কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ মে ২০২৩, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

সেনা চান জায়েদা, নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট আজমত

সেনা চান জায়েদা, নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট আজমত

শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীরা। নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রার্থীদের দেওয়া নানা প্রতিশ্রুতির সঙ্গে নিজেদের চাওয়া-পাওয়ার হিসাব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন ভোটাররাও। তবে গতকাল সোমবার নগরজুড়ে আলোচনায় ছিল জায়েদা খাতুনের সেনা মোতায়েনের দাবি। টেবিল ঘড়ি প্রতীকের আলোচিত এ স্বতন্ত্র প্রার্থী সেনা মোতায়েন দাবি জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের কাছে চিঠি পাঠিয়েছেন। যদিও আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান বলছেন, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে।

গতকাল সকালে টঙ্গীর নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আজমত উল্লা খান। পরে দুপুরে তিনি ভোগড়া বাইপাস এলাকায় একটি পোশাক কারখানার মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দেন। স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ পোশাক কারখানার মালিক, শ্রমিক, বায়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে আজমত উল্লা খান বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে টিসিবি পণ্যে সময় বাড়িয়ে যাতে ৮টা পর্যন্ত নির্ধারণ করা যায়, স্বল্পমূল্যে শ্রমিকরা যেন এটি পায়, তার ব্যবস্থা করা হবে। আমি আর একটা কাজ করতে চাই, যেটি আগে টঙ্গী পৌরসভায় করা হয়েছিল। এখানে সরকারের

অনেক হাসপাতাল ও কলেজ রয়েছে, তাদের সঙ্গে সিটি করপোরেশনের স্বাস্ব্য বিভাগ সমন্বয় করে গরিব, অসহায়, দুস্থদের একটি স্বাস্থ্য কার্ড-লাল কার্ড ফ্রি দেওয়া হবে, যাতে সারা বছর তারা স্বাস্থ্যসেবা পেতে পারেন।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র পদে আজমত উল্লা খানকে যে মার্কা দিয়েছেন, ২৫ তারিখ আমরা সেই মার্কাকে বিজয়ী করব। আমাদের যে ট্রেড লাইসেন্স সমস্যা, হোল্ডিং ট্যাক্স সমস্যা, ট্রেড লাইসেন্স না পেলে আমরা কারখানা চালাতে পারব না। বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে না। উনি জয়ী হলে এগুলো বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেবেন বলে আশা করি। আমরা আশ্বস্ত করতে চাই, বিজিএমইএ, বিকেএমইএসহ পোশাক কারখানার মালিক-শ্রমিকরা আজমত উল্লাকে সমর্থন করছি। আমরা সবাই মিলে ভোট দিয়ে আজমত উল্লা খানকে বিজয়ী করব। অনুষ্ঠানে বক্তব্য দেন স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী ও সাবেক ভিপি হালিম সরকারসহ অন্যরা।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদা খাতুনের সেনা মোতায়েনের দাবি প্রসঙ্গে আজমত উল্লা খান বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ওপর নির্ভর করবে। কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যদি তারা মনে করে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন আছে, তবে তারা এটি করতে পারেন। তারা সুষ্ঠু নির্বাচনের জন্য যা করবেন, আমি স্বাগত জানাব।

গতকাল জিরানী বাজার, কাশিমপুর এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন। এ সময় তিনি এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন। নিয়াজ উদ্দিন বলেন, সরকারের স্বদিচ্ছা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেনাবাহিনী, বিজিবি নামিয়ে লাভ নেই। তবে ভোটাররা নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত।

এদিন নগরীর পুবাইল এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। এর আগে গতকাল তিনি সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে চিঠি পাঠান। গত রোববার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার বরাবর ইংরেজিতে তিন পাতার একটি চিঠিতে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেন জায়েদা খাতুন। সেখানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিদেশি কূটনীতিকদের মাধ্যমে গাজীপুর সিটি নির্বাচন পর্যবেক্ষণ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ জানান।

চিঠির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সাবেক মেয়র ও জায়েদা খাতুনে ছেলে জাহাঙ্গীর আলম বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েন এবং প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ কয়েকটি দাবি বাস্তবায়নে কমিশনের প্রতি অনুরোধ জানানোর জন্য কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠিতে লেখা হয়, আমি জায়েদা খাতুন, আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। আপনারা সবাই অবগত, নির্বাচনের তপশিল ঘোষণার পর আমার ছেলে গাজীপুর সিটি করপোরেশনের সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের প্রার্থিতা সম্পূর্ণ অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। আমি এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ছেলের প্রতি অন্যায়-অবিচারের প্রতিবাদ ও সত্য প্রতিষ্ঠার জন্য টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারে নামলেই লাখো শান্তিপ্রিয় মানুষ গাজীপুরে আমার নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। ৯ মে প্রতীক পাওয়ার পর থেকে নির্বাচনী আইন অনুযায়ী প্রচার চালিয়ে যাচ্ছি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে আমার প্রতিপক্ষ প্রার্থী আজমত উল্লা খান আমাকে নির্বাচনী এলাকায় প্রচারণায় বাধা দিচ্ছেন, আমার গণসংযোগে হামলা করছেন। আমার নির্বাচনী কাজে নিয়োজিত পোলিং এজেন্ট ও সম্ভাব্য পোলিং এজেন্টদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। ব্যক্তিগত গুন্ডা দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছেন।

এদিকে গতকাল নগরীর টঙ্গী এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানূর ইসলাম রনি। এ সময় তিনি অবাধ ও সুষ্ঠুভাবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান জেলা ও দায়রা জজ আদালত এবং আশপাশের এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, দেশের অন্যতম প্রধান শিল্প এলাকা গাজীপুরে বেকারত্ব থাকার কোনো কারণ নেই। আমি মেয়র নির্বাচিত হলে গাজীপুরে যে কোনো চাকরির ক্ষেত্রে গাজীপুরের অধিবাসী ও ভোটাররাই প্রধান্য পাবেন।

নির্বাচনী পরিবেশ ও প্রচারের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, প্রার্থীরা তাদের নিজ নিজ প্রচার চালিয়ে যাচ্ছেন। ২৩ তারিখ মধ্যরাত থেকে তাদের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। ২৫ মে নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোল আদায় নিয়ে সংঘর্ষ, আহত ২৫

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান বিরোধী নয় : হাইকোর্ট

আজ ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

২৬ এপ্রিল : নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

হাতি শুঁড় দিয়ে আছাড় মারল কৃষককে

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রীকে ২৭ কোপ দিলেন স্বামী

১০

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১১

ব্যারিস্টার খোকনের দলীয় পদ নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি 

১২

বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

১৩

বাংলাদেশের দাবদাহ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

১৪

অনুষ্ঠিত হলো বিইউএইচএস -এর প্রথম সমাবর্তন

১৫

ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে : ম্যাখোঁ

১৬

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

১৭

হিজাব আইন না মানায় ইরানে ব্যাপক ধরপাকড়

১৮

তীব্র তাপপ্রবাহে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির কান্না

১৯

মানব পাচারের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

২০
*/ ?>
X