইউনিয়ন আ.লীগ সভাপতি

বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস আজ

কবরস্থানে পাওয়া বস্তায় অস্ত্রসহ চাইনিজ কুড়াল

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার সবশেষ পরিস্থিতি

টিভিতে আজকের খেলা

সারা দেশে ব্যাপক বজ্রপাতের শঙ্কা

১০

২১ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

২১ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৩

রাজশাহীতে দুই ছিনতাইকারী জনতার হাতে ধরা

১৪

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

১৫

নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

১৬

স্বর্ণালংকার নিয়ে চম্পট গৃহকর্মী, অতঃপর...

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফেরিওয়ালা নিহত

১৮

দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

১৯

জামায়াতে যোগ দেওয়া সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি

২০
X