শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

চীনের ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

চীনের ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভালো হলেও দেশটির ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা থেকে বাংলাদেশের বেশিরভাগ ঋণ নেওয়া হয়েছে। এ ছাড়া দেশভিত্তিক বিবেচনায় জাপান থেকে সবচেয়ে বেশি ঋণ নেওয়া হয়। গতকাল শনিবার বার্তাসংস্থা সিএনএনের বিজনেস বিভাগের সম্পাদক রিচার্ড কোয়েস্টের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী বিজনেস সামিটের প্রথম দিনে ব্রিটিশ এই সাংবাদিকের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া ভোট প্রতিরোধে সরকার ডিজিটাল পরিচয়পত্র ও স্বচ্ছ ব্যালট বাক্স চালু করেছে। সবার জন্য নির্বাচনের অংশগ্রহণের পরিবেশ রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসতেও প্রস্তুত আছে।

দীর্ঘ সময় এক দলের ক্ষমতায় থাকার কারণে দেশের মানুষ নতুন কিছু চায় কি না—এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ১৪ বছর টানা ক্ষমতায় থাকলেও দেশের জনগণকে নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে। এ প্রসঙ্গে তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের পর এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশের কথা বলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। যখনই মানবতার প্রশ্ন উঠেছে, বাংলাদেশ নির্যাতিতদের পক্ষে দাঁড়িয়েছে। অন্যায্য কোনো জোট গঠনে বাংলাদেশ আগ্রহী নয়।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো সমস্যা নেই। তবে যুদ্ধের কারণে অস্থির বিশ্ববাজারের ফল ভোগ করতে হচ্ছে আমাদের। আমরা সংকট সামাল দিতে সক্ষম।

সৌদি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: বিজনেস সামিটের সাইডলাইনে সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি দেশটির মন্ত্রীকে বলেন, আমাদের অত্যন্ত স্থিতিশীল সরকার রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগ বিশেষ করে বিদেশি বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি ১৭ কোটি মানুষের বড় বাজার বাংলাদেশে বিপুলসংখ্যক শ্রমিকের সহজলভ্যতার কথাও তুলে ধরেন।

ড. মোমেন জানান, সৌদি আরবের জন্য চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক জোনের প্রস্তাব দিয়েছে সরকার। দেশটি বাংলাদেশের জ্বালানি, বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়। এ ছাড়া সৌদি সেদেশে বাংলাদেশের সার উৎপাদন করতে চায়। কারণ, সেখানে কম দামে উৎপাদনের সুবিধা রয়েছে। তবে এজন্য বাংলাদেশও সুবিধা পাবে বলে জানিয়েছেন সৌদি মন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দেওয়ার শর্তে কোরআন ছুয়ে নিতে হবে টাকা, কল রেকর্ড ভাইরাল

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’

 ছেলের কিল-ঘুষিতে শিক্ষক পিতার মৃত্যু

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১০ বছর আজ

‘ভয়াল ২৯ এপ্রিল, ১৯৯১ স্মরণ ও প্যারাবন নিধন প্রতিবাদ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক

আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৩০ মিনিটেই দুবাই

গরু চোরাচালানে জড়িত ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধি

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ চায় খেলাফত মজলিস

বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশন যাত্রা শুরু

১০

চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন আমির খসরু 

১১

উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ

১২

বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় ব্যবস্থা : তাপস

১৩

বর্ণিল আয়োজনে রূপায়ণ সিটি উত্তরায় সামার ফেস্ট-২০২৪ অনুষ্ঠিত

১৪

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

১৫

বিসিএস পরীক্ষার্থীর আঁকুতি / ‘পরীক্ষা দিতে না পারলে আমি মরে যাব স্যার’

১৬

শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

ইউরোপজুড়ে চীন-রাশিয়া ও আরব রাষ্ট্রের ফাঁদ

১৮

বাংলাদেশের ধুলায় মাইক্রোপ্লাস্টিক, বেশি স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

১৯

এবার মিল্টন সমাদ্দারের আরেক প্রতারণা ফাঁস!

২০
*/ ?>
X