ইতালির লিদো দ্বীপে আগামী ২৮ আগস্ট শুরু হতে যাচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস চলচ্চিত্র উৎসব। ১১ দিনব্যাপী চলা এ উৎসবের পর্দা নামবে ৭ সেপ্টেম্বর। এ বছর মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণসিংহের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ২১টি চলচ্চিত্র। এক বিজ্ঞপ্তির মাধ্যমে উৎসবের ৮১তম আসরের মনোনীত সিনেমাগুলোর তালিকা ঘোষণা করা হয়। উৎসবে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার।
উদ্বোধনী দিনে টিম বার্টন পরিচালিত ‘বিটলজুস বিটলজুস’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাইকেল কিটন। এ ছাড়া অভিনয় করেছেন উইনোনা রাইডার, ক্যাথেরিন ও’হারা, মনিকা বেলুচ্চি, উইলেম ড্যাফো ও জেনা ওর্টেগা।
এ ছাড়া উৎসবে প্রতিযোগিতা করবে স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’। এটিকে উৎসবে স্বর্ণসিংহের অন্যতম দাবিদার ধরা হচ্ছে। এ সিনেমায় অভিনয় করেছেন টিলডা সুইনটন ও জুলিয়ান মুরকে।
এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলো মধ্যে একটি হচ্ছে ‘জোকার: ফলি আ ডিউ’। টড ফিলিপস পরিচালিত ‘জোকার’ সিনেমার সিক্যুয়েলটি ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। ৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ভেনিসে প্রিমিয়ার হবে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটির।
একই প্রতিযোগিতা বিভাগে লড়বে ফ্রান্সের তিন সিনেমা ও ইতালির পাঁচ সিনেমা। একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিউ হুয়া ইয়ের ‘স্ট্রেঞ্জার আইস’। এটি নির্মিত হয়েছে সিঙ্গাপুর, তাইওয়ান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়।
হ্যালিনা রেজিনের ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’ও আছে সেরা সিনেমার দৌড়ে। এতে আছেন নিকোল কিডম্যান, হ্যারিস ডিকিনসনের মতো তারকা। আলোচনা চলছে মার্কিন ক্রাইম থ্রিলার ‘দ্য অর্ডার’ নিয়েও। জাস্টিন কারজেল পরিচালিত এ সিনেমায় এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন জুড ল। ইতালীয় নির্মাতা লুকা গুদানিনোর সিনেমা ‘কুইয়ার’ নিয়েও চলছে চর্চা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ।
এ ছাড়া স্বর্ণসিংহের দৌড়ে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’।
চিলির নির্মাতার এ সিনেমা প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে।