বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
রাফসান জানি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০ এএম
প্রিন্ট সংস্করণ

দুই ডিএনএ নমুনাতেই ‘আটকা’ তদন্ত

সাগর-রুনি হত্যা
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা
সাগর রুনি দম্পতি। ছবি: সংগৃহিত

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা তদন্তের দায়িত্বে একযুগ পর এসেছে নতুন কর্তৃপক্ষ। হাইকোর্টের নির্দেশে গঠন করা হয়েছে টাস্কফোর্স। এই টাস্কফোর্স গঠনের পর সাবেক সেনা কর্মকর্তাসহ ৬২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, মেলেনি নতুন তথ্যও। র্যাব তদন্তকালে যে দুজনের ডিএনএ প্রোফাইলিং করেছিল, সেখানেই আটকে আছে তদন্ত। ফলে এই দুজন কারা ছিল, তা যেমন শনাক্ত হয়নি, জানা যায়নি হত্যার উদ্দেশ্যও।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাগর-রুনির বাসা থেকে উদ্ধার হওয়া আলামতে অজ্ঞাতপরিচয় দুজনের ডিএনএ পাওয়া যায়, যা যুক্তরাষ্ট্রের ইনডিপেনডেন্ট ফরেনসিক সার্ভিসেস (আইএফএস) ল্যাব থেকে প্রোফাইলিং করে এনেছিল পূর্ববর্তী তদন্ত সংস্থা র্যাব। এই ডিএনএ থেকে অজ্ঞাতপরিচয় দুজন পুরুষের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তবে নতুন করে শুরু হওয়া তদন্তে সন্দেহভাজন এমন কাউকে পাওয়া যায়নি, যার সঙ্গে অজ্ঞাতপরিচয় দুজনের প্রোফাইল ম্যাচ হয় কি না, তা পরীক্ষা করে দেখা যায়।

তবে আশা ছাড়ছেন না তদন্ত কর্মকর্তারা। তারা বলছেন, কী কী কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে—এমন ৯টি বিষয়কে সামনে রেখে টাস্কফোর্স কর্মপরিকল্পনা সাজিয়েছে, যার মধ্যে চুরি বা ডাকাতি, পূর্বশত্রুতা, দেনা-পাওনা, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে রাখা ও সংবাদের কারণে সংক্ষুব্ধ ব্যক্তিসহ ঘটনা-সংশ্লিষ্ট সব দিক রাখা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। ঘটনার রাতে ওই ফ্ল্যাটে ছিল তাদের একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ। তখন তার বয়স ছিল পাঁচ বছর।

এই হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে এই মামলা তদন্ত করে শেরেবাংলা নগর থানার পুলিশ। চার দিন পর মামলার তদন্তভার যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি)। তারা তদন্তে কিছু না পেয়ে ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দেয়। তারাও তদন্ত শেষ করতে পারেনি। গত ১৩ বছরে আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১৫ বার তারিখ পরিবর্তন করেছেন আদালত।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করে প্রতিবেদন দিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কমিটি গঠন করে হাইকোর্ট। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামালকে প্রধান করে গঠন করা হয় টাস্কফোর্স। টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, অতিরিক্ত ডিআইজি (সিআইডি) রুমানা আক্তার, অতিরিক্ত ডিআইজি (র্যাব) নয়মুল হাসান, অতিরিক্ত ডিআইজি (পিবিআই) মো. জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মো. আজিজুল হক।

পিবিআইর সদর দপ্তর থেকে জানা গেছে, টাস্কফোর্স গঠনের পর পিবিআই র্যাবের সাবেক কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ডিএমপির ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, তার ভাই মাকসুদুর রহমান, জ. ই. মামুন, মঞ্জুরুল আহসান বুলবুল, শামসুদ্দিন ডালিম, সাগর রুনী যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়ির বাড়িওয়ালা, ছেলে মেঘ, রুনীর ভাই ও ভাবিসহ ৬২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে হত্যার সঙ্গে কারও সম্পৃক্ততা পাননি তদন্ত কর্মকর্তারা।

পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম তদন্ত কার্যক্রমে তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিন মাসের অগ্রগতি প্রসঙ্গে তিনি কালবেলাকে বলেন, ‘আমরা এই তিন মাসে উল্লেখযোগ্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছি। মামলার নথি বিশ্লেষণ করছি। মোটিভ সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আসামি ধরাটা চ্যালেঞ্জিং। ১৩ বছরে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, মানুষের নানা ধরনের পরিবর্তন আসে। অপরাধী বেঁচে আছে কি না, নাকি মারা গেছে, দেশে আছে না বিদেশে চলে গেছে—তা বের করতে হবে। অপরাধীর অস্তিত্ব ফাইন্ডআউট করা এখন বড় চ্যালেঞ্জ। আমরা হত্যার মোটিভটা বের করার চেষ্টা করছি, কী কারণে হত্যাকাণ্ডটি হয়েছে।’

হত্যা মামলাটির বাদী ও রুনির ভাই নওশের আলম বলেন, ‘টাস্কফোর্সের সদস্যরা আমাদের সঙ্গে অনেকবার যোগাযোগ করেছে। তারা আমাদের সঙ্গে কথা বলেছে। তাদের আমরা তথ্য দিয়ে সহায়তা করছি। আমরা ন্যায়বিচার চাই। আমরা জানতে চাই, কারা, কী কারণে তাদের হত্যা করেছিল।’

টাস্কফোর্সের প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল বলেন, হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে টাস্কফোর্স। বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চলছে, তবে নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলমান আছে।

বিগত আওয়ামী লীগ সরকার এই মামলাটির তদন্ত না করে ঝুলিয়ে রেখেছিল বলে দাবি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি কালবেলাকে বলেন, ‘সাগর-রুনির মতো আলোচিত সাংবাদিক দম্পতির হত্যা হলেও ফ্যাসিস্ট সরকার তদন্ত না করে এত বছর ধরে ঝুলিয়ে রেখেছে। কারণ তদন্ত রিপোর্ট দিলে ফ্যাসিস্ট সরকারের অনেক সহযোগীর নাম হয়তো চলে আসবে। ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের পর সাগর-রুনি হত্যার তদন্ত করতে হাইকোর্ট থেকে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ৬ মাসের ভেতর তারা তদন্ত প্রতিবেদন দেবে। পিবিআইর সঙ্গে আমাদের কথা হয়েছে। তদন্ত প্রতিবেদন দিলে দ্রুত মামলার কার্যক্রম শেষ করা হবে।’

আলোচিত এই মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিরা হলেন বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। তাদের মধ্যে তানভীর ও পলাশ রুদ্র জামিনে আছেন। অন্য আসামিরা কারাগারে। আসামিদের আইনজীবীরা বলছেন, দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হোক। দোষী হলে তারা সাজা পাবে। কিন্তু দোষী প্রমাণিত না হলে এত বছর কারাগারে আটকে রাখা অমানবিক। তবে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারে থাকা আসামিরা এই মামলায় নয়, অন্য মামলায় আটক আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না কাকনের

স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মান্না

‘চাঁদা নিতেও পারব না, দিতেও পারব না’

পালানোর সময় শেখ হেলালের ব্যক্তিগত সহকারী বিমানবন্দরে গ্রেপ্তার

শেখ হাসিনার আমলের মতো সিন্ডিকেট এখনো সক্রিয় : জুয়েল

বাঙলা কলেজে মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

সাভারে ‘ডেভিল হান্টে’ কুটি মোল্লাসহ গ্রেপ্তার ১৩

শাহজালাল বিমানবন্দরে দুই লাগেজ চোর আটক

অপারেশন ডেভিল হান্ট / আরও ৬০৭ জন গ্রেপ্তার, তিন দিনে গ্রেপ্তার দুই হাজারের বেশি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান

১০

ওয়ার্ক ভিসায় বিদেশগামীদের বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশ

১১

অপারেশন ডেভিল হান্টে বরিশালে গ্রেপ্তার ১৬

১২

যত্রতত্র ময়লা নিক্ষেপকারীদের তালিকা করবে চসিক, শাস্তি দেবে ম্যাজিস্ট্রেট

১৩

বইমেলায় সাংবাদিক আশিকের ‘নিপাতের দিনলিপি’

১৪

জাবিতে দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

১৬

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতার নিয়ে পার্লামেন্টে দেবের প্রশ্ন

১৭

শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর, ইউপি চেয়ারম্যান লাবলু গ্রেপ্তার

১৮

‘তারেক রহমানের ৩১ দফা সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে সক্ষম’

১৯

আশুলিয়ায় ২৪ ঘণ্টায় উদ্ধার হলো ৫ লাশ

২০
X