তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০২:৩৯ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০২:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

মৌসুমীকে শটগানের ভয় দেখাতেন সানী (ভিডিও)

ওমর সানী ও মৌসুমী। ছবি : সংগৃহীত
ওমর সানী ও মৌসুমী। ছবি : সংগৃহীত

এ বছর ২ আগস্ট ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই মুখ চিত্রনায়ক ওমর সানী ও নায়িকা মৌসুমী দম্পতির বিয়ের তিন দশক পূর্তি হয়। ১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। নিজেদের বিয়ের আগের গল্প নিয়ে সানীর সঙ্গে কথা হয় কালবেলার।

অনেক বিষয়ের মধ্যে এ নায়কের কাছে জানতে চাওয়া হয়—আপনি নাকি মৌসুমীর শুটিং সেট লক্ষ্য করে গুলি ছুড়তেন? উত্তরে সানী বলেন, ‘এটি পুরোটাই একটি প্রোপাগান্ডা বা গুজব। এটি ১৯৯৫ সালের আগের ঘটনা। আমি তখন ভারত থেকে একটি শটগান কিনে আনি, যা ছিল খেলনা শটগান। তবে দেখতে অবিকল শটগানের মতো ছিল। এটি দিয়ে আমি একদিন মৌসুমীকে ভয় দেখাই। কীভাবে ভয় দেখিয়েছিলাম সেটি এখন ব্যাখ্যা করে দিচ্ছি। আমি তখন মহাখালী ডিওএইচএস থাকি। মৌসুমীও একই এলাকায় থাকে। আমার বাসা থেকে ওর বাসা দেখা যেত। তো আমি ল্যান্ডফোনে ওর বাসার নম্বরে কল দিই। এরপর মৌসুমীকে কথার ছলে আমি আমার খেলনা শটগানটি দূর থেকে দেখিয়ে বলি গুলি করলাম, এই করলাম গুলি। ও এই বিষয়টি নিয়ে পরে আমার বন্ধু পরিচালক উত্তম আকাশকে বলে, সানী ভাই আমার সঙ্গে কেমন করে দেখেন। এইতো। এ ছাড়া তেমন কিছু নয়। তখন বয়স কম ছিল, অনেক কিছুই করতে মন চাইত।’ এই দম্পতির প্রেম ও বিয়ে নিয়ে রয়েছে নানা মজার গল্প।

এর মধ্যে একটি গল্প বলতে গিয়ে সানী বলেন, ‘আমি তখন ফার্মগেট থাকি। সকাল ৮টা কি ৯টা বাজে। বাসার বাইরে তাকিয়ে দেখি একটি মাইক্রোবাস এসে থামল। মাইক্রো থেকে মৌসুমী দৌড়ে নামল। সোজা আমার বাসায় এসে বলে, ‘সানী ভাই আপনি ঠিক আছেন?’ তারপর আমি তাকে প্রশ্ন করি, ‘কেন, কী হয়েছে?’ উত্তরে সে বলে, ‘তেমন কিছু না। আপনাকে নিয়ে খারাপ একটি স্বপ্ন দেখেছি, তাই দেখতে আসলাম।’ তিনি আরও বলেন, ‘সেদিনই আমি সিদ্ধান্ত নিই, বিয়ে করলে এ মেয়েকেই করব। এমন অনেক ভালোবাসার ঘটনা আছে আমাদের। যেসব কথা মনে পড়লে হাসি পায় এবং ভালোও লাগে।’

তাদের প্রথম কথা হওয়ার ঘটনাটাও বেশ মজার। ১৯৯২ সালের ঘটনা। ‘কেয়ামত থেকে কেয়ামত’ তখনো মুক্তি পায়নি। নতুন একটি সিনেমায় ওমর সানীর বিপরীতে মৌসুমীকে নিতে চাইলেন পরিচালক শেখ নজরুল ইসলাম। সেই সিনেমা নিয়ে কথা বলতেই পরিচালকসহ ওমর সানী মৌসুমীর বাসায় যান। মৌসুমীর প্রথম কথা ছিল, “সানী ভাই, আপনার ‘চাঁদের আলো’ তো আমরা সবাই দেখলাম। বেশ ভালো করেছেন।”

১৯৯৪ সালে পরিচালক দিলীপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’ নামের সিনেমা। এ সিনেমা দিয়েই একসঙ্গে পথচলা শুরু এ জুটির। এরপর বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তারা। মৌসুমী-ওমর সানী জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো—‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ও ‘সাহেব নামে গোলাম’। সানী-মৌসুমীর সংসার আলো করে আছে পুত্র ফারদিন এহসান ও কন্যা ফাইজা। ছেলে দেশেই থাকেন। বিয়ে করেছেন। স্ত্রীর নাম আয়েশা। আর কন্যা ফাইজা যুক্তরাষ্ট্রের নাগরিক। সেখানেই করছেন পড়াশোনা। মৌসুমী সেখানেই মেয়ের সঙ্গে থাকছেন এখন। আর সানী দেশে ব্যবসা সামলাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে ছাত্রদল

শেখ হাসিনার সরকার চুরির তালিকায় পাঁচবার প্রথম : চরমোনাই পীর

বিএনপি নেত্রীর কপি ক্ষেতে কীটনাশক স্প্রে, ১০ হাজার চারা নষ্ট

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

দুপক্ষের দ্বন্দ্বে খেসারত দিচ্ছেন ১০ হাজার কৃষক

উত্তর কোরিয়ার অদ্ভুত যত আইন!

চবির ছাত্রী হলে গোপনে ভিডিও করছিল কিশোর, অতঃপর...

ক্রিকেটাররা কি বিদ্রোহ করবে

‘সোনারগাঁ বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এক শ্রেণির কুচক্রীমহল’

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী  / টঙ্গীতে যুবদলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

কবে আসবে শীত, জানাল আবহাওয়া অধিদপ্তর

১১

যবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাদের অপসারণের দাবি

১২

বরখাস্ত হওয়ার পরও ম্যানইউর সাফল্য কামনা করলেন টেন হাগ  

১৩

বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমিরের মৃত্যু

১৪

আ.লীগের আমলে বছরে পাচার হয়েছে ১৫ বিলিয়ন ডলার : টিআইবি

১৫

ডেঙ্গুতে একদিনেই ১০ জনের মৃত্যু

১৬

আ.লীগ প্রকৃত ইতিহাসকে বিকৃত করে বাচ্চাদের পড়িয়েছে : আমিনুল হক  

১৭

বার্সার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় সাফজয়ীরা

১৮

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে : ইমাম হায়াত 

১৯

দ্বিতীয় সাউথ এশিয়ান কনফারেন্স অনুষ্ঠিত

২০
X