উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ক্যারিয়ারের শুরু থেকেই গুছিয়ে কাজ করার চেষ্টা করেন তিনি। তাই সফলতাও পেয়েছেন প্রতিটি সেক্টরে। এবার আরও একবার উপস্থাপনায় দেখা যাবে তাকে। রান্নার অনুষ্ঠান ‘রাঁধুনী-র রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি’ অনুষ্ঠান দিয়ে দীর্ঘ বিরতির পর উপস্থাপনায় ফিরছেন তিনি।
এ বিষয়ে নাবিলা বলেন, ‘আমি অনেক ধরনের কাজের সঙ্গে যুক্ত আছি। এর মধ্যে উপস্থাপনা করার বিষয়টি সবচেয়ে বেশি পছন্দ করি। মাঝে ব্যক্তিগত ব্যস্ততা, চলচ্চিত্রের শুটিংয়ের ব্যস্ততা মিলিয়ে উপস্থাপনা করা হচ্ছিল না। এবার ফিরতে পেরে আনন্দ লাগছে। তবে রান্নার অনুষ্ঠান উপস্থাপনা আমার খুব একটা করা হয়নি। তাই এবার চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে নিজেকে উপস্থাপনা করার। বাকিটা শো প্রচারের পর দর্শক বলবে।’
এর শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এ মাসেই দেশের একটি বেসরকারি চ্যানেলে শোটি প্রচারিত হবে। নাবিলাকে সবশেষ বড় পর্দায় রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। এতে তার বিপরীতে ছিলেন নায়ক
শাকিব খান।