নতুন বছরে বিগ বাজেটের তেলেগু সিনেমা ‘কান্নাপ্পাতে’ অভিনয় করতে চলেছেন কাজল আগারওয়াল।
সোমবার (৬ জানুয়ারি) সিনেমাটির ফার্স্ট লুক পোষ্টার প্রকাশিত হয়। সেখানে কাজলকে দেবী পার্বতী রূপে দেখা যায়। খবর: ইন্ডিয়া টুডে
জানা যায়, চলচ্চিত্রটিতে কাজল একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন।
এদিকে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘কান্নাপ্পার’ ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে লিখেছেন, আমার কাছে এটি একটি স্বপ্নময় চরিত্র। ২০২৫ সালের শুরুতেই এই পবিত্র চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুবই আনন্দিত।
পোস্টারটিতে কাজলকে দেবী পার্বতী রূপে উপস্থাপন করা হয়েছে। এছাড়া পোষ্টারটিতে লেখা হয়েছে, “তিনটি বিশ্বের উপাসক দেবী পার্বতী। তিন শক্তির অধিকারিণী যিনি তার ভক্তদের রক্ষা করেন সকল বিপদ থেকে। পবিত্র শ্রী কালাহস্তি মন্দিরে অবস্থান করেন এই পবিত্র জ্ঞান প্রসুনাম্বিকা।
মুকেশ কুমার সিং এর পরিচালনায় নির্মিত এই সিনেমাটিতে কাজলের পাশাপাশি অভিনয় করেছেন, অক্ষয় কুমার, প্রভাস, মোহনলাল, বিষ্ণু মাঞ্চু, মোহন বাবুসহ আরও অনেকে।
চলচ্চিত্রটি ২০২৫ সালের ২৫ এপ্রিল মুক্তি পেতে চলেছে।