কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৭:১২ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সারের টিকা প্রদানের সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ছবি : সংগৃহীত
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ছবি : সংগৃহীত

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে আগামী সেপ্টেম্বর মাস থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বিনামূল্যে প্রদান করা হবে এই টিকা।

সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বাংলাদেশকে এই টিকা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশে বছরে প্রায় ২৭ হাজার নারী এতে আক্রান্ত হন এবং সাড়ে ছয় হাজার মারা যায়। সার্ভিকাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ টিকা দিতে পারলে মৃত্যুর সংখ্যা, সংক্রমণ ও রোগীর সংখ্যা কমবে।

তিনি বলেন, স্কুল থেকে এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। কারণ ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এ টিকা দেওয়া হয়। পর্যায়ক্রমে এই বয়সী সব মেয়েদের এ টিকা দেব। সাড়ে ২৩ লাখ টিকা হাতে পেয়েছি। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল দ্বিতীয় দফায় রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহে টিকা দেওয়া হবে।

নভেম্বরে আরও ২০ লাখ এবং ডিসেম্বরে ১২ লাখ টিকা পাওয়া যাবে। আগামী বছরে ৪২ লাখ টিকা এবং ২০২৫ সালে ২৩ লাখ টিকা পাওয়া যাবে বলে জানান মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশে ভালো করে করোনার টিকা দিতে পারায় গ্যাভি (টিকা ব্যবস্থাপনার বৈশ্বিক জোট) এবং ডব্লিউএইচও খুবই খুশি। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আগামী ৫ বছরে ১০ কোটি করোনার টিকা দেবে। ৫ কোটি মানুষকে সেই টিকা দিতে পারব। বিনামূল্যে আমরা এ টিকা পাব বলে আশা রাখি। যার মূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। এ টিকা দিতে খরচ হবে ৬০০ কোটি টাকা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি চিকিৎসকরা যারা বিএসএমএমইউয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন, পোস্ট গ্র্যাজুয়েট পড়ছেন তারা বাড়তি ভাতার দাবি করছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা তার অনুমতিক্রমে ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করে দিয়েছি। ইন্টার্ন চিকিৎসকদেরও দাবি ছিল। তারা এখন মাসে ১৫ হাজার টাকা করে ভাতা পান, সেটিকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

তিনি আরও বলেন, পোস্ট গ্র্যাজুয়েশন করছেন সাড়ে ৬ হাজার আর সাড়ে ৪ হাজার ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। তাদের বাড়তি টাকা দিতে খরচ হবে ৬৪ কোটি টাকা। এটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন হামলা-নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে মামলা করবে ববি ছাত্রদল

বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে মারল যুবলীগ কর্মী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সচিব রেজাউল মাকছুদ জাহেদী

সব জাতিগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতে কাজ করে বিএনপি : টুকু

লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার সহজ জয়

সিলেটে যৌথ বাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থীসহ নিহত ৩

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে : দুলু

শিল্পাঞ্চলে শান্তি ফেরাতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে : সাইফুল হক

১০

মেয়ের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা

১১

পাহাড়ি ঢলে হারিয়ে গেল ১৬ বাড়ি

১২

আবাসিক হল ছাত্রলীগমুক্ত করার দাবিতে বিক্ষোভ

১৩

সিভাসু থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম

১৪

ওষুধের মূল্যবৃদ্ধিতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ

১৫

ভারতে পালানোর সময় সাবেক এমপি নারায়ণ চন্দ্র আটক

১৬

চট্টগ্রামের রেলওয়ে শ্রমিক দলের সমাবেশ মঙ্গলবার

১৭

হেসে খেলেই টাইগারদের হারিয়ে দিল ভারত

১৮

শিল্পকলায় নবনিযুক্ত পরিচালকের সঙ্গে মতবিনিময় সভা

১৯

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

২০
X