সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১২:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

বিদেশে শিবির ক্যাডার সাজ্জাদ, দেশে সক্রিয় শিষ্য রশীদ

বিদেশে শিবির ক্যাডার সাজ্জাদ, দেশে সক্রিয় শিষ্য রশীদ

আলোচিত শীর্ষসন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খান বিদেশে আত্মগোপনে থাকলেও চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তার সেকেন্ড ইন কমান্ড হারুন উর রশীদ। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৫টি মামলাসহ একাধিক জিডি রয়েছে। তারপরও প্রকাশ্যেই ঘুরছেন নগরীতে।

পুলিশ, মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদা আদায়ে টার্গেট ব্যক্তির বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবর্ষণ, পেট্রোল বোমা নিক্ষেপ করেন হারুন উর রশীদ। নগরীর বায়েজিদ ও আশপাশের এলাকার নিত্যকার দৃশ্য এটি। ১৫টির অধিক মামলা নিয়েও গত সাত বছরে একবারও আইনশৃঙ্খলা বাহিনীর নাগালে আসেননি এই শিবির ক্যাডার। এমনকি তার হেফাজতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেও তৎপরতা নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

জানা গেছে, বায়েজিদ, চান্দগাঁও ও পাঁচলাইশ থানার বিভিন্ন এলাকায় বাড়ি নির্মাণ থেকে শুরু করে জমি ক্রয়-বিক্রয়, জমি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, শিল্পকারখানা থেকে ভাসমান দোকান ও পরিবহন স্ট্যান্ড কেন্দ্রিক বেপরোয়া চাঁদাবাজিতে সক্রিয় বিদেশে পলাতক ইন্টারপোলের রেড নোটিশধারী শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ। বিভিন্ন ব্যবসায়ী, নির্মাণাধীন ভবন মালিক ও শিল্পকারখানার মালিকদের ফোন করে চাঁদা দাবি করেন তিনি। তার কথামতো চাঁদা না দিলে টার্গেট ব্যক্তির বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবর্ষণ, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেন রশীদ। আন্ডারওয়ার্ল্ডে অবৈধ অস্ত্র বেচাকেনায়ও জড়িত রশীদ।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (উত্তর-দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান কালবেলাকে বলেন, সন্ত্রাসী বা অপরাধী যেই হোক, গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পেলেই পুলিশ দ্রুত অ্যাকশনে যাচ্ছে। সামনে রমজান ও ঈদ ঘিরে সতর্ক প্রশাসন। এখানে অপরাধীর কোনো ছাড় নেই।

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি শিবির ক্যাডার সাজ্জাদের আপন ভাই ওসমান গণি সেগুনের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ ও তাণ্ডব চালান রশীদ ও ঢাকাইয়া আকবরের নেতৃত্বে ৫০-৬০ জন। ভাগবাটোয়ারার কারণে এ ঘটনায় সাজ্জাদের ভাই ওসমান বাদী হয়ে বায়েজিদ থানায় সেই রশীদসহ ১৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

এর আগে গত ২৭ জানুয়ারি বিদেশি শটগান হাতে ছাত্রলীগ কর্মী রিয়াজ আহমেদ সাব্বিরকে তুলে নিয়ে যান রশীদ। তবে পুলিশের টহল গাড়ি সামনে চলে আসায় ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। সাব্বিরের অভিযোগ, এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় রশীদ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করতে মরিয়া হয়ে ওঠে। বিভিন্ন প্রবাসীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে নীরব চাঁদাবাজি চলছে রশীদের। চাঁদা না পেলে অপহরণ, অস্ত্র ঠেকিয়ে লোকজন জিম্মি করার অভিযোগও কম নয় তার বিরুদ্ধে। গত ৪ নভেম্বর এক নির্মাণ শ্রমিককে তুলে নিয়ে মারধর ও ছুরিকাঘাতের পর ডেন্টাল মেডিকেল এলাকায় ফেলে যায়। গত বছরের ২০ জুলাই বায়েজিদ এলাকার হোমটেক্স ফোম কারখানায় পেট্রোল ঢেলে আগুন দেয় সন্ত্রাসীরা। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ডিবি পুলিশের অভিযানে সাজ্জাদের আরেক ঘনিষ্ঠ সহযোগী শিবির ক্যাডার বেলাল উদ্দিন মুন্না গ্রেপ্তার হয়। ২২ মার্চ এক ভবন মালিকের ব্যবসা প্রতিষ্ঠানে দলবল নিয়ে তান্ডব চালান রশীদ। এ সময় একের পর এক গুলির বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, ২০২১ সালের ৪ সেপ্টেম্বর রাতে নয়ারহাট থেকে তানভীরুল নামে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করেন রশীদ। চাঁদা না দেওয়ায় হত্যার পরিকল্পনা ছিল তাদের। তবে দ্রুত পুলিশের তৎপরতার কারণে প্রাণে রক্ষা পান এ ব্যবসায়ী। ১১ এপ্রিল রাতে বায়েজিদ থানার ওয়াজেদিয়ার এক প্রবাসীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। ২০২০ সালের ২১ এপ্রিল ভোরে আবছার নামে এক প্রবাসীর বিবিরহাটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। চান্দগাঁওয়ে ভবন নির্মাণকাজ চলায় ১ কোটি টাকা চাঁদা দাবি করে সাজ্জাদ। এ ঘটনায় আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর গ্রেপ্তার হয়। ১৫ মার্চ আরেক ভবন মালিকের ঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার পর গুলিবর্ষণ করেন রশীদ ও আজিজ মোহাম্মদ। এ ঘটনার সিসিটিভি ফুটেজ থাকার পরও উদ্ধার হয়নি অস্ত্র।

রশীদ ২০১১ সালে বায়েজিদ থানার চাঁদাবাজির মামলায় প্রথম কারাগারে যান। এই মামলার প্রধান আসামি ছিলেন সাজ্জাদ হোসেন। এরপর ২০১৪ সালে মোটরসাইকেল চুরির পৃথক দুই মামলায় গ্রেপ্তার হন রশীদ। ২০১৫ সালের পর সাজ্জাদের চাঁদাবাজি ও অস্ত্র ভান্ডারের নিয়ন্ত্রণ যায় রশীদের হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

নাটোরে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭

ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ভোট দেওয়ার শর্তে কোরআন ছুয়ে নিতে হবে টাকা, কল রেকর্ড ভাইরাল

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’

 ছেলের কিল-ঘুষিতে শিক্ষক পিতার মৃত্যু

১০

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ১০ বছর আজ

১১

‘ভয়াল ২৯ এপ্রিল, ১৯৯১ স্মরণ ও প্যারাবন নিধন প্রতিবাদ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

১২

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক

১৩

আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৩০ মিনিটেই দুবাই

১৪

গরু চোরাচালানে জড়িত ছাত্রলীগ নেতা ও জনপ্রতিনিধি

১৫

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ চায় খেলাফত মজলিস

১৬

বাংলাদেশ এসএসসি ৯৮ ফ্রেন্ডস ফাউন্ডেশন যাত্রা শুরু

১৭

চিকিৎসার জন্য আমেরিকায় গেলেন আমির খসরু 

১৮

উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়ে চীনা বন্দরে রুশ জাহাজ

১৯

বর্জ্যবাহী গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় ব্যবস্থা : তাপস

২০
*/ ?>
X