রাজকুমার নন্দী
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০১:৩০ এএম
প্রিন্ট সংস্করণ
একান্ত সাক্ষাৎকারে গণঅধিকারের রাশেদ

বিএনএমের পেছনে বিএনপির বাঘা বাঘা নেতা রয়েছেন

বিএনএমের পেছনে বিএনপির বাঘা বাঘা নেতা রয়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) পেছনে বিএনপির বাঘা বাঘা নেতা রয়েছেন বলে দাবি করেন গণঅধিকার পরিষদের (নুর) সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, বিএনএমের নেতারা তাদের নামও আমাদের বলেছেন। হয়তো বিএনপিও তাদের নাম জানে। শুধু এটুকু বলি, তাদের অনেককে বিএনপি এরই মধ্যে শোকজ করেছে। আমি মনে করি, বিএনপির আরও বেশি সতর্ক হওয়া উচিত।

বিএনএমসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে নিবন্ধনের জন্য কমিশনের প্রাথমিক তালিকায় থাকা ১২টি দলের মধ্যে ১০টি দল বাদ পড়েছে। এর মধ্যে গণঅধিকার পরিষদও রয়েছে। গণবিজ্ঞপ্তির মাধ্যমে কোনো আপত্তি থাকলে তা নিষ্পত্তি সাপেক্ষে আগামী ২৬ জুলাই দল দুটির নিবন্ধনের গেজেট প্রকাশ করা হবে। এমন প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনে কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রাশেদ খান। এ সময় তিনি নিবন্ধন ইস্যুতে দলটির পরবর্তী করণীয়সহ নানা বিষয়ে কথা বলেন।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি করা হয়েছে, নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের দেওয়া শর্ত তারা পূরণ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত দলটি নিবন্ধন পায়নি। এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, নির্বাচন কমিশন বলেছে, রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়েছে। সেটা আসলে গঠনতন্ত্র

মেনেই করা হয়েছে। কাউন্সিলও গঠনতন্ত্র মেনেই হয়েছে। সেই তদন্ত প্রতিবেদন আমাদের কাছে আছে, আমরা এরই মধ্যে সেটা প্রেস ব্রিফিং করে জানিয়েছিও। ইসি শুধু আমাদের একটি ভুল ধরেছে, সেটা হলো ১০০টি উপজেলা কার্যালয়ের মধ্যে নাকি ৩০টি কার্যালয় ওইভাবে পায়নি। এই একটি কারণে নাকি আমাদের নিবন্ধন দেয়নি। এ অভিযোগ সঠিক নয়। কারণ, আমাদের দুই শতাধিক উপজেলা কমিটি ও ১০০টির বেশি উপজেলা কার্যালয় রয়েছে। কিন্তু যাদের নিবন্ধন দিয়েছে, তাদের তো কার্যালয়ই নেই। আমরা মনে করি, নিবন্ধন না দেওয়ার পেছনে অন্য কারণ রয়েছে। গণঅধিকার পরিষদ যেহেতু রাজপথে সরকারবিরোধী আন্দোলন করছে, সেজন্য এজেন্সি এবং সরকারের নির্দেশনা ছিল—এই দলটিকে নিবন্ধন দেওয়া যাবে না। এ কারণে গণঅধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি। তা ছাড়া বিভিন্ন সময় আমাদের নানা মাধ্যমে প্রলোভন দেখানো হয় যে, শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে গেলে তোমাদের নিবন্ধন দেওয়া হবে। কিন্তু আমরা বরাবরই বলেছি, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া সম্ভব নয়। তাই নিবন্ধন পাইনি।

নিবন্ধন না পাওয়ায় গণঅধিকার পরিষদের পরবর্তী করণীয় প্রসঙ্গে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজে আমাদের হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাহলে আমরা নিবন্ধন পেয়ে যাব—এমন ইঙ্গিতও তিনি দিয়েছেন। সিইসি বলেছেন, বিভিন্ন কারণে অনেকের নমিনেশন বাতিল হয়ে যায়। কিন্তু তারা হাইকোর্টে গিয়ে নমিনেশন ফিরে পেয়েছেন। এটা আমাদের কাছে হাস্যকর মনে হয়েছে। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছে, আমরা যেন আইনি লড়াইয়ে যাই। এ সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলনে থাকব। একদফা আন্দোলন চালিয়ে যাব। আমরা মনে করি, গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন হবে, তারপর নির্বাচন কমিশন গঠন হবে। নতুন সেই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা নিবন্ধন পাব বলে আশা করি। এখন এ ইসির কাছ থেকে নিবন্ধন পাওয়ার কোনো আশা আমাদের নেই। তার পরও নিবন্ধন পেতে এখন রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাব।

