ফাঁকি দিয়ে ঘুরিস ভবে প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে কথার তোড়ে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠারই ঝোঁকে, এমনি করেই বেলা গেল সন্ধ্যা-ছায়ায় ভরল ঘর: এখনও তুই চেতনহারা? শেষের সেদিন ভয়ংকর। নিত্য অহংমত্ত যারা গেছে চলে এমন কত— কেরদানিতে কাঁপিয়ে...