প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০২:১৯ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:২৬ এএম
প্রিন্ট সংস্করণ
সাবেক এমপির অনিয়ম-দুর্নীতি

আ.লীগের পদ বেচে মজনু আঙুল ফুলে কলাগাছ

সাবেক এমপি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। ছবি : কালবেলা
সাবেক এমপি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। ছবি : কালবেলা

গত নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে নৌকার টিকিটে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) হয়েছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। দীর্ঘদিন অপেক্ষার পর এমপি হন তিনি। এমপি হয়ে বেশিদিন থাকতে না পারলেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হওয়ার পর থেকেই দলের পদবাণিজ্য করে দুই হাতে কাঁড়ি কাঁড়ি টাকা কামিয়েছেন। রাজনীতিতে অখ্যাত ব্যক্তিদের এনে টাকার বিনিময়ে পদ দিয়েছেন। শুধু তাই নয়, ১০ বছরের ব্যবধানে মজিবর রহমান মজনুর অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ১১ গুণ। কাগজেকলমে ১০ কোটি টাকার মালিক হলেও বাস্তবে অর্ধশত কোটি টাকা ছাড়িয়ে যাবে তার সম্পদের পরিমাণ।

মজিবর রহমান মজনু দীর্ঘদিন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। শেরপুর পৌরসভায় চারবার চেয়ারম্যান ছিলেন তিনি। ২০০১ সালে বগুড়া-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের কাছে পরাজিত হন। ২০০৯ সালে জামায়াতের রুস্তম আলীকে পরাজিত করে শেরপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে জামায়াতের দবিবুর রহমানের কাছে পরাজিত হন। সর্বশেষ ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। অনেক জল্পনা-কল্পনা শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনবারের এমপি হাবিবর রহমানকে সরিয়ে মজিবর রহমান মজনুকে নৌকার টিকিট দেয় আওয়ামী লীগ।

অনুসন্ধানে জানা গেছে, পদবাণিজ্য, দরপত্র সিন্ডিকেট, স্কুল-কলেজের শিক্ষক নিয়োগ, হাট-বাজার ইজারা, পুকুর-জলাশয় ইজারা; সবকিছুতেই কমিশন পেতেন মজিবর রহমান মজনু। এমপি হওয়ার পর থেকে টিআর-কাবিখা প্রকল্পে লুটপাট শুরু করেন। তার ইশারায় চলত ধুনট-শেরপুর উপজেলা প্রশাসন। এ ছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের।

তৃণমূলের একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেনের যোগসাজশে পদবাণিজ্য করে গত চার বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মজনু। শুধু টাকার বিনিময়ে অদক্ষ, অনভিজ্ঞ ও হাইব্রিডদের নেতা বানিয়ে দলের বারোটা বাজিয়েছেন। এর