শাওন সোলায়মান
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৯:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে ফের সক্রিয় অনলাইন জুয়া চক্র

প্রচারে কনটেন্ট ক্রিয়েটররা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতে চলছে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। ২২ গজের এ প্রতিযোগিতা কেন্দ্র করে আবারও সক্রিয় হয়ে উঠেছে অনলাইন প্ল্যাটফর্মে জুয়া কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট চক্র। সহজে প্রচার পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করছে তারা। অন্যদিকে, সম্মানহানি ও আইনি ঝামেলার ভয়ে অভিযোগ করছেন না ভুক্তভোগীরা।

এমন পরিস্থিতিতে দেশে জুয়া-সংশ্লিষ্ট কার্যক্রম রুখতে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আর লিঙ্কসহ অভিযোগ পেলে সাইট বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আইপিএল, বিপিএল, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো ক্রিকেটের বড় আসরগুলোতে ব্যাপক আগ্রহ থাকে অনলাইন জুয়া চক্রগুলোর। ক্রিকেটপ্রেমীদের আবেগ কাজে লাগিয়ে কম সময়ে প্রচুর অর্থ হাতিয়ে নেওয়াই তাদের মূল উদ্দেশ্য।

অনুসন্ধানে জানা যায়, বেটবাজ৩৬৫, বেটউইন, ওয়ানএক্স বেটিং, জেটউইন ক্লাবসহ শতাধিক সাইট আছে, যেখানে অনলাইনে জুয়া খেলা যায়। এসব সাইট মূলত নিয়ন্ত্রণ করা হয় বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং সাইপ্রাস ও রাশিয়া থেকে। বাংলাদেশে রয়েছে তাদের এজেন্ট বা ‘বুকি’। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ লেনদেন এবং পরবর্তী সময়ে ক্রিপ্টো ও হুন্ডির মাধ্যমে সেই অর্থ বিদেশে পাঠানোর কাজ করে এসব এজেন্ট।

যেভাবে কাজ করে: রাজধানীর মিরপুর এলাকার এমন এক এজেন্টের সঙ্গে কথা বলেছেন কালবেলার এ প্রতিবেদক। ওই এজেন্ট বলেন, প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলে জুয়াড়িদের যুক্ত করা হয়। সেখানে আমাদের পরিচয় গোপন থাকে। হোয়াটসঅ্যাপের নম্বর এবং টেলিগ্রাম চ্যানেলগুলো থাকে বিদেশি, তাই সহজে ‘ট্র্যাক’ করা যায় না। তারপর সেই গ্রুপ আর চ্যানেলেই পরের যোগাযোগগুলো হয়। টাকা আনা-নেওয়া হয় এমএফএসের মাধ্যমে। আমাদের টার্গেট থাকে মূলত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা, যারা পুলিশের কাছে যাবে না।

এসব সাইটের মাধ্যমে জুয়া খেলেন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। তিনি বলেন, আমি জুয়া খেলি বিশেষ বড় কোনো ক্রিকেট ম্যাচ থাকলে। ৫০০ টাকা থেকে শুরু করি। কখনো ৫ হাজার টাকা আয় করি, আবার কখনো সব খোয়া যায়। মাঝে মাঝে একসঙ্গে অনেক টাকা পাই, সেই লোভেই আবার খেলি।

প্রচারে ব্যবহার করা হচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের: অনলাইন বেটিং সাইটগুলোর প্রচারে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের। অনুসন্ধান বলছে, জুয়ার সাইটের প্রচার এবং সাইটের লিঙ্ক কনটেন্টের ‘ডেসক্রিপশন’ বা ‘কমেন্ট বক্সে’ দেওয়ার জন্য কনটেন্ট ক্রিয়েটরদের মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়। আবার কখনো তাদের না জানিয়েই কমেন্ট বক্সে সাইটের লিঙ্ক দিয়ে রাখে বুকিরা। একাধিক কনটেন্ট ক্রিয়েটর নিজেদের এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

জনপ্রিয় চ্যানেল ‘ফুডআপ্পি’র প্রতিষ্ঠাতা ফাবিয়া হাসান মনিষা বলেন, প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো জুয়ার সাইট থেকে প্রমোশনের অফার পাই। ভিডিওর নিচের দিকে তাদের লোগো বা বিজ্ঞাপন প্রচার করা অথবা কমেন্ট বক্স বা ডেসক্রিপশনে তাদের সাইটের লিঙ্ক দেওয়ার প্রস্তাব আসে।

‘শামুক’ নামের একটি পেজের প্রতিষ্ঠাতা হালিমা ইয়াসমিন মুক্তা বলেন, আমাদের পেজে খুব বেশি ফলোয়ার নেই। মাস দুয়েক আগে পেজ মনেটাইজ হয়। এরপর থেকে ইনবক্সে জুয়া, ক্যাসিনো এবং ক্রিপ্টোকারেন্সির মতো প্ল্যাটফর্মের প্রমোশনের প্রস্তাব আসতে থাকে। আমরা যখন সাড়া দিই না, তখন দেখি ভুয়া আইডি থেকে ভিডিওর নিচে কমেন্টে জুয়ার সাইটের পোস্ট দেওয়া হয়েছে। এ ধরনের কমেন্ট নজরে এলে সেগুলো মুছে দিই, ফেসবুকের কাছে ‘রিপোর্ট’ করি।

