ভারতীয় চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত, যার সিনেমা মুক্তির জন্য প্রয়োজন হয় না কোনো উৎসবের। রুপালি পর্দায় তিনি উপস্থিত হওয়া মানেই ভক্তদের জন্য শুরু হয়ে যায় উৎসব, বন্ধ ঘোষণা হয় অফিস-আদালত। চলচ্চিত্রের একজন মেগাস্টারকে ঘিরে এমন ঘটনা ভারতে দ্বিতীয়টি ঘটেনি কখনো আর বাংলাদেশে তো ভাবাই যায় না! তবে সেই আশায় নতুন স্বপ্ন দেখাল ঢালিউড সুপারস্টার শাকিব খান।
গতকাল শুক্রবার অনন্য মামুন পরিচালিত ও শাকিব অভিনীত ‘দরদ’ সিনেমাটি বাংলাদেশ, ভারতসহ ২২টি দেশে মুক্তি দেওয়া হয়েছে। দেশে হল পেয়েছে ৮৩টি। ঈদ ছাড়া দেশের প্রেক্ষাগৃহে এমন ওপেনিং শাকিব খান এর আগে কবে দিয়েছেন, তা স্মৃতি হাতড়ে বের করতে হয়। তাই ‘দরদ’ যেমন ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো দিয়েছে, তেমনই ঈদ ছাড়া প্রেক্ষাগৃহে উৎসব ফিরিয়েছে দর্শকের।
দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির দর্শক চাহিদা নিয়ে কালবেলার সঙ্গে কথা হয় হল ব্যবস্থাপকদের। এ সিনেমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে দেশের বৃহত্তম সিনেমা হল মণিহারের সিনেপ্লেক্সের শাখা। তাই সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স, দুটিতেই গতকাল থেকে চলছে ‘দরদ’।
মণিহারের ব্যবস্থাপনা পরিচালক মোল্লা ফারুক দর্শক উপস্থিতি নিয়ে বলেন, ‘সিনেমাটি প্রচারের জন্য সেভাবে সময় পাইনি আমরা। তারপরও প্রথম দিন দর্শক চাহিদা সকাল থেকেই চোখে পড়ার মতো। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক উপস্থিতি আরও বাড়তে থাকে। প্রথম দিন আমরা হলে চারটি শো এবং সিনেপ্লেক্সে পাঁচটি শো চালিয়েছি। এ ছাড়া সবাইকে জানিয়ে রাখছি, দরদ দিয়ে আমাদের মণিহার সিনেপ্লেক্সের যাত্রা হয়েছে। কোনো উৎসব ছাড়া হলে দর্শকের এমন উপস্থিতি আমাদের আনন্দিত করেছে।’
বরিশালের ‘অভিরুচি সিনেমা হল’-এ দরদের দুটি শো রাখা হয়েছে, সন্ধ্যা ৬টা ৩০ ও রাত ৯টায়, যেটির অগ্রিম টিকিট একদিন আগেই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন হলের অ্যাডভাইজার নীল আহমেদ। তিনি বলেন, ‘আমরা দর্শক চাহিদা বুঝতেই প্রথম দিন দুটি শো রাখি, যেটির অগ্রিম টিকিট একদিন আগেই বিক্রি হয়ে গেছে। তাই দর্শক চাহিদা অনুযায়ী সামনের দিনগুলোতে আমাদের শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ঈদ ছাড়া এমন দর্শক উপস্থিতি অনেক বছর পর দেখলাম।’
এদিকে রাজশাহীর সিনেমাপ্রেমী দর্শকের জন্য ‘দরদ’-এর প্রচারণা শুরু হয়েছে ১৪ নভেম্বর থেকে। এ জেলার রাজতিলক সিনেমা হলে ১৫ নভেম্বর থেকে প্রতিদিন চারটি করে শো চালানো হবে। হলের প্রোভাইডার সাজ্জাদ হোসেন বলেন, ‘রাজশাহীতে এরই মধ্যে দরদের প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনের প্রথম শো হাউসফুল না হলেও দর্শক উপস্থিতি আমাদের আশাহত করেনি। ঈদ ছাড়া ফার্স্ট শোতে এমন দর্শক উপস্থিতি অনেক বছর পর দেখলাম। এ ছাড়া রাজশাহীতে এরই মধ্যে শীতও পড়েছে। তাই ধারণা করছি, এমন আবহাওয়ায় দর্শক উপস্থিতি আরও বাড়বে।’
দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলেও প্রদর্শিত হচ্ছে ‘দরদ’। প্রথম দিন এখানে চারটি শো চালানো হয়। প্রথম শো দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হয়। এ হলের কর্ণধার ও প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ বলেন, ‘ঈদ ছাড়া আমাদের মর্নিং শো চলে না। তবে প্রথম দিন দর্শক উপস্থিতি আশানুরূপ ভালো ছিল। এমন থাকলে সামনে শো বাড়বে বলে আমরা আশাবাদী।’
‘দরদ’ সিনেমা নিয়ে নির্মাতা অনন্য মামুন কালবেলাকে বলেন, “এটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা। এ ছবিতে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে একটি নতুন রূপে দেখতে পেয়েছে দর্শক। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকের চাহিদা মাথায় ছিল আমাদের, যে কারণে অনেক হল মালিক তাদের বন্ধ থাকা প্রেক্ষাগৃহ খুলেছেন। আমরা এটিই চেয়েছিলাম। শুধু ঈদ কেন্দ্র করে সিনেমা মুক্তির ধরন বদলাতে চেয়েছিলাম। আশা করছি সেটি পেরেছি। দ্বিতীয় সপ্তাহ থেকে আরও হল বাড়বে বলে আমি আশাবাদী। হলে হলে ‘দরদ’ উৎসব চলুক, সেই কামনাই রইল।”
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও ও বিশ্বজিৎ চক্রবর্তী।
এ সিনেমায় হিন্দি গান ‘জিসমে তেরে’ ইউটিউবে বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ।