সংগীতশিল্পী ধ্রুব গুহ। গানে গানে ইন্ডাস্ট্রিতে তার এক দশক পূর্ণ হয়েছে। যার জন্য তিনি তার শ্রোতাদের জানিয়েছেন ভালোবাসা। এদিকে আজ এই শিল্পীর জন্মদিন। গানে গানে এক দশক ও জন্মদিন নিয়ে তিনি বলেন, ‘এভাবে কিন্তু ভাবিনি আমি, সত্যিই হিসাব কষতে গিয়ে দেখি, দেখতে দেখতে গানের ভুবনে আমার পথচলার এক দশকই হয়ে গেল। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রথম গানের শুরু থেকে শেষ গান পর্যন্ত—যারা নানাভাবে সম্পৃক্ত ছিলেন। সৃষ্টিকর্তার অসীম কৃপায় সুস্থ আছি, ভালো আছি। সবচেয়ে বড় কথা আমার মাথার ওপর আমার আশীর্বাদ হয়ে আমার বাবা-মা আছেন। আর জন্মদিন নিয়ে বিশেষ কিছুই করছি না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হোক, এটাই শুধু চাওয়া। সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্যতা ফিরে আসুক। জন্মদিনে সবার দোয়া আর ভালোবাসা চাই। সবশেষ আমার শ্রোতাদের কাছে কৃতজ্ঞতা। তাদের জন্যই আজ আমার এই অর্জন।’ ধ্রুব গুহর জনপ্রিয় গানগুলো হলো ‘শুধু তোমার জন্য’, ‘আদরে রাখিও বন্ধু’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’, ‘দাগা’ ও ‘তোমার উঁকি ঝুঁকি’ ইত্যাদি।