রাজু আহমেদ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০১:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

আরশকে নিয়ে বোমা ফাটালেন তানিয়া বৃষ্টি (ভিডিও)

অভিনেতা আরশ খান ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
অভিনেতা আরশ খান ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

‘আমার ক্যারিয়ার নিয়ে আমি একটু সেলফিশ। আমি তোমার ক্যারিয়ার খেয়ে ফেলতে চাইছি বা খেয়ে ফেলছি, এসব নিমকহারাম কথা। কারণ, আরশ যখন ওর ক্যারিয়ার শুরু করে তখন থেকে আমি ওর সঙ্গে আছি। যখন ওকে কেউ চেনে না ইন্ডাস্ট্রিতে, একেবারে নতুন তখন যদি আমি পাশে থাকতে পারি; এখন কেন ওর ক্যারিয়ার ধ্বংস করতে চাইব, এর প্রশ্নই আসে না।’

এভাবেই নাটক ইন্ডাস্ট্রির সময়ের জনপ্রিয় অভিনেতা আরশ খানকে নিয়ে কালবেলার সঙ্গে কথা বলছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জানান, তাদের দুজনের বর্তমান সম্পর্ক ও কেন তারা আর একসঙ্গে অভিনয় করছেন না, তা নিয়ে।

মাস কয়েক আগেও নাটকের জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তাদের নাটক মানেই ছিল ইউটিউব, ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ ও দর্শকের ভালোবাসা। তাদের দর্শকপ্রিয় নাটকের তালিকায় আছে ‘হেডফোন, থ্রেট, ভালো থেকো বিন্দু, লোডশেডিং, লাভ টর্চার, লাকি লাভার’।

যার জন্য একসময় নির্মাতাদের কাছেও তাদের চাহিদা ছিল আকাশচুম্বী। তবে এখন দুজন দুজনার থেকে দূরত্ব বজায় রাখছেন। এর কারণ জানতে কালবেলার কথা হয় তানিয়া বৃষ্টির সঙ্গে। শুরুতেই এ অভিনেত্রী বলেন, ‘আমি এরই মধ্যে বেশ কিছু সাক্ষাৎকারে বলেছি যে, আমাদের টুকটাক ঝগড়া হতো। তবে এবার যেটা হয়েছে, সেটি একেবারেই অপ্রত্যাশিত ছিল। ঈদুল ফিতরের আগে আমাদের দুজনের টানা ১৫ দিনের নাটকের শিডিউল ছিল। এরপর হঠাৎ শুটের এক দিন আগে আমি জানতে পারি সে আমার সঙ্গে কাজ করবে না। বিষয়টি তৎক্ষণাৎ আমার খারাপ লাগলেও আমি এটি নিয়ে না ভেবে কাজে মনোযোগী হই। কারণ আমি যে শুধু আরশের সঙ্গে জুটি হয়েই সবসময় কাজ করেছি, তা কিন্তু নয়। আমি অন্য শিল্পীদের সঙ্গেও কাজ করেছি। তাই প্রভাবটি সে সময় আর আমার মধ্যে সেভাবে পড়েনি।’ তানিয়া নিজের কাজের ব্যাপারে সবসময় সিরিয়াস থাকেন। তিনি ব্যক্তিজীবন ও কাজ কখনো এক করেন না। তাই ব্যক্তিজীবনে আরশের সঙ্গে ঝামেলা হলেও তার সঙ্গে কখনো কাজ না করার বিষয়ে সিদ্ধান্ত নেননি। তাই আরশের সঙ্গে ভবিষ্যতে তার কোনো নাটকের অফার আসে, তাহলে তার কাজ করতে কোনো সমস্যা নেই বলেও জানান এ অভিনেত্রী। এ বিষয়ে তানিয়া বলেন, ‘আমি আমার ক্যারিয়ার নিয়ে সবসময় সচেতনতার সঙ্গে কাজ করে থাকি। আমি কখনো ব্যক্তিজীবনের ঝামেলা এখানে টানি না। ধরেন কারও সঙ্গে আমার ঝামেলা হয়েছে, আবার তার সঙ্গেই আমার স্ক্রিন শেয়ার করতে হচ্ছে। তখন আমি পরিচালককে বলি না যে, আমি তার সঙ্গে কাজ করব না। আমি ভালোভাবে কাজটি শেষ করে এরপর তার থেকে মুখ ফিরিয়ে নিই। শুধু একটি ভালো কাজই আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়।’

এরপর সিন্ডিকেট করে আরশকে কাজ থেকে বাদ দিতে চেয়েছিলেন এ অভিনেত্রী? এমন অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘আমি নিজেও সিন্ডিকেটের শিকার হয়েছিলাম। আমি কেন এমনটা করতে যাব। যেটা হয়েছে আমি আরশের পাশাপাশি অনেক সহশিল্পীর সঙ্গেই একই সময়ে কাজ করেছি। সে কারণে আমার কাজ করতে সমস্যা হয়নি। এখন আরশ যদি নায়িকা না পায় এতে আমার কী করার থাকে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন একসঙ্গে নিয়মিত কাজ করছিলাম, তখন দর্শকদের বড় একটি অংশ আমাদের নাটকের নিয়মিত ভক্ত হয়ে যায়। তারা এখনো চান আমরা একসঙ্গে কাজ করি।’ এ সময় তানিয়া আরশকে উদ্দেশ করে আরও জানান, তিনি কখনোই আরশের কাজের ক্ষতি চাননি। তার কাজ বন্ধ হয়ে যাক এ বিষয়ে কখনো ভাবেননি। নিজের কাজ নিয়েই সবসময় তার ভাবনা। কিন্তু আরশ তার সঙ্গে অনেক নাটক রাতারাতি না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যার কারণে এ অভিনেত্রী হয়েছেন ক্ষতির সম্মুখীন। তাই তিনি আরশের কাছে অনুরোধ করেছেন, তার নামে মিথ্যা অভিযোগ যেন না করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির চুক্তিতে সই করা ১২৪ দেশে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু

বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণ উদগ্রীব : আমান

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাব : ধর্ম উপদেষ্টা

নির্বাচনী সংস্কার সবার আগে দরকার : এ্যানি 

গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না : প্রেস সচিব

এক ইলিশের দাম ৬ হাজার টাকা

ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট ২০২৪ লরিয়েট সম্মাননা পেলেন বাংলাদেশি তরুণ

ছায়ানটের লোকসংগীত আসরে দেশসেরা ৫ গীতিকবির গান

চাঁদাবাজদের খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন : হাসনাত আবদুল্লাহ

বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী : রিজভী 

১০

ক্যারিবীয়দের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা

১১

নাটোরে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

১২

স্বামীকে মৃত দেখিয়ে ভুয়া মামলা, স্ত্রীসহ ৩ জন পুলিশ হেফাজতে

১৩

মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ : ধর্ম উপদেষ্টা

১৪

হঠাৎ কেন ইউরেনিয়ামের মজুত বাড়াল ইরান

১৫

দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন : যুবদল সভাপতি

১৬

গ্লোবাল ক্লাইমেট মিডিয়া নেটওয়ার্কের নির্বাহী কমিটি গঠন

১৭

মেহেরপুর ইসলামি আন্দোলনের উর্বর ভূমি : গোলাম পরওয়ার

১৮

রেলপথ যেভাবে পাল্টে দিয়েছে সময়ের ধারণা

১৯

‘সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলবে না’

২০
X