লেখাপড়ার স্বপ্ন নিয়ে শহরে এসে বন্ধু ও প্রেমের পাল্লায় পড়ে কীভাবে একটি ছেলের জীবন বদলে যায়, সত্য-মিথ্যার বুননে সহজ-সরল বাবাকে ধোঁকা দেয়, তেমন এক গল্প নিয়ে আজ শনিবার বঙ্গ বিডিতে প্রকাশ পাচ্ছে নাটক ‘সেমিস্টার ফাইনাল’। এটি নির্মাণ করেছেন রিয়াদ মাহমুদ। এতে জুটি বেঁধেছেন জুনায়েদ বোগদাদী ও তাসনুভা তিশা।
বঙ্গের প্রযোজনায় ‘সেমিস্টার ফাইনাল’ শিরোনামে এ নাটকে চারজন বন্ধুর ভার্সিটি জীবনের গল্প দেখানো হবে।
নাটক নিয়ে অভিনেত্রী তিশা বলেন, ‘নির্মাতা রিয়াদ মাহমুদ ভালো কাজ করছেন। তার গল্পের প্রতি আমার আস্থা আছে, সেই জায়গা থেকেই কাজটি করা। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’
নাটকে জুনায়েদ ও তিশার সঙ্গে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, নিহাল, মাসুম রেজওয়ান, জয়নাল জ্যাকসহ অনেকে।