এ জেড ভূঁইয়া আনাস
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০২:২২ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

বেক্সিমকোর রপ্তানি আয় ২ বছরে কমে অর্ধেক

খরচ কমিয়ে মুনাফা বাড়ানোর পরিকল্পনা
বেক্সিমকোর রপ্তানি আয় ২ বছরে কমে অর্ধেক

দেশের বেসরকারি খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের রপ্তানি আয়ে বড় ধস নামে ২০২৩ সালে, যে ধারা ২০২৪ সালেও অব্যাহত ছিল। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমেই বেক্সিমকোর প্রায় সব পণ্য রপ্তানি হয় বলে জানা গেছে। এই ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০২২ সালে বেক্সিমকো গ্রুপের আয় ছিল যেখানে ৬ হাজার ৭১১ কোটি টাকা, সেখানে ২০২৪ সালের ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৫২ কোটি টাকা। অর্থাৎ গত দুই বছরে বেক্সিমকো গ্রুপের রপ্তানি আয় কমেছে অর্ধেকের বেশি। আর বেক্সিমকো জনতা ব্যাংকের সবচেয়ে বড় রপ্তানিকারক হওয়ায় এই সময়ে জনতা ব্যাংকেরও রপ্তানি আয় ৩৬ শতাংশের বেশি কমেছে।

জনতা ব্যাংকের তথ্য বলছে, ২০২২ সালে ব্যাংকটির মাধ্যমে বিদেশে রপ্তানি হয়েছিল মোট ১২ হাজার ৪২৭ কোটি টাকার পণ্য। ওই বছর শুধু বেক্সিমকো গ্রুপেরই রপ্তানি আয় ছিল ৬ হাজার ৭১১ কোটি টাকা। অর্থাৎ জনতা ব্যাংকের মাধ্যমে যে পরিমাণ রপ্তানি সে বছর হয়েছিল, তার ৫৪ শতাংশ করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের এই কোম্পানি। কিন্তু ২০২৩ সালে জনতা ব্যাংকের রপ্তানি আয় প্রায় ৩ হাজার কোটি টাকা কমে যায়। ওই বছর ব্যাংকটির মাধ্যমে ব্যবসায়ীরা ৯ হাজার ১৩০ কোটি টাকার পণ্য রপ্তানি করে। অর্থাৎ এক বছরের ব্যবধানে জনতা ব্যাংকের মাধ্যমে রপ্তানি কমে ২৬ দশমিক ৫৩ শতাংশ। ওই বছর জনতা ব্যাংকের মাধ্যমে ৩ হাজার ৭৪৬ কোটি টাকার পণ্য রপ্তানি বেক্সিমকো গ্রুপ, যা ব্যাংকটির মোট রপ্তানির ৪১ শতাংশ। অর্থাৎ আগের বছরের তুলনায় ২০২৩ সালে জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকোর রপ্তানি কমে ২ হাজার ৯৬৫ কোটি টাকা। ২০২৪ সালে জনতা ব্যাংকের মাধ্যমে মোট ৭ হাজার ৮৭১ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫২ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বেক্সিমকো গ্রুপ, যা ব্যাংকের মোট রপ্তানি আয়ের ৩৯ শতাংশ। অর্থাৎ ২০২২ সাল থেকে জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের রপ্তানি আয় কমেছে ৫৪ শতাংশের বেশি, যা টাকার অঙ্কে ৩ হাজার ৬৫৯ কোটি টাকা।

জনতা ব্যাংকের কাছে ৪০০ কোটি টাকা ঋণ চায় বেক্সিমকো: বেক্সিমকো গ্রুপ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছে ৪০০ কোটি টাকার ক্যাশ ক্রেডিট (সিসি) ঋণ সুবিধা চেয়ে আবেদন করেছে। এই ঋণ সুবিধা প্রতিষ্ঠানটির স্বল্পমেয়াদি অর্থায়ন ও পরিচালন ব্যয় মেটাতে সহায়ক হবে বলে মনে করছে বেক্সিমকো। তারা পাশাপাশি টেক্সটাইল ও অ্যাপারেল কারখানাগুলো চালু রাখতে ব্যাক-টু-ব্যাক এলসি খোলার সুযোগও চেয়েছে। একই সঙ্গে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের দেনা ৫ শতাংশ সুদে, ১৫ বছর মেয়াদে পুনঃতপশিল করার আবেদন করেছে। প্রতিষ্ঠানটি কর্মসংস্থান টিকিয়ে রাখতে এবং রপ্তানি অব্যাহত রাখতে সরকারের সহায়তা চাচ্ছে। এ ক্ষেত্রে কর্মসংস্থান টিকিয়ে রাখা ও রপ্তানি অব্যাহত রাখার মাধ্যমে, দীর্ঘমেয়াদে ব্যাংকের দায়দেনা পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছে বেক্সিমকো।

রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দায়দেনাসহ নানা ইস্যুতে গত ১৮ ডিসেম্বর গাজীপুরের সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধ (লে-অফ) ঘোষণা করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য প্রতিষ্ঠানটির কর্মীরা গত কয়েকদিন থেকে কারখানা খুলে দিতে আন্দোলন করছেন। গত বৃহস্পতিবার শ্রমিক ও কর্মকর্তারা বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো খুলে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এরপর সচিবালয়ে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং কমিটির প্রধান ড. এম সাখাওয়াত হোসেন জানান, বেক্সিমকো শিল্পপার্কের অধিকাংশ কারখানাগুলো বিপুল দেনার কারণে চালু করা সম্ভব নয়। এর আগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কত শ্রমিক রয়েছে, তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি। বহু বছর ধরে প্রতিষ্ঠানটির রপ্তানি নেই বলেও জানান উপদেষ্টা।

খরচ কমিয়ে মুনাফা বাড়ানোর পরিকল্পনা: গত ১৬ জানুয়ারি জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া এক প্রস্তাবে বেক্সিমকো টেক্সটাইল রপ্তানিমুখী কোম্পানিগুলোর অতিরিক্ত খরচ কমানো ও কঠোর মনিটরিংয়ের মাধ্যমে ২০২৫ ও ২০২৬ সালে কোম্পানির মুনাফা বাড়ানোর একটি পরিকল্পনা দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০২৫ সালে আমাদের কাছে মাত্র ৩০ কোটি টাকা নগদ উদ্বৃত্ত আছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রয়োজনীয় ব্যয়ের চেয়ে রাজস্ব/বিক্রি খুবই কম হওয়ায় এমনটা হয়েছে। এ ছাড়া প্রথম বছরে এই ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য পিঅ্যান্ডএল এবং সিএফ-এ ফ্যাক্টর করা হয়েছে। ফলে এরই মধ্যে ছাঁটাই হওয়া কর্মীদের পাশাপাশি ৮ হাজার শ্রমিক ও ৫০০ পরিচালন কর্মকর্তা ছাঁটাইয়ের প্রয়োজন হবে।

চিঠিতে তিনি গত প্রান্তিকের মুনাফাযোগ্যতার কথা তুলে ধরে প্রতি মাসে প্রায় ৪০ কোটি টাকার নগদ উদ্বৃত্তের আশা প্রকাশ করেন। ২০২৬ সালে কারখানা পূর্ণ সক্ষমতায় সর্বোচ্চ মাত্রায় উৎপাদন করতে পারলে ৫৩৬ কোটি টাকা মুনাফা করা সম্ভব বলেও আশা দেখান তিনি।

বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড পিপিই ডিভিশনের আওতায় মোট ১৫টি প্রস্তুতকারক কোম্পানি রয়েছে, যার মধ্যে বর্তমানে মাত্র তিনটি কোম্পানি বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো পিপিই লিমিটেড এবং আরআর ওয়াশিং লিমিটেড চালু রয়েছে।

