নির্মাতা রোহিত শেঠি তার কপ ইউনিভার্সের পরিসর যে বাড়াতে চাইছেন, সেই আন্দাজ আগেই পেয়েছেন দর্শক। এবার তিনি পরিচালনা করছেন ‘সিংহাম এগেইন’। শোনা গিয়েছিল, এই ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকে। তবে রোহিতের এই নতুন ছবিতে থাকছেন অজয় দেবগন। নতুন খবর হলো—এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। কোন চরিত্রে থাকছেন তিনি? বলিউডে গুঞ্জন, অজয়ের বোনের চরিত্রে অভিনয় করছেন দীপিকা। এর আগে রোহিতের পরিচালনায় অভিনেত্রী ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে কাজ করেছিলেন।
এরই মধ্যে সামনে এসেছে পুলিশের ভূমিকায় দীপিকার বেশ কিছু লুক। অজয়ের বোন লেডি পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে। যদিও নায়িকা নাকি অতিথি শিল্পীর চরিত্রে থাকছেন এই ছবিতে।
আগামী অক্টোবরে শুটিং ফ্লোরে যাওয়ার কথা এই ছবির। সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, নির্মাতা-প্রযোজকরা অজয়, অক্ষয় কুমার ও রণবীর সিংকে নিয়েই শুটিং শুরু করতে চাইছেন। কিন্তু সেখানে ভিকির শিডিউল পাওয়া যাচ্ছে না। আবার ভিকি যখন ডেট দেবেন, তখন বাকিদের ডেট নিয়েও সমস্যা হতে পারে। যে কারণে ভিকিকে ছাড়াই আপাতত এই ছবির কাস্টিং পর্ব এগিয়ে নিয়ে যেতে চাইছেন নির্মাতা।
প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহাম’। এই ছবিতে অজয় দেবগনের ধামাকা এখনো ভুলে যাননি দর্শক। উৎসাহ বাড়িয়েছিল ২০১৪ সালের ‘সিংহাম ২’ও। তার পর থেকেই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।
মন্তব্য করুন