মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ডিম বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। আর দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে একটি লেবু। বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে নিলামে ওই ডিম ও লেবু বিক্রি হয়। স্থানীয় দুই ব্যবসায়ী সেগুলো কিনে নেন।
মসজিদ কমিটি জানায়, যাত্রাপাশা গ্রামের তাজু মিয়া তার মনোবাসনা পূরণে হাঁসের একটি ডিম দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে দান করেন। বৃহস্পতিবার তারাবির নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে ডিমটির উন্মুক্ত নিলাম ডাকা হয়। প্রথমে হাঁসের ডিমটির দাম হাঁকা হয় ১০০ টাকা। শেষ পর্যন্ত সেটির দাম ওঠে ২২ হাজার টাকা। কাশিপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ডিমটি কিনে নেন। এরপর আরেক মুসল্লির দান করা একটি লেবু নিলামে ওঠানো হয়। পরে সেটি দেড় হাজার টাকায় কিনে নেন আলতাফ মিয়া নামে ব্যবসায়ী।
মন্তব্য করুন