ঘুষ না দেওয়ায় মাথা ফাটালেন ইউপি সদস্য

ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম
ফুলবাড়ী থানা, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিজিডি কার্ডের বিপরীতে দাবি করা ৫ হাজার টাকা না দেওয়ায় এক ব্যক্তির মাথা ফাটিয়েছেন কাশিপুর ইউনিয়নের এক ইউপি সদস্য। ইউনিয়নের বেড়াকুটি বাজারে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি গোলজার হোসেন। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে। হামলাকারী ইউপি সদস্য মাহফুজার রহমান বাদল। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

আহত গোলজার হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলজারের পুত্রবধূ ববিতা বেগম ভিজিডি কার্ডের তালিকাভুক্ত হন। ইউপি সদস্য বাদল কার্ডটি তুলে নিয়ে নিজের কাছে রেখে দেন। বৃহস্পতিবার গোলজার বেড়াকুটি বাজারে গিয়ে বাদলের কাছে কার্ডটি চান। এ সময় তার কাছে ৫ হাজার টাকা দাবি করেন বাদল। গোলজার টাকা দিতে না চাইলে তাদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে বাদল কাঠ দিয়ে গোলজারের মাথায় আঘাত করেন। গোলজার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।

ইউপি সদস্য মাহফুজার রহমান বাদল গোলজারের মাথায় আঘাত করার কথা স্বীকার করেন। তিনি বলেন, ভিজিডির টাকার জন্য নয়, ১৩ বছর আগের পাওনা টাকার জন্য তাকে পিটিয়েছি।

কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, ভিজিডি কার্ড নিয়ে মেম্বারের লাঠির আঘাতে গোলজার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, এ ঘটনায় গোলজার হোসেনের স্ত্রী নছিরন বেগম অভিযোগ করেছেন। মামলার প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com