প্রেম বলেকয়ে আসে না। কখন কীভাবে প্রেমের জোয়ারে হাবুডুবু খাবে মন—তা কি আর আগে থেকে বলা সম্ভব? তবে প্রেম সবসময়ই মধুর। সম্পর্ককে সময় দেওয়া জরুরি। সে নতুন হোক বা পুরোনো। সম্ভব হলে দিনে অন্তত একবার দেখা করার চেষ্টা করুন। সেই সময় নিজের সমস্যা, পেশাগত জটিলতার কথা নয়, শুধুই ভালোবাসার কথা বলুন।
যে কোনো সম্পর্কে পরস্পরের প্রতি সম্মান থাকাটা অত্যন্ত জরুরি। পছন্দ, ভালোলাগা আলাদা হওয়া অস্বাভাবিক নয়। পরস্পরের পছন্দ-অপছন্দগুলোও মর্যাদা দিন। দুজনই তাদের ভাবনাগুলো ভাগাভাগি করে নিন। ভালোবাসার মানুষটিকে বারবার বলুন ভালোবাসার কথা। ভালো সম্পর্কের জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, প্রয়োজন তার প্রকাশেরও। দায়িত্ব নিতে শিখুন। সম্পর্ক জিইয়ে রাখার অন্যতম শর্ত হলো দায়িত্ব নেওয়ার সাহস। সবশেষে বলি কি, বেশি প্রেমে পড়লে ভীষণ মাথাও ধরে যায়। যতটুকু জীবনের পাঁচ আঙুলে ধরা যায়, তার বেশি অনুভব করে ফেললে কিছুটা মুশকিল তো হবেই।