নিয়ন্ত্রক সংস্থাগুলো যা করছে: অনলাইনে জুয়া পরিচালনাকারী সাইটগুলোর কার্যক্রম রুখে দিতে নিয়মিত তদারকি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। ইতোমধ্যে জুয়ার ১৮৬টি সাইটের লিঙ্ক এবং অ্যাপের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সেইসঙ্গে জুয়ার সাইট পরিচালনার সঙ্গে জড়িতদের বিভিন্ন সময় গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার পথে সিআইডির হাতে আটক হয় সাইপ্রাসভিত্তিক ‘ওয়ান এক্স বেট’ এবং রাশিয়াভিত্তিক ‘বেট উইনারে’র বাংলাদেশ শাখার প্রধান মতিউর রহমান। ৩১ আগস্ট রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জুয়ার সাইট পরিচালনাকারী চক্রের ছয় সদস্যকেও গ্রেপ্তার করে এ সংস্থা। চলতি বছরের ফেব্রুয়ারিতে জুয়ার সাইটের প্রচারণার অভিযোগে ইউটিউবের পরিচিত মুখ প্রত্যয় হিরনসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার তারেক আহমেদ বলেন, আমাদের তদারকি অব্যাহত আছে। নাগরিকদের কাছে যদি এ বিষয়ে কোনো তথ্য থাকে, তাহলে আমাদের সহযোগিতা করার বিনীত অনুরোধ করছি। কেউ প্রতারিত হলে দ্রুত যোগাযোগের পরামর্শও দেন তিনি।

অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর থেকে প্রতিবেদন পেলে জুয়া বা ক্যাসিনোর সাইট বন্ধ করা হয় বলে জানিয়েছে বিটিআরসি। তবে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ-স্টোর থেকে স্মার্টফোনভিত্তিক অ্যাপ সরাতে পারে না এ নিয়ন্ত্রক সংস্থা।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, সাইট মনিটরিংয়ের এখতিয়ার বিটিআরসির নেই। কোনো সংস্থা আমাদের এ ধরনের সাইটের লিঙ্ক দিলে পুরো সাইট বন্ধ করে দিতে পারি। সে ধরনের কার্যক্রম অব্যাহত আছে। তবে গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ আমরা বন্ধ করতে পারি না।

আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ: এসব অনলাইন জুয়ার সাইটে যারা প্রতারিত হন, তাদের সিংহভাগই বিষয়টি গোপন রাখেন। আত্মসম্মান এবং বাড়তি আইনি ঝামেলার ভয়ে তারা কোনো অভিযোগ করেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ বলেন, নিজেরা ফেঁসে যাই কি না—এই ভয়ে অনেক সময় আমরা ভুক্তভোগী হয়েও আইনের আশ্রয় নিই না। সবার আগে জানতে ও বুঝতে হবে যে, আইন আমাদের সর্বদাই আশ্রয় লাভের অধিকার দিয়ে রেখেছে। কেউ যদি ভেবে থাকেন যে, অভিযোগ করলে তিনি উল্টো ফেঁসে যাবেন, বিষয়টা এমন নয়। আমার পরামর্শ থাকবে, অতি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো, নইলে আপনার কাছের আরেকজনের একই ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া নিয়ে ঢাকাবাসীর জন্য কোনো ভালো খবর নেই

ভারতের সঙ্গে উত্তেজনা: সৌদি আরবকে জানাল পাকিস্তান

এক বাইকে ঘুরতে বের হয় ৩ বন্ধু, পথে প্রাণ গেল একজনের

কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

পহেলগামে হামলা / ঘটনার ১০ মিনিট পরই কীভাবে মামলা হলো, বাড়ছে সন্দেহ

সীমান্তে বিজিবি-বিএসএফ সাক্ষাৎ, জিরো লাইন পরিদর্শন 

২৬ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যুদ্ধের শঙ্কায় ‘অপারেশন রুমে’ ব্যস্ত পাকিস্তান

ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্প কি হস্তক্ষেপ করবেন?

কাশ্মীর ইস্যুতে ইরানকে পাশে চাইছে পাকিস্তান

১০

২৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১১

কুমিল্লায় শক্তি প্রদর্শনে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আটক ৩

১২

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

গাজায় নির্বিচারে হামলার সবশেষ অবস্থা

১৪

কুমিল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ইমাম আটক

১৫

প্রশাসনে আ. লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে: আসাদুজ্জামান রিপন

১৬

অস্ত্র ও জাল টাকাসহ ৩ ডাকাত আটক

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত 

১৮

যারা নির্বাচন চায় না তারা গণতন্ত্রের শত্রু: মাহবুব উদ্দিন খোকন

১৯

বয়কটের গুঞ্জনের পর এবার ফাইনাল খেলতে রাজি রিয়াল

২০
X