অন্তর্বর্তী সরকার গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বাকি ১২টি কোম্পানি ১৬ ডিসেম্বর থেকে লে-অফ ঘোষণা করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা কারখানা চালু করতে আন্দোলন করছে।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের আগে জুলাই মাসে বেক্সিমকো টেক্সটাইলের কারখানাগুলোতে মোট শ্রমিক-কর্মকর্তার সংখ্যা ছিল ৪৪ হাজার ৬৪৯, যার মধ্যে শ্রমিকের সংখ্যা ছিল ৪২ হাজার ৬৯৯ জন। এরপর থেকে ৯ হাজার ৭৭৮ জন শ্রমিকসহ মোট ১০ হাজার ১১২ জনকে ছাঁটাই করে প্রতিষ্ঠান।

বেক্সিমকো লিমিটেডের এমডি ওসমান কায়সার চৌধুরী কালবেলাকে বলেন, ‘আগস্ট-পরবর্তী মাসগুলোতে ফ্যাক্টরিতে কোনো উৎপাদন ও রপ্তানি না হলেও শ্রমিকদের বেতন বাবদ প্রতি মাসে ৮০ থেকে ১২০ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে। জনতা ব্যাংক ও সরকার শ্রমিকদের বেতন হিসাবে ২৫০ কোটি টাকা দিয়েছে। বেক্সিমকো নিজস্ব তহবিল থেকেও ৩০০ কোটি টাকা বেতন দিয়েছে, যা কারখানাগুলোর কোনো কাজে লাগেনি।’

বেক্সিমকোর শ্রমিক এবং রপ্তানি নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘বিগত মাসগুলোতে উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকেই শ্রমিকদের মজুরি পরিশোধের বিষয়টি সমন্বয় করা হয়েছে। ব্যাংকে প্রেরিত রিপোর্ট অনুযায়ী, নভেম্বর মাসে ৩৬ হাজার ৭৩৩ জন, ডিসেম্বরে ৩৬ হাজার ১০৪ জন এবং এ মাসে ৩৪ হাজার ৫৬২ জন শ্রমিকের মজুরি পরিশোধ করা হয়েছে। সুতরাং শ্রমিকের সংখ্যা নিয়ে কোনো গরমিল হওয়ার সুযোগ নেই। আর রপ্তানি সম্পর্কে জনতা ব্যাংকের রিপোর্টেই সব তথ্য রয়েছে। ব্যাংকটির রপ্তানির সিংহভাগ আমাদের প্রতিষ্ঠানেরই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী বছরের ইজতেমার তারিখ ঘোষণা

বায়ুদূষণ থেকে রক্ষা পেতে সতর্কতামূলক পরামর্শ

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ডিইউএমসিজেএএ’র

৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধের দাবি

তিলকারত্নের বিদায়: নারী দলের কোচ খুঁজছে বিসিবি

রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত ২ কিশোরের মৃত্যু

টেন্ডার ছাড়াই ৭০ হাজার টাকায় ১৮ বিঘা জমি নিলেন বিএনপি নেতা

সরকারি চাকরির স্বেচ্ছায় অবসরের বয়স-পেনশন নিয়ে যেসব প্রস্তাব

হাজিদের মোটা অঙ্কের অর্থ ফেরত দিচ্ছে এশিয়ার মুসলিম দেশ

‘বিএনপি ও প্রশাসনের কতিপয় লোকজন আ.লীগকে রক্ষা করছে’

১০

ষড়যন্ত্রকারীদের কারণে নির্বাচন যেন বিলম্বিত না হয় : সাইয়েদুল আলম

১১

বিইউ’র নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম

১২

কামরুলের ১৫ হিসাবে সাড়ে ৩ কোটি টাকা অবরুদ্ধ

১৩

দেশকে খুনি হাসিনা ধ্বংস করে গেছে : ড. খন্দকার মারুফ

১৪

রংপুর শহরে বন্ধ সব পেট্রল পাম্প, ভোগান্তি চরমে

১৫

কমেছে বিদেশগামী অভিবাসীর সংখ্যা, বেড়েছে নারীদের বিএমইটি নিবন্ধন  

১৬

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার 

১৭

বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ

১৮

৫০ হাজার টন গম এলো আর্জেন্টিনা থেকে

১৯

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন যারা

২০
X