ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে কখনো প্রধানমন্ত্রী হিসেবে মানেননি বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বরগুনা টাউন হল মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি আয়োজিত সম্মেলনে চরমোনাই পীর এ মন্তব্য করেন। মুজাহিদ কমিটির আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের (ইসলামী আন্দোলন) প্রধান বিরোধী দল করার প্রস্তাব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও আমরা তাকে কখনো প্রধানমন্ত্রী হিসেবে মানি নাই। তার প্রস্তাবে আমরা বলেছিলাম, আপনি যতই অফার করেন লাভ নাই, আমরা পরগাছা হবো না। শেখ হাসিনাকে ভারতের দালাল বলে অভিহিত করে চরমোনাই পীর আরও বলেন, আমরা কোনো দালালের হাত ধরে ক্ষমতায় যেতে চাইনি।
ছাত্র-আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদের কোটা আন্দোলন ন্যায্য ছিল। এই ন্যায্য দাবির আন্দোলনে মেধাবী ছাত্রদের পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে দিয়েছিল তারা। অন্যান্য দল যেখানে সাহস পায়নি, ন্যায়ের পক্ষে বাংলাদেশ ইসলামী আন্দোলন মৃত্যুকে পরোয়া না করে রাজপথে ছাত্রদের সঙ্গে ছিল।