হুমায়ুন কবির, সাভার (ঢাকা)
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

চলন্ত বাসে ছিনতাইয়ের হটস্পট ৭ কিলোমিটার

আতঙ্কের নাম সাভার
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাভার উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়ক এখন আতঙ্কের অপর নাম। দিন-রাতে সমানতালে মহাসড়কে ঘটছে ছিনতাইসহ ডাকাতির ঘটনা। একের পর এক যাত্রীবাহী বাসে এমন ঘটনায় আতঙ্কিত এই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন। একাধিক ঘটনার পর পুলিশ মহাসড়কে তল্লাশি কার্যক্রম পরিচালনা করলেও ছিনতাইকারীরা কিছুই পরোয়া করছে না।

সাভার মডেল থানা সূত্রে জানা যায়, সাভারের পুলিশ টাউন থেকে সিঅ্যান্ডবি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার ছিনতাইয়ের হটস্পট। গত দুই মাসে এই অংশে চারটি ছিনতাই ও একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাভার মডেল থানায় দায়ের হওয়া মামলায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, পতিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে এমন ঘটনা ঘটাচ্ছে। তবে স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালন না করা এবং ঘটনার পর অপরাধীদের আইনের আওতায় আনতে না পারায় এসব ঘটনা ঘটছে।

পুলিশ টাউনের বাসিন্দা আব্দুল কাইয়ুম নামে এক গার্মেন্ট শ্রমিক কালবেলাকে বলেন, ‘৫ আগস্ট পর্যন্ত আমরা রাতের বেলা ঘর থেকে বের হতে ভয় পেতাম। বর্তমানে দুই মাস ধরে আমরা দিনের বেলায়ও ঘর থেকে বের হতে ভয় পাই। ছিনতাই আতঙ্ক আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।’

খায়রুন নামের কলমা এলাকার এক গার্মেন্ট শ্রমিক বলেন, ‘কয়দিন ধরে ছিনতাই আতঙ্কে রয়েছি। যেভাবে চারদিকে ছিনতাইয়ের খবর পাচ্ছি, তাতে একা একা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছি। খুব বেশি জরুরি প্রয়োজন না থাকলে কোথাও যাই না।’

শুক্রবার দুপুরে সাভারের পুলিশ টাউন এলাকায় ব্রিজের ওপর সাভার পরিবহনের ঢাকাগামী একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিন আধা ঘণ্টার ব্যবধানে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় চন্দ্রাগামী রাজধানী পরিবহনের অন্য একটি বাসেও ছিনতাই হয়। দুটি পরিবহনে ছিনতাইকারীরা বাসচালককে জিম্মি করে নারী যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। রাজধানী পরিবহনের বাসে স্বর্ণালংকারের পাশাপাশি যাত্রীদের নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়। এর আগে গত ৪ এপ্রিল ব্যাংক টাউন এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসের যাত্রীদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ২ মার্চ দুপুরে ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাসের ২০-২৫ জন যাত্রীর মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান জিনিস লুটে নেয়। গত ১৪ ফেব্রুয়ারি সাভারের পুলিশ টাউন এলাকায় ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাসের তিন যাত্রী আহত হন।

গত শুক্রবার ব্যাংক টাউন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী তায়েফুর রহমান বলেন, ‘বাসে যাত্রীবেশে তিন-চারজন ছিনতাইকারী ছিল। তারা সম্ভবত ব্যাংক টাউন বাসস্ট্যান্ড (ঘটনাস্থলের অদূরে) থেকে বাসে উঠেছিল। বাসটি পুলিশ টাউন ব্রিজের ওপর পৌঁছালে তারা চালককে বাস থামাতে বাধ্য করে। ছিনতাকারীরা ছুরি বের করে বাসের নারী যাত্রীদের টার্গেট করে ছিনতাই করে। ছিনতাইকারীদের বয়স আনুমানিক ২০-২৫ বছর হবে। তারা তিনজন নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত বাস থেকে নেমে যায়। তবে কারও মোবাইল বা অন্য কিছু নেয়নি।’

একই দিনে ছিনতাইকারীর কবলে পড়া রাজধানী পরিবহন বাসের যাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রেডিও কলোনি থেকে রাজধানী পরিবহনের একটি বাসে করে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দিই। বাসটি সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছানোর আগেই তিন ছিনতাইকারীর মধ্যে একজন চাকু হাতে নিয়ে চালককে বাস থামাতে বলে। চালক বাস থামালে অন্য দুজন যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণের অলংকার ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যায়।’

এদিকে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে মহাসড়কের বিভিন্ন এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ। এ কার্যক্রমের মধ্যেই শুক্রবার দুটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, ‘ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে বিচ্ছিন্ন দু-একটি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমরা সন্দেহ করছি কোনো একটি কুচক্রী মহল ছিনতাইয়ের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘গত দুই মাসে তিনটি ছিনতাই মামলা হয়েছে। পুলিশি তৎপরতায় ১৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক দুটি মামলায় উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত চারটি চাকু। অন্য একটি মামলায় উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত নগদ টাকা।’

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির বলেন, মহাসড়কে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনটি ঘটনারই আসামি গ্রেপ্তার করেছি। দুটি ঘটনায় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি ঘটনায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়েছে। সর্বশেষ যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সে ঘটনাটি আমরা গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছি। আমাদের সন্দেহ হচ্ছে সম্প্রতিকালে ঘটে যাওয়া সবগুলো ছিনতাইয়ের পেছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত রয়েছে। তারা ছিনতাইয়ের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। আমরা এরই মধ্যে পুলিশি তৎপরতা বাড়িয়েছি। হাইওয়ে পুলিশকেও সহযোগিতা করছি। আশা করছি, পুলিশি তৎপরতার মাধ্যমে শিগগির ছিনতাই নির্মূলে সক্ষম হবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রথম গোল!

গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেপ্তার

নিখোঁজের ৯ মাস পর শিশুর মাথার খুলি ও হাড় উদ্ধার

কুয়েট শিক্ষার্থীদের বিবর্ণ নববর্ষ

দ্বিতীয় পর্যায়ে ভর্তির ডাক চুয়েটে

‘আলোচনা-ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের বিষয়টি নিশ্চয়ই সমাধান হবে’

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, মোবাইল-ক্যামেরা ভাঙচুর

বৈঠকের আগে মস্কোতে ইরান, বার্তা কী যুক্তরাষ্ট্রের জন্য?

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে মামলার আসামি আ.লীগ নেতা

১০

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে মুখ খুলল সৌদি আরব

১১

রাজশাহীতে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১২

ঢাকাকে বাসযোগ্য গড়তে কাজ করছে রাজউক : প্রকৌশলী রিজু

১৩

ট্রাম্পের শুল্কারোপ / ঝুঁকিতে পাকিস্তানের বিলিয়ন ডলারের রপ্তানি, সুযোগ বাংলাদেশের

১৪

যশোরে বিএনপি নেতার উপর বোমা হামলা

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

পোশাক কাণ্ডে কটাক্ষের শিকার তানিশা

১৭

মাদারীপুরে সংঘর্ষ ঠেকাতে ১৪৪ ধারা জারি 

১৮

বর্ষবরণে রংপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলা

১৯

‘অভিযোগ প্রমাণিত না হলে, সবার বিরুদ্ধে মামলা করব’

২০
X