তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম
প্রিন্ট সংস্করণ

যেখানে মিলে যায় দুজন দুজনের...

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

বর্তমানে দুজনের কাজের ব্যস্ততাই সমানে সমান। একজন শুধু সিনেমা নিয়ে তো আরেকজন নাটক, সিনেমা ও ওটিটি নিয়ে। কাজের মধ্যেই তাদের বন্ধুত্বও নজর কেড়েছে ভক্তদের। একসঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতেও দেখা গেছে তাদের। বলছি দেশের বিনোদন ইন্ডাস্ট্রির সময়ের অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণের কথা।

বছর শেষে কাজের ব্যস্ততা দুজনেরই রয়েছে। মেহজাবীন বর্তমানে তার ‘প্রিয় মালতী’ সিনেমার ইন্টারন্যাশনাল ট্যুর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর ফারিণের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব। এর শুটিংয়ে আজ থেকে বরিশালে যুক্ত হচ্ছেন ফারিণ। ওয়েব ফিল্মটি ২০২৫ সালের ভালোবাসা দিবসে প্রচার হবে।

এদিকে গতকাল মেহজাবীন ও ফারিণ একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রমোশনাল প্রোগ্রামে উপস্থিত হন। সেখানে তারা নিজেদের সম্পর্ক ও একসঙ্গে পর্দায় কাজ করা নিয়ে কথা বলেন। নিজেদের সম্পর্ক নিয়ে শুরুতেই মেহজাবীন বলেন, ‘কাজের সুবাদে আমরা দুজন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ একসঙ্গে ভ্রমণ করেছি। আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে, যা আমাদের ভক্তদেরও নজর কেড়েছে, তাদের কাছে ভালোও লেগেছে। আমরা সবশেষ আমেরিকায় ঘুরেছি। এ সময় দেশটির বিভিন্ন শহর ঘুরেছি এবং আমার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার একটি ম্যাচও একসঙ্গে দেখেছি। তাই দুজনের একসঙ্গে ভালো কিছু মেমোরি হয়েছে, যা ভবিষ্যতে আমাদের সম্পর্কটা আরও বেশি সমৃদ্ধ করবে।’

এ সময় নিজেদের একসঙ্গে অভিয় করার বিষয়ে এ অভিনেত্রী আরও বলেন, ‘আমরা একসঙ্গে এখনো কাজ করিনি। একটি নাটকে ফারিণের ক্যামিও ছিল আমার সঙ্গে। তবে একসঙ্গে কাজের বিষয়টি আমাদের হাতে থাকে না। নির্মাতা যদি আমাদের দুজনকে নিয়ে কখনো কাজ করার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই করব। তার অভিনয় আমার সবসময়ই ভালো লাগে।’

ফারিণ বরাবরই মেহজাবীনের কাজের ভক্ত। তার নতুন সিনেমা ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে এ অভিনেত্রী হলে গিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া দুজনের বেশ কিছু বিষয়ের মিলও রয়েছে। এ নিয়ে কালবেলাকে ফারিণ বলেন, “মেহজাবীন আপুর সঙ্গে আমার বন্ধুর মতো সম্পর্ক। আমাদের দুজনের একটি জায়গায় অনেক মিল রয়েছে। সেটি হচ্ছে, আমাদের দুজনেরই মানসিকতার সুন্দর মিল রয়েছে, যা বুঝতে পেরেছি তার সঙ্গে ট্যুরে গিয়ে। ট্যুরে আমরা দুজন কোনো কিছু আলাদা আলাদা করার প্ল্যান করতাম। এরপর প্ল্যান নিয়ে যখন গ্রুপ মিটিং করতাম, তখন দেখতাম দুজন একই প্ল্যান করেছি। এ ছাড়া আমি তার কাজের ভক্ত। ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে হলে গিয়ে দেখব। এ ছাড়া আমাদের একসঙ্গে এখনো কাজ করা হয়নি, সুযোগ এলে অবশ্যই কাজ করব।”

এদিকে নতুন বছর নিয়ে দুজনেরই আপতত কোনো প্ল্যান নেই। তবে মেহজাবীন জানিয়েছেন, বছর শেষে তার সিনেমা নিয়েই থাকবে ব্যস্ততা। আর ফরিণ জানিয়েছেন, হয়তো শুটিং করেই কাটবে তার বছরের শেষ দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২০ কেজি দুম্বার মাংস গেল এতিমখানায়

পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষ

ফরিদপুরে ব্রিজের নিচে মিলল নবজাতকের লাশ

মানসম্মত উচ্চশিক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি

মেসি ও ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন নিয়ে যা বললেন গারনাচো

সেলেনার বাগদান সম্পন্ন

ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ইরান সতর্ক করলেও পাত্তা দেননি বাশার আল আসাদ

সাবেক ৫ এমপি ও তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দুদকের

লন্ডন থেকে ফিরে যা বললেন মির্জা ফখরুল

১০

মা-বোন তুলে গালি দিলেই জরিমানা করবে যে গ্রাম

১১

ওবায়দুল কাদের মারা গেছে দাবিটি মিথ্যা : রিউমর স্ক্যানার

১২

মালদ্বীপে অগ্নিকাণ্ডে তিন মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ

১৩

বিয়ের ১২ বছর পূর্তিতে সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা

১৪

ময়মনসিংহে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

১৫

আরএসএফের প্রতিবেদন / সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশসহ চার দেশ

১৬

মিয়ানমারের মংডুতে শত শত সেনাসহ জেনারেল আটক

১৭

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপকে ‘সর্বকালের সেরা’ বললেন রোনালদো

১৮

কনকনে শীতে কাবু কুড়িগ্রামের মানুষ

১৯

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার

২০
X