সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৩, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

গার্মেন্টের আড়ালে জাল টাকার কারবার

গার্মেন্টের আড়ালে জাল টাকার কারবার

জাল নোট নিয়ে লিচু কিনতে গিয়ে দোকানিদের হাতে ধরা পড়েন একজন। তাকে পুলিশে দিলে জিজ্ঞাসাবাদে জানা যায়, এক ব্যাংক কর্মকর্তার সহায়তায় গড়ে তোলা হয়েছে জাল টাকার কারখানা। সেখানে নিয়মিত ছাপিয়ে সুযোগ বুঝে ছড়িয়ে দেওয়া হতো বাজারে। পরে ঢাকার অদূরে সাভারের বনগাঁও ইউনিয়নে একটি পোশাক কারখানার ভেতর এই জাল টাকার কারখানার সন্ধান পায় পুলিশ। গতকাল বুধবার সেখানে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যমানের জাল নোট, বিপুল পরিমাণ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম।

সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুরের পুরানবাড়ি এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সাখাওয়াত হোসেন খানের মালিকানাধীন ‘সাউথ বেঙ্গল এপারেলস’ নামে একটি পোশাক কারখানায় এই জাল টাকার কারখানা করা হয়।

পুলিশের অভিযানে আটকরা হলো বরিশালের মুলাদী থানার ডিগ্রীরচর খান বাড়ির জয়নাল আবেদীন খানের ছেলে সাখাওয়াত হোসেন খান (৫০), একই উপজেলার বয়াতিকান্দি গ্রামের মানিক মোল্লার ছেলে নাজমুল হোসেন (২৪) ও শরীয়তপুর জেলার পালং থানার গয়াধর গ্রামের আল ইসলাম সরদারের ছেলে সুজন মিয়া (৩০)।

এ ব্যাপারে কারখানার পাশের বাড়ির মালিক ইব্রাহীম জানান, দীর্ঘদিন থেকে এই এলাকায় পোশাক কারখানাটি পরিচালনা করছেন সাখাওয়াত হোসেন খান নামের ওই ব্যক্তি। করোনাকালে গার্মেন্ট ব্যবসায় ক্ষতির শিকার হলে কারখানাটির পাশের একটি জমিতে গরুর ফার্মের ব্যবসা শুরু করেন তিনি। কিছুদিন পর সেটিও বাদ দিয়ে কারখানার ভেতর টুকটাক পোশাক তৈরির কাজ হচ্ছিল বলে জানতাম। কিন্তু তিনি যে পোশাক কারখানার আড়ালে ভেতরে জাল টাকা তৈরি করতেন, সেটি আমাদের কল্পনাতেও ছিল না। আজ সকালে পুলিশের অভিযানের ফলে বিষয়টি জানতে পারলাম। এদিকে অভিযুক্ত সাখাওয়াত হোসেন খান জানান, দীর্ঘদিন আগে তিনি এখানে পোশাক কারখানাটি প্রতিষ্ঠা করেন। করোনার সময় তার বেশকিছু অর্ডার বায়াররা বাতিল করে দিলে তিনি বেকায়দায় পড়েন। ৫-৭ কোটি টাকার ব্যাংক ঋণের বোঝায় পড়েন। চার মাস আগে সাইফুল নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা এবং আহসান উল্লাহ মণ্ডল ও নুরুনবী নামে আরও দুজন তাকে এই জাল টাকা বানানোর জন্য প্রস্তাব দেয়। তারাই তাকে এই জাল টাকা প্রস্তুতির সব সরঞ্জামও সরবরাহ করত।

অভিযান শেষে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গতকাল সকালে সাভারের অন্ধ মার্কেটের সামনে থেকে জাল টাকা দিয়ে লিচু কিনতে গেলে দোকানদারসহ স্থানীয়রা জাল নোট শনাক্ত করে ও একজনকে আটক করে সাভার থানায় খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ আটক ব্যক্তিকে নিয়ে সাভারের বনগাঁওয়ের সাধাপুর পুরানবাড়ি এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করে সম্পূর্ণ প্রস্তুত ৫০ লাখ ১৭ হাজার নকল টাকা ও প্রিন্ট অবস্থায় আরও বিপুল পরিমাণ জাল টাকার সন্ধান পায়। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে কারখানার সব জাল টাকা উদ্ধার করে ও তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পোশাক কারখানার ভেতরে সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনের সহায়তায় জাল নোট তৈরির কারখানা গড়ে তোলা হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর হাটে এই জাল নোট ব্যবহার করে বিপুল অর্থের মালিক হওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। তাদের আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা ও বনগাঁও ইউনিয়নের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেসুর রহমানসহ প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য। আটককদের বিরুদ্ধে, সাভার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

নাটোরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ভোট দেওয়ার শর্তে কোরআন ছুয়ে নিতে হবে টাকা, কল রেকর্ড ভাইরাল

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’

 ছেলের কিল-ঘুষিতে শিক্ষক পিতার মৃত্যু

১০

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১০ বছর আজ

১১

‘ভয়াল ২৯ এপ্রিল, ১৯৯১ স্মরণ ও প্যারাবন নিধন প্রতিবাদ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

১২

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক

১৩

আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৩০ মিনিটেই দুবাই

১৪

গরু চোরাচালানে জড়িত ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধি

১৫

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ চায় খেলাফত মজলিস

১৬

বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশন যাত্রা শুরু

১৭

চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন আমির খসরু 

১৮

উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ

১৯

বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় ব্যবস্থা : তাপস

২০
*/ ?>
X