হাসান তানভীর
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ১০:০২ এএম
প্রিন্ট সংস্করণ

জীবনযুদ্ধে হেরে যাবেন ঢাবি শিক্ষার্থী নুর নবী!

জীবনযুদ্ধে হেরে যাবেন ঢাবি শিক্ষার্থী নুর নবী!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নুর নবী। স্বপ্ন ছিল স্নাতক শেষে বিসিএস পরীক্ষা দিয়ে অ্যাডমিন ক্যাডার হবেন। এজন্য কয়েক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি একটি স্বনামধন্য বিসিএস কোচিং সেন্টারে লিখিত পরীক্ষার জন্য ক্লাস করতেন। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে কোচিংয়ের উদ্দেশে নিউমার্কেট এলাকায় যান তিনি; কিন্তু শিরিন ভবন বিস্ফোরণের ঘটনায় মাথায় গুরতর আঘাত পেয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নুর নবী। চিকিৎসকরা বলছেন, তার অবস্থা ক্রিটিক্যাল। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টা মাথায় অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

হাসপাতাল করিডোরে কথা হয় নুর নবীর সহপাঠী মাজহারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, নুর ক্লাসের সবার কাছে সহজ-সরল আর পরোপকারী হিসেবে পরিচিত। পরীক্ষার আগে বিগত সালের সব প্রশ্ন ও শিট-নোট সংগ্রহ করে পিডিএফ ফাইল তৈরি করে ফেসবুক গ্রুপে শেয়ার করত। পড়াশোনাতেও ভালো ছিল। তিনি আরও বলেন, গত রোববার বিশ্ববিদ্যালয়ে আমাদের দুটি ক্লাস ছিল। সকাল ৮টা থেকে ৯টায় একটি ক্লাস হয়। ১০টা থেকে ১১টায় একটি ক্লাস হওয়ার কথা ছিল; কিন্তু শিক্ষকদের মিটিং থাকায় নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই ক্লাস শেষ করা হয়। এর পরই কোচিংয়ে যাওয়ার উদ্দেশে বঙ্গবন্ধু হলের পকেট গেট দিয়ে নিউমার্কেট এলাকায় ঢোকে নুর নবী। বিস্ফোরণের সময় ভবনের নিচ দিয়ে যাচ্ছিলেন তিনি।

নুর নবীর বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচড় থানার দড়িগাঁও গ্রামে। তার বাবা জসিম উদ্দিন কৃষিকাজ করতেন। তিন ভাইয়ের মধ্যে নুর মেজো, বড় ভাই গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক, ছোট ভাই ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বড় ভাই আলী হোসেন বলেন, রোববার দুপুরের পর নুর নবীর দুর্ঘটনার সংবাদ পাই। পরে ঢাকা মেডিকেলে এসে দেখি ও অচেতন অবস্থায় আছে। কী ঘটেছিল এখন পর্যন্ত কিছুই জানতে পারিনি। তিনি আরও বলেন, সকাল ১১টার দিকে নুর নবীকে অপারেশন রুমে ঢোকানো হয়। প্রায় চার ঘণ্টার অপারেশন শেষে বের করে সরাসরি আইসিইউতে নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক্সটেনশন ভবনের ২০১০ নম্বর রুমে থাকতেন নুর। তার সহপাঠী ও একই হলের

শিক্ষার্থী ইমরান হুসাইন জানান, ক্লাস-পরীক্ষা, টিউশনি আর পড়াশোনার মধ্যেই থাকত নুর নবী। তার স্বপ্ন ছিল বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হবে। তার বিশ্বাস ছিল বিসিএস প্রিলিতে টিকে যাবে, এজন্য আরও আগে থেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।

গত রোববার সকাল পৌনে ১১টার দিকে সায়েন্সল্যাব এলাকার শিরিন ভবনের তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে

চিকিৎসাধীন। ভবনে বিস্ফোরণ নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অসিত চন্দ্র সরকার বলেন, আহত নুর নবীর মাথার অপারেশন করা হয়েছে। বর্তমানে আইসিইউতে আছে। তার অবস্থা ক্রিটিক্যাল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বিস্ফোরণের ঘটনায় ঢাবির ছাত্রসহ চারজন হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষের জন্য বড় সুযোগ : প্রতিমন্ত্রী

বায়ুদূষণের শীর্ষে কাঠমান্ডু, ঢাকার অবস্থান কত?

কলকাতা-পাঞ্জাবের ম্যাচে রেকর্ডের পর রেকর্ড

ফলন ও দাম ভালো হওয়ায় তিল চাষে ঝুঁকছে সদরপুরের কৃষকরা

আমেরিকা ছাড়িয়ে ইউরোপে ইসরায়েলবিরোধী আন্দোলন

আগামী ৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা চুয়েট

ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি : ওবায়দুল কাদের

ব্রাহ্মণবাড়িয়ায় পটকা ফাটানো নিয়ে সংঘর্ষে নিহত ১

দেশের মানুষের প্রধান চাওয়া সুষ্ঠু নির্বাচন : ইসি হাবিব

শেরেবাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১০

দুর্ঘটনার কবলে ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

১১

প্রেমের জন্য দিনটি ভালো

১২

নরসিংদীতে হিটস্ট্রোকে শিশুর মৃত্যু 

১৩

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

১৪

বৃষ্টিতে ভিজল সিলেট

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৬

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১৭

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

২৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৯

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

২০
*/ ?>
X