মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
সাইদুল ইসলাম ও নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১২:৫৯ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীরা এবার নির্ভয়ে ঈদ করবেন

১৬ বছর পর
চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীরা এবার নির্ভয়ে ঈদ করবেন

আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে কোণঠাসা ছিল বিএনপি। মামলা, হামলা, নিপীড়ন, নির্যাতন ভোগ করার ঘটনা ছিল দলটির নেতাকর্মীদের জন্য নিত্য ঘটনা। বেশিরভাগ নেতার ১৬ বছরের অর্ধেক ঈদই কেটেছে কারাগারে। মারা যাওয়া বাবা-মা, সন্তানের লাশ দেখা কিংবা দাফন করাও যেখানে ছিল অকল্পনীয় ব্যাপার, সেখানে একসঙ্গে ইফতার, ঈদ পালনের কথা ভাবা অবান্তর। তবে এবার নির্ভয়ে ঈদ পালন করবেন ১৬ বছর নানা ত্যাগ শিকার করা বিএনপির এসব নেতাকর্মী। যাবেন নিজ নিজ এলাকায়, প্রিয়জনদের সঙ্গে করতে পারবেন কুশলবিনিময়।

আওয়ামী লীগের পতনের পর এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ আসন নিশ্চিত করতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন দলের নেতাকর্মীরা। ইফতার মাহফিল নিয়েও বেশ সক্রিয় দেখা গেছে দলটিকে। বড় থেকে তৃণমূল প্রত্যেক আয়োজনই তারা বেশ গুরুত্বপূর্ণভাবে করার চেষ্টা করেছে। প্রচার করেছে দলের ৩১ দফার পাশাপাশি নিজেদের প্রচারণাও। এবার ঈদকে ঘিরেও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বেশিরভাগ মনোনয়নপ্রত্যাশীই জনসংযোগ করবেন বলে শোনা যাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঈদের দিন চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলির গ্রামের বাড়িতে থাকবেন তিনি। সারাদিন সেখানে এলাকার মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন। পরদিন নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে সময় কাটাবেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল কালবেলাকে বলেন, দলের তৃণমূল থেকে শুরু করে প্রত্যেক নেতাকর্মীই অসংখ্য মামলায় জর্জরিত। এর পরও গত ১৭ বছর ধরেই এত প্রকাশ্যে না হলেও এলাকায় আমরা ঈদ পালন করেছি। তবে সবসময় প্রশাসনিক কিংবা বাসায় রেড দেওয়ার মতো ঝামেলা ছিল। এবার মুক্ত পরিবেশে কোনো আতঙ্ক ছাড়াই পরিবারের সঙ্গে নেতাকর্মীরা ইফতার, সেহরি, তারাবি থেকে শুরু করে ইবাদত বন্দিগি করতে পেরেছেন। উদযাপন করতে পেরেছেন রোজার মাস। আশা করি ঈদটাও সবাই উন্মুক্তভাবে উদযাপন করতে পারবেন। পুরোনো বছরের স্মৃতি মেলালে এবারের ঈদ আমাদের জন্য স্বস্তির। তবে দেশে যেন কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সেদিকেও আমরা সজাগ নজর রাখছি। কারণ বিভিন্ন অপতৎপরতা এরই মধ্যে লক্ষ করা গেছে।

