নির্বাচনী দাবিদাওয়া, দল পুনর্গঠন ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। মূলত তিনটি কারণে প্রায় আট বছর পর সারা দেশে দলীয়ভাবে নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন করা হবে। এই তিন কারণ হলো—আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জনশক্তিকে সক্রিয় করা; দলের জন্য বৈধ তহবিল সংগ্রহ ও বৃদ্ধি করা এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরানো। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদস্যপদ নবায়নের কার্যক্রম উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সদস্যপদ নবায়ন কার্যক্রম শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে নতুন সদস্য সংগ্রহ অভিযানে নামবে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে।
এর আগে ২০১৭ সালের ১ জুলাই রাতে প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই মাসব্যাপী এ কর্মসূচি শেষ হয় ওই বছরেরই ১ সেপ্টেম্বর। ওই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছিল। সে সময় অন্ততপক্ষে ১ কোটি সদস্য সংগ্রহের টার্গেট নিয়েছিল বিএনপি। ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে দলের চেয়ারপারসন নেতাকর্মীদের সদস্য সংগ্রহ অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সবার উদ্দেশে বলেছিলেন, ‘গতবার আমাদের সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৫০ লাখ। এবার আমাদের টার্গেট ১ কোটি। সবাই সদস্য হোন, দলের জন্য কাজ করুন।’ সে সময় খালেদা জিয়া ১০ টাকার বিনিময়ে সদস্য রসিদে স্বাক্ষর করে নিজে সদস্যপদ নবায়ন করেন। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ (মরহুম), তরিকুল ইসলাম (মরহুম), ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী তাদের সদস্যপদ নবায়ন করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ছয়জন নতুন সদস্যপদ সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা, একজন শিক্ষক, একজন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন যুগ্ম পরিচালক, একজন সাংবাদিক, একজন ব্যবসায়ী। তা ছাড়া তাৎক্ষণিকভাবে ১০০ জন সদস্য হয়েছিলেন।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গতকাল কালবেলাকে বলেন, আমরা প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করবেন। আশা করি, এর মাধ্যমে বিএনপি আরও বেশি সক্রিয় এবং গতিশীল হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বিএনপির প্রাথমিক সদস্য আছেন ৭০ লাখের মতো। তবে এ নিয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এবার নতুনভাবে শুরু হওয়া সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে প্রাথমিক সদস্যসহ দলীয় নেতাকর্মীদের একটি ডাটাবেজ তৈরি করতে চায় বিএনপি। অবশ্য এ বিষয়ে কাজও শুরু হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল। তা শেষ না হওয়ায় ২০১২ সালে আবারও শুরু হয়। বিএনপি নেতারা জানান, গত দেড় দশকে ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে আন্দোলনের কারণে সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ কর্মসূচি শেষ করতে পারেনি বিএনপি।
বিএনপির একজন সহ-দপ্তর সম্পাদক বলেন, বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলমান। ২০১৭ সালে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই মাসব্যাপী প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিলেন। এবার গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিসহ সব অঙ্গসংগঠনেও আপাতত যোগদান বন্ধ রাখা হয়েছে। আপাতত প্রাথমিক সদস্যপদ নবায়ন হচ্ছে। পরিস্থিতি বুঝে শিগগির নতুন সদস্য সংগ্রহ অভিযানও শুরু হবে। বর্তমানে বিএনপির প্রায় ৭০ লাখ প্রাথমিক সদস্য রয়েছেন।
৮ বছর পর আজ নবায়ন কার্যক্রম উদ্বোধন: দীর্ঘ প্রায় ৮ বছর পর বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হবে। বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সব যুগ্ম মহাসচিব এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানতে চাইলে বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম কালবেলাকে বলেন, একটি রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে গতিশীল ও সক্রিয় করতে নানামুখী কার্যক্রম পরিচালনা করতে হয়। তার মধ্যে অন্যতম হলো—দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ। তবে চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিএনপিসহ অঙ্গসংগঠনে যোগদান কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তবে প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রম করা গেলে নেতাকর্মীরা আরও সক্রিয় এবং বিএনপিও গতিশীল হবে। সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রাথমিক সদস্যপদ নবায়নের উদ্যোগ নিয়েছেন।