বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় গুণী অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে নাটকে খুব কমই কাজ করার সুযোগ হয়েছে এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের। মোশাররফ করিম ও কেয়া পায়েলকে এর আগে ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘আশা বেঁধে রাখি’, ‘গার্লফ্রেন্ড’, ‘নয় ছয়’, ‘আগে যদি জানতাম’ নাটকে অভিনয় করেছিলেন। সবশেষ চার বছর আগে সাগর জাহানের ‘আমার কথা একবারও ভাবলে না’ নাটকে অভিনয় করেছিলেন। চার বছর পর মোশাররফ করিম ও কেয়া পায়েল একসঙ্গে ‘মি. অভাগা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করলেন। নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন ও পরিচালনা করেছেন রাকেশ বসু।
রাজধানীর গাজীপুরের উলুখোলা এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। মি. অভাগা নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘অভিনয়ের প্রতি কেয়া পায়েলের আন্তরিকতা আছে। অভিনয়টাই সে করতে চায়। সে এরই মধ্যে একজন অভিনেত্রী হিসেবে সফল। আমি উত্তরোত্তর তার আরও সাফল্য কামনা করি। আর রাকেশ বসুর সঙ্গে বেশকিছু কাজ হয়েছে আমার। খুব ভালো কাজ করে। খুব সময় মেপে সুন্দরভাবে কাজ করতে পারে রাকেশ। একজন ভালো পরিচালকই আমি বলব। তো তার কাছ থেকে আগামীতে আমি বিশেষ কিছু কাজ চাই। তার সঙ্গে অভিনেতা নামক একটি দারুণ স্ক্রিপ্টের নাটকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।’
মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কেয়া পায়েল বলেন, ‘যখন কোনো নাটকে শ্রদ্ধেয় মোশাররফ ভাই থাকেন, তখন আমার ভেতর অনেক বেশি ভালো লাগা কাজ করে। কারণ আমি জানি পরিচালকের পাশাপাশি তিনি নিজেও দায়িত্ব নিয়ে নেন কাজটি ভালো করার। মোশাররফ ভাইয়ার কাজের মধ্যে একটা ম্যাজিক আছে। স্ক্রিপ্ট যেমনই হোক না কেন, দৃশ্য যেমনই হোক না কেন, শেষে গিয়ে কী যেন একটা হয়ে যায়, যা দর্শকের কাছে ভীষণ ভালো লাগার হয়ে ওঠে। আর এটাও সত্যি একজন সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করলে শেখার অনেক কিছুই থাকে। মোশাররফ ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি, আবারও করেছি। তিনি ভীষণ শুটিং ফ্রেন্ডলি।’
নাটকটি শিগগির দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা রাকেশ বসু।