কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন বছরে চোখধাঁধানো হলিউড

নতুন বছরে চোখধাঁধানো হলিউড সিনেমা। ছবি: সংগৃহীত
নতুন বছরে চোখধাঁধানো হলিউড সিনেমা। ছবি: সংগৃহীত

আসছে নতুন বছর। আর নতুন বছরে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন ইন্ডাস্ট্রি, হলিউড, তার নতুন সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণের জন্য প্রস্তুত। ২০২৫ সালে আরও বড় বাজেট, রোমাঞ্চকর কাহিনি এবং দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল ইফেক্টসের মাধ্যমে হলিউড নতুন উদ্যমে দর্শকদের মন জয় করতে চলেছে। সবার নজর থাকবে এবারের ব্লকবাস্টার সিনেমাগুলোর দিকে, যা বিশ্বব্যাপী নতুন বছর উদযাপনে নতুন মাত্রা যোগ করবে। কালবেলার আজকের আয়োজনে থাকছে নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ৫ সিনেমার গল্প।

সুপারম্যান

হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্রাঞ্চাইজি সুপারম্যান। যার দর্শক দুনিয়াজুড়ে। এখন পর্যন্ত এই সিনেমা সিরিজের ছয়টি ছবি মুক্তি পেয়েছে, এবার আসছে আরও একটি সিক্যুয়েল। নাম ‘সুপারম্যান। জেমস গানের পরিচালনায় ২০২৫ সালের জুলাই মাসে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। তবে এ সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন ডেভিড করেনসওয়েট। এরই মধ্যে এর ট্রেলার ওয়ার্নার ব্রস পিকচার্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। দুই মিনিটের ট্রেইলারে দেখা গেছে, বাতাসে বরফ ঝড়, আকাশ থেকে হঠাৎ কী একটা যেন মাটিতে আছড়ে পড়েছে, এরপর হয় বিস্ফোরণ—তারপর বেরিয়ে আসে সুপারম্যানের চেহারা। এরপর তার নাক-মুখ দিয়ে ঝরতে থাকে রক্ত, নিঃশ্বাস নিতে থাকেন জোরে জোরে, এরপর শিস বাজান ডেভিড, তারপর ছুটে এসে তাকে জাগিয়ে তোলে ক্রিপ্টো বা ‘দ্য সুপার ডগ’। ট্রেলারটি প্রকাশের পর ‘সুপারম্যান’ ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। এই সিনেমায় নতুন লুইস লেন হিসেবে র্যাচেল ব্রসনাহান এবং খলনায়ক লেক্স লুথার চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্ট কাজ করেছেন।

টোয়েন্টি এইট ইয়ার্স লেটার

যারা হরর এবং থ্রিলার ধাঁচের সিনেমা পছন্দ করেন এই সিনেমা তাদের জন্য। রেগ ভাইরাস থেকে বেঁচে যাওয়া একদল জীবিত মানুষ একটি ছোট দ্বীপে বসবাস শুরু করে। এরপর যখন দলের একজন দ্বীপ ছেড়ে মূল ভূখণ্ডে মিশনে যায়, তখন সে আবিষ্কার করে গোপনীয়তা, বিস্ময় এবং ভয়াবহতা, যা কেবল সংক্রমিতদেরই নয়, অন্যান্য বেঁচে থাকা মানুষদেরও পরিবর্তিত করেছে। এভাবেই এগিয়ে যায় সিনেমাটির কাহিনি। ড্যানি বয়েলের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন অ্যারন টেলর-জনসন, জোডি কোমার ও সিলিয়ান মারফিসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ২০ জুন।

কারাতে কিড: লিজেন্ড

কুং ফু প্রেমী লি ফং তার বেইজিং শহরের বাড়ি থেকে বিতাড়িত হয়ে নিউইয়র্ক সিটিতে চলে আসে। এরপর সেখানে লির কোনো বন্ধুর জরুরি সাহায্য দরকার হলে সে কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এটা নজরে আসে কারাতে মাস্টার ডেনিয়েলের। এরপর তিনি তার সঙ্গে দেখা করেন এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি আরও একজন কারাতে মাস্টার মি. হ্যানকে নিয়োগ দেন। এরপর দুই শিক্ষককে একসঙ্গে লি ফংকে কারাতে শিক্ষা দিতে দেখা যায়। ছবিতে অভিনয় করেছেন জ্যাকি চ্যান, রাল্ফ ম্যাকিও, বেন ওয়াংসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৩০ মে।

ডেথ অব এ ইউনিকর্ন

অ্যালেক্স শার্ফম্যান পরিচালিত ডার্ক কমেডির এই সিনেমায় দেখা যাবে এক বাবা-মেয়ের জুটিকে। যাদের নাম রাইলি এবং এলিয়ট। তারা চলার পথে তাদের গাড়ি দিয়ে একটি ইউনিকর্নকে আঘাত করে এবং সেটিকে একটি বিশাল ধনী ফার্মাসিউটিক্যাল সিইওর বন্যপ্রাণী পুনরুদ্ধার কেন্দ্রে নিয়ে আসে এবং এরপর ভয়ংকর ভাবে এগোতে থাকে ছবিটির কাহিনি। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জেনা ওর্তেগা, টে লিওনি ও উইল পোল্টারসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালে।

দ্য ইলেকট্রিক স্টেট

অ্যান্থনি রুশো ও জো রুশোর পরিচালনায় এই সিনেমায় এক অনাথ কিশোরী তার ছোট ভাইয়ের সন্ধানে একটি মিষ্টি, কিন্তু রহস্যময় রোবট এবং একটি উদ্ভট ড্রিফটার নিয়ে আমেরিকার পশ্চিমে পাড়ি দেয় আর এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি।

এই ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, মিলি ববি ব্রাউন, উডি হ্যারেলসনসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেলেন ৫৬ শিশু

‘নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়া-তারেক রহমানের আইনি বাধা নেই’

স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল চবি

রূপায়ন গ্রুপে চাকরির সুযোগ

পাল্টে যাচ্ছে রিয়ালের ঐতিহাসিক স্টেডিয়ামের নাম

এনবিআর সদস্য কায়কোবাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ

নারীর সঙ্গে পাওয়া গেল ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে

মেলবোর্নে দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার দাপট

সেনাবাহিনী থেকে আমান আযমীর বরখাস্ত আদেশ প্রত্যাহার

জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজির অস্তিত্ব থাকবে না : জামায়াত আমির

১০

গাড়ি আটকে বাছুরকে বাঁচাল গরুর পাল

১১

ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা

১২

‘জুলাই বিপ্লবের অর্জন নস্যাতের ষড়যন্ত্র চলছে’

১৩

সূর্য পর্যন্ত পৌঁছে যাচ্ছে মানুষ!

১৪

নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে: মির্জা ফখরুল

১৫

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ড. মাসুদের কড়া প্রতিক্রিয়া

১৬

বাংলাদেশের অভ্যুত্থান থেকে শিক্ষা নিলেন ইমরান খান

১৭

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেল শাওমি

১৮

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

১৯

টরন্টোয় মিট দ্য হাইকমিশনার / অনুষ্ঠান নিয়ে মিথ্যা অপপ্রচারে ক্ষুব্ধ বাংলাদেশি কমিউনিটি   

২০
X