নিবন্ধন পেতে যাওয়া বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, বিএনএম ও বিএসপি গোয়েন্দা সংস্থার তৈরি দল। গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গায় তাদের অফিসও নিয়ে দিয়েছে। এ তথ্য গণমাধ্যমেও এসেছে। এই দুটি দল গণমানুষের দল নয়।

বিএনএমের নেতারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছেন, তোমরা যদি নিবন্ধন চাও, আমাদের জানাও। আমরা গোয়েন্দা সংস্থাকে বলে দেব। তাদের বলেছি, আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনীতি করব না। গণঅধিকার পরিষদ গণমানুষের দল, জনগণকে নিয়েই আমাদের রাজনীতি। এমনিতেই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন দিতে বাধ্য। কারণ, আমরা ইসির শর্ত পূরণ করেছি। বিএনএমের নেতারা তখন বলেছেন, বিএনপিতে তো পরিবারতন্ত্র চলছে। তারেক রহমান দুর্নীতিবাজ, খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। দলটি ভ্যানিশ হয়ে যাবে। আমাদের (বিএনএম) পেছনে বিএনপির বাঘা বাঘা নেতা আছে। তোমরা (গণঅধিকার পরিষদ) যেহেতু কোটা আন্দোলন সফল করেছ, এখন গণঅধিকার পরিষদে আছ। তোমাদের একটা গ্রহণযোগ্যতা আছে। তোমরা যদি আমাদের সঙ্গে থাক, তাহলে তোমরা নিবন্ধনও পাবে আবার আগামীতে এমপি-মন্ত্রীও হতে পারবে। আমরা বলেছি, আপনাদের সঙ্গে কাজ করা সম্ভব হবে না। কারণ, আপনারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিবন্ধন নিচ্ছেন। আমরা এভাবে নিবন্ধন নিতে চাই না। শুধু নিবন্ধনই আমাদের কাছে মুখ্য নয়, জনগণের কাছে দেওয়া কমিটমেন্টই মুখ্য।

রাশেদ খান বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে আগামীতে অন্য দল নির্বাচনে না গেলেও যাতে বিএনএম যায়, সেজন্য দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে। উদ্দেশ্য, বিএনপি নির্বাচনে না গেলেও বিএনপি ভেঙে দলটির কিছু নেতা এবং বিভিন্ন দলের নেতাদের দিয়ে বিএনএমের ব্যানারে নির্বাচন করা। এভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চায় সরকার। এজন্য এ দলটি গঠন করা হয়েছে।

নিবন্ধন না পাওয়া ১০টি দল একত্রিত হয়ে গত সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। নিবন্ধনের দাবিতে এ জোট কি আগামীতেও রাজপথে সক্রিয় থাকবে—এমন প্রশ্নে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর উদ্যোগে নিবন্ধন না পাওয়া ১০টি দলকে একত্রিত করে সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে আমরা নির্বাচন কমিশন ঘেরাওয়ের প্রস্তাব দিয়েছিলাম। এ ব্যাপারে দলগতভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সব বিষয়ে তারা যে একমত—এমন নয়। তাই এই ১০ দলীয় জোট আগামীতে সক্রিয় থাকবে কি থাকবে না, সেটা এখনই বলা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআইয়ে অভিজ্ঞতা ছাড়া চাকরি, আছে বিদেশ ভ্রমণের সুবিধা

বাবাকে খুঁজে পেতে নড়াইলের তরুণী পাবনায়

এবার বেনজীরের ডুপ্লেক্স বাড়ি জব্দ

লিপি মনোয়ারকে বাংলাদেশ লেখিকা সংঘের স্বর্ণপদক প্রদান

নৌকাডুবে প্রাণ গেল দুই বন্ধুর

১৩০০ বছর আগের ঐতিহাসিক ‘জাদুর’ তলোয়ার উধাও!

সুপার স্পেশালাইজডের বিদ্যমান আইনে নতুন সংযোজন প্রয়োজন : বিএসএমএমইউ উপাচার্য

ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ঢাবিতে কোটাবিরোধী বিক্ষোভ শুরু

এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলে জেসি

যে কারণে ইয়ামালকে পুরো ম্যাচ খেলাচ্ছে না স্পেন?

১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

১১

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১২

পুলিশি বাধায় সড়কেই বসে পড়ল জবি শিক্ষার্থীরা

১৩

আকর্ষণীয় বেতনে রিসার্চ অ্যাসোসিয়েট নেবে সিপিডি

১৪

যমুনায় পানি কমায় ব্রহ্মপুত্রে ভাঙন

১৫

আ.লীগ সরকারের কাছে আলেম-ওলামারাও রেহাই পায়নি : টুকু

১৬

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

১৭

ইউরো ২০২৪ / স্টুটগার্টে ইতিহাসের পুনরাবৃত্তি, পিতা-পুত্রের স্মরণীয় উদযাপন

১৮

বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার

১৯

তীব্র বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

২০
X