ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সময় পার করছে বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হলিউড। বিনোদন জগতের রাজধানী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে দাবানল ছড়িয়েছে। যার কারণে হলিউডসহ বিনোদন জগতের অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে এরই মধ্যে মুক্তি পেতে যাচ্ছে ‘ফ্লাইট রিস্ক’ শিরোনামে নতুন একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন মেল গিবসন। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা মার্ক ওয়ালবার্গ। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে দেখা যায়, মার্ক ভুয়া পাইলটের পরিচয়ে একটি ছোট কার্গো বিমানে ওঠেন। বিমানে তিনি ছাড়া মূল পাইলট ও একজন অপরাধী রয়েছে। সেই অপরাধীকে হত্যা করার জন্যই মার্ক ছদ্মবেশী রূপ ধারণ করে বিমানে ওঠে। এরপর বিমানটি আকাশে থাকতে তার পরিচয় প্রকাশ হয়। শুরু হয় মারামারি। এরপর মাঝপথে বিমানটি আকাশ থেকে মাটিতে ছিটকে পড়ে।
অ্যাকশন, ক্রাইম ও থ্রিলার ধাঁচে নির্মিত ‘ফ্লাইট রিস্ক’ জানুয়ারির ২৪ তারিখ বিশ্বব্যাপী মুক্তি পাবে। এতে মার্ক ওয়ালবার্গ ছাড়াও আরও অভিনয় করেছেন টফার গ্রেস, মিশেল ডকারি, মাজ আলিসহ আরও অনেকে।