হলিউডে অ্যাকশন, থ্রিলার, কমেডি ও রোমান্টিক সিনেমার পাশাপাশি হরর সিনেমারও রয়েছে এক বিশাল দর্শকমহল। ভক্তদের মাঝে আতঙ্ক ও উত্তেজনা তৈরির এই জনরাটি বছরের পর বছর জনপ্রিয়তা অর্জন করে আসছে। তারই ধারাবাহিকতায় নতুন বছরে হলিউডে আসতে চলেছে বেশ কিছু আলোচিত হরর সিনেমা। যার মধ্যে জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা। সেই সিনেমাগুলো নিয়েই আজকের এ আয়োজন।
ওলফম্যান
‘দ্য ইনভিজিবল’ সিনেমার পর লেহ ওয়ানেলের আরেকটি হরর সিনেমা ‘ওলফম্যান’ মুক্তি পেতে চলেছে। সিনেমাটি ইউনিভার্সাল মনস্টার ক্ল্যাসিকের আরেকটি নতুন রূপ। এতে দেখা যাবে এক খামারবাড়িতে একটি পরিবার অদৃশ্য প্রাণী দ্বারা আক্রান্ত হয়; কিন্তু রাত যত বাড়তে থাকে সেই পরিবারের একজন অচেনা কিছুতে পরিবর্তিত হতে থাকে, আর এভাবেই গল্প এগিয়ে যায়। ছবিটিতে অভিনয় করেছেন জুলিয়া গার্নার, ক্রিস্টোফার অ্যাবট, মাতিলদা ফার্থসহ আরও অনেকে। সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে ১৭ জানুয়ারি। এরই মধ্যে এর ট্রেলার দর্শকদের ভয় ধরিয়েছে।
দ্য ড্যাম্বড
থর্ডুর পালসনের নির্মিত এই সিনেমাতে দেখা যাবে এক বিধবা নারীকে, যিনি তার সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন এক ডুবন্ত জাহাজের যাত্রীদের বাঁচাতে এবং সেখান থেকেই শুরু হতে থাকে তাদের এক ভয়ংকর যাত্রা পথ। ছবিতে অভিনয় করেছেন ওডেসা ইয়াং, জো কোল, লুইস গ্রিবেনসহ আরও অনেকে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে ৩ জানুয়ারি মুক্তি পেয়েছে।
কম্পানিওন
ড্রিউ হ্যানককের পরিচালনায় নির্মিত সাই-ফাই হরর থ্রিলার ‘কম্পানিওন’ চমকপ্রদ মুহূর্তে পরিপূর্ণ, যা দর্শকের জন্য এক ভয়ংকর অভিজ্ঞতা দিতে চলেছে। সিনেমাটিতে রিয়েলিস্টিক সাসপেন্সে ভরপুর, যা দুর্বল হৃদয়ের মানুষের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। ট্রেলারে এমনটাই দেখানো হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন সোফি থ্যাচার, জ্যাক কুইড, লুকাস গেজ, হার্ভি গুইলেনসহ আরও অনেকে। ‘কম্পানিওন’ ২০২৫ সালের ৩১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি নির্মাণ করেছেন ড্রু হ্যানকক।
প্রেজেন্স
স্টিভেন সোডারবার্গের প্রথম এক্সপেরিমেন্টাল ফার্ট পারসন ভৌতিক সিনেমা ‘প্রেজেন্স’ মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। ছবির গল্পে দেখা যাবে শোকাহত একটি পরিবার শহরের বাইরে তাদের পরিত্যক্ত একটি বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর সেই বাড়িতে থাকতে শুরু করে পরিবারটি। থাকার প্রথমদিন থেকেই বুঝতে পারে, তারা আসার আগেই এই বাড়িটি অদৃশ্য কোনো শক্তি দখল করে রেখেছে। তারপর বাড়ির চার সদস্য বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হতে থাকে। যার এক ঝলক ট্রেলারে দেখিয়েছেন নির্মাতা। এতে অভিনয় করেছেন লুসি লিউ, জুলিয়া ফক্স, ক্রিস সুলিভানসহ আরও অনেকে। সিনেমাটিতে শোকাহত পরিবারকে করুণ রহস্যের মুখোমুখি হতে দেখা যাবে। চলচ্চিত্রটি ২০২৫ সালের ২৪ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে।
স্ক্রিমবোট
স্টিভেন লামর্টির পরিচালনায় নির্মিত সিনেমা স্ক্রিমবোট। এ সিনেমাতে দেখা যাবে একটি মনস্টার রক্তপিপাসু ইঁদুরকে, যে নিউইয়র্ক সিটিতে গভীর রাতে ফেরি পারাপারের যাত্রীদের জীবন দুর্বিষহ করে তোলে। ছবিটিতে অভিনয় করেন ডেভিড হাওয়ার্ড থর্নটন, টাইলার পোসি, কাইলি হাইম্যানসহ আরও অনেকে। সিনেমাটি ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।