অ্যানিমেশন সিনেমার ভক্ত পৃথিবীজুড়েই রয়েছে।
রক্ত-মাংসের তারকাদের জনপ্রিয়তার পাশাপাশি অ্যানিমশন চরিত্রগুলোরও রয়েছে সমান জনপ্রিয়তা। এ জনপ্রিয়তা ধরে রাখতে বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হলিউড থেকে প্রতি বছর অসংখ্য অ্যানিমেশন সিনেমা মুক্তি দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে নতুন আরেকটি অ্যানিমেশন সিনেমা, শিরোনাম ‘দ্য ওয়াইল্ড রোবট’।
এটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা ক্রিস স্যান্ডার্স। এর গল্প এগিয়ে যাবে রোজ নামে একটি রোবট ঘিরে; যে অন্য একটি গ্রহ থেকে এ পৃথিবীতে আসে। যাকে একটি মিশনে পাঠানো হয়। কিন্তু মিশনে সে ব্যর্থ হতে থাকে। একপর্যায়ে রোজ পৃথিবী ছেড়ে তার জগতে চলে যেতে চায়। তবে সেটি আর হয়ে ওঠে না। নিজের জগৎ থেকে রোজ হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন। এরপরই তার সঙ্গে ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যাবে
সিনেমার গল্প।
ড্রিমওয়ার্কস অ্যানিমেশন দ্বারা প্রযোজিত এবং ইউনিভার্সাল পিকচার্সের এ অ্যানিমেশন সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউডের বড় বড় তারকা। যাদের মধ্যে আছেন পেড্রো পাসকাল, কিট কনর, বিল নাই, স্টেফানি হু, মার্ক হ্যামিল, ক্যাথরিন ও’হারা, ম্যাট বেরির মতো তারকা।