মহানগর বিএনপির দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালনকারী বর্তমান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার মামলার শিকার হয়েছেন। জেলে গেছেন বহুবার। নিহত হয়েছেন দলটির অসংখ্য নেতাকর্মী। এমনকি আমি নিজেও ১০২টি মামলার শিকার হয়েছি। জেলে যেতে হয়েছে তিনবার। অসংখ্য মামলার কারণে আত্মগোপনেও থাকতে হয়েছে। সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের কারণে আমাদের বাসায়ও বহুবার হামলা-ভাঙচুর হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার গাড়ি। এ কারণে সারা বছরই আতঙ্কের মধ্যে কাটাতে হতো। ঈদের সময় নেতাকর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছাবিনিময় করতে চাইলে কমিউনিটি সেন্টার ভাড়া দিতে চাইত না। কিন্তু দীর্ঘদিন পর এবার সেই দৃশ্যপট পাল্টে গেছে। উদ্বেগ-উৎকণ্ঠা ছাড়া ভিন্ন এক আমেজে এবার ঈদ উদযাপন করতে পারব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ঈদের দিন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়ব। এরপর কৃষলায়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করব। পরদিন সকালে ঈদ শুভেচ্ছাবিনিময় করব।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী সরকারের নির্যাতনের মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা ঈদ উদযাপন করছেন। দেশের মানুষ তাদের পরিবারের বন্ধন ছিন্ন করে ছিল এতদিন পর্যন্ত। এবার প্রথম স্বাধীনভাবে নিজেদের পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করার মতো পরিস্থিতি এসেছে। অতীতের পরিবেশ এখন নেই। আমাদের সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে, ১৭ বছর আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, এই পরিবেশ যেন আর ফিরে না আসে। আমাদের নেতাকর্মীদের কারণে যেন কোনো সন্ত্রাস না হয়, চাঁদাবাজি যেন ফিরে না আসে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, আগে ঈদ এলে বিএনপি নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে থাকতেন। কখন গ্রেপ্তার হন কিংবা কখন বাসায় পুলিশ এসে পরিবারের সদস্যদের নাজেহাল করত, এ নিয়ে আমাদের উদ্বেগ-উৎকণ্ঠার সীমা থাকত না। কিন্তু এবার অন্যরকম পরিবেশে মুক্তভাবে ঈদ পালন করতে পারবেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মামলার কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিনিয়ত দৌড়ের মধ্যে থাকতে হয়েছে। ঈদ-কোরবান এলেই বিরাজ করত এক ধরনের আতঙ্ক, কখন আইনশৃঙ্খলা বাহিনী বাসায় এসে ধরপাকড় চালায়। কিন্তু এবার সেই পরিস্থিতি আর নেই। গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর এবার ভিন্ন আমেজে ঈদ করবেন দলের নেতাকর্মীরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে তরুণ রাজনৈতিক নেতা সাঈদ আল নোমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অসংখ্য মামলার শিকার হয়েছেন। জেল খেটেছেন বহুবার। এবার সেই প্রেক্ষাপট নেই। দীর্ঘদিন পর বিএনপির নেতাকর্মীরা এবার নির্ভয়ে ঈদ উদযাপন করবেন।

চট্টগ্রামের ঈদ জামাত: নগরীতে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় জমিয়তুল ফালাহ্ মসজিদে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহর পেশ ইমাম।

লালদিঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ ছাড়া নগরীতে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে হযরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ‘বাধ্য হবে’ ইরান : খামেনির উপদেষ্টা

টেশিসকে হাইটেক পার্ক করে ‘চীনের পরিকল্পনা’ আনার চিন্তাভাবনা

ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত পাল্টাপাল্টি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র!

অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়ি যাওয়ার পথে পুলিশ সদস্য নিহত

আগামী ১৫ বছর রিয়ালে থাকতে চান বেলিংহাম

পানিতে ভেসে গেল উপকূলের ঈদ আনন্দ, ১৫ হাজার মানুষ পানিবন্দি

পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠানো শুরু

টানা ছুটিতে যেভাবে চলছে রাজধানীর হাসপাতালগুলো

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ যেন কেউ পরিবর্তন করতে না পারে : আমীর খসরু

সাভারে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা

১০

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

১১

যশোরের চৌগাছায় বৃহৎ গ্রামীণ উৎসব

১২

টাঙ্গাইলে ফেসবুকে কমেন্টের জেরে বাড়িতে হামলা, ভাঙচুর

১৩

আধিপত্য বিস্তারে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সংঘর্ষ, আহত ১০

১৪

বুয়েটের নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা

১৫

ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দার’, দুই দিনে ১০০ কোটি পার

১৬

জুলাই বিপ্লবে শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

১৭

সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো : মির্জা ফখরুল

১৮

আফগানিস্তানকে শিগগিরই সুখবর দেবেন পুতিন

১৯

মিয়ানমারে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৭১৯

২০
X