নির্মাতা রবিউল আলম রবির ‘ক্যাফে ডিজায়ার’ ওয়েব ফিল্মের মাধ্যমে ওটিটি অভিষেক হয় সারিকা সাবরিনের। এবার দ্বিতীয় ওয়েব ফিল্ম ‘মায়া’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন মামনুন ইমন। এটি নির্মাণ করেছেন রায়হান রাফী।
রাফীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সারিকা বলেন, ‘তার কাজের বিষয়ে আমাদের সবারই জানা ছিল। কিন্তু প্রথমবার কাজ করে তার সম্পর্কে আমার ধারণা আরও বেড়ে গেছে। রাফী খুব গুছিয়ে কাজ করেন। সবার কাজের ধরন থেকে তিনি একেবারই আলাদা। তার শট সেন্স, ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন এবং ইউনিটের সবার মধ্য থেকে সেরাটি বের করে আনার ব্যাপক দক্ষতা রয়েছে। খুবই কুল মাইন্ডে সেরা কাজটি বের করে আনার ওস্তাদ রাফী। এ ছাড়া তার উপস্থিত বুদ্ধি দুর্দান্ত। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। কাজ করতে গিয়ে শিল্পীর সঠিক যে সম্মান, কমফোর্ট জোন দিতে হয়, তিনি সেটা ভালোভাবে মাথায় রেখে কাজ করেন। শুটিংয়ের আগেও ভালোভাবে প্রস্তুতি নেন। টিমটাও বেশ গোছানো।’
নিজের চরিত্র নিয়ে সারিকা আরও বলেন, “আমি এই ওয়েব ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করছি। গল্পটি সাধারণ একটি মেয়েকে নিয়ে। যার নাম ‘মায়া’। তার জীবনে নানা ধরনের সংগ্রাম থাকে। এটুকু বলতে পারি মায়ার গল্পটি অনেক দর্শকই তাদের নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবে। এর বেশি বলা যাবে না। বাকিটা ওয়েব ফিল্মটি দেখে জানতে হবে।”এ সময় ইমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সারিকা আরও বলেন, ‘যখন শুনলাম আমার সহশিল্পী ইমন, অবাক হলাম। কাজ করতে গিয়ে অভিজ্ঞতাও ভালো। দুই চরিত্রের রসায়ন দর্শকের ভালো লাগবে। আর দর্শকদের উদ্দেশে বলেছি, এবার নতুন এক ইমনকে দেখতে পাবেন আপনারা।’
পারিবারিক টানাপোড়েন এবং এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মায়া’। স্বামীর অবর্তমানে নারীদের যে ধরনের চাপের মুখে পড়তে হয়, তাই ফুটে উঠেছে গল্পে। ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।