জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এবং তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিক মায়ের কাছে নিরাপদ ও ঝুঁকিহীন রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন। গত ১০ জানুয়ারি ট্রাস্টের চেয়ারম্যান ফখর উজ জামান জাহাঙ্গীর এরিকের নিরাপত্তা ও ট্রাস্টের নীতিমালা রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে এরিক এরশাদ গত মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো এক চিঠিতে মায়ের কাছেই নিরাপদ আছেন বলে উল্লেখ করেন।
চিঠিতে কাজী মামুনের বিরুদ্ধে মা বিদিশার কাছ থেকে দূরে রাখার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এরিক লেখেন, ফখর উজ জামান নিজেই ট্রাস্টের অবৈধ চেয়ারম্যান। কাজী মামুন ও ফখর উজ জামানের বিরুদ্ধে অনিয়মের সপক্ষে কিছু নথিপত্রও মন্ত্রণালয়ে উপস্থাপন করেন। এমনকি ট্রাস্টের পক্ষ থেকে পাওয়া অর্থ তার দৈনন্দিন খরচ মেটানোর জন্য যথেষ্ট নয় বলে নিয়মিত মায়ের কাছ থেকে আর্থিক সহায়তা নিতে হয় বলেও জানান এরিক।
এদিকে, চিঠি দেওয়ার পরদিনই রওশন এরশাদ নেতৃত্বাধীন জাপা অংশের মহাসচিব কাজী মামুন বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ট্রাস্ট আয়োজিত ‘এরশাদপুত্র শাহাতা জারাব এরশাদ এরিকের নিরাপত্তাজনিত বিষয়, ট্রাস্টি বোর্ড সদস্যদের হয়রানি এবং ট্রাস্টের সম্পত্তি জবরদখলের ষড়যন্ত্র’ বিষয়ক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এরশাদের রেখে যাওয়া সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। ট্রাস্টের পক্ষ থেকে এরশাদপুত্র এরিকের খরচ বাবদ প্রতি মাসে বনানীর কুয়েত মৈত্রী মার্কেটে একটি দোকান, গুলশান ও বনানীতে দুটি ফ্ল্যাট থেকে প্রাপ্ত ভাড়া প্রায় তিন লাখ বিশ হাজার টাকা দেওয়া হয়। এরিকের ভরণ-পোষণের উসিলা দিয়ে প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ দাবি এবং এরিককে এক প্রকার জিম্মি করে রেখেছেন বিদিশা।
কাজী মামুন আরও বলেন, ২০১৯ সালের ৭ এপ্রিল এক ট্রাস্ট গঠন করে তার বিষয়-সম্পত্তির বড় অংশ সেখানে দান করেন এরশাদ। ট্রাস্টের অর্থ ছেলে এরিকের ভরণ-পোষণ ও জনহিতকর কাজে ব্যয় হবে বলে উল্লেখ ছিল। ট্রাস্টের আয়ের অর্থ ভোগ ও কর্মকাণ্ডে অংশীদার হতে পারবেন না বিদিশা। বিদিশা এমন দাবি করলে তা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ফখর উজ জামান জাহাঙ্গীর ও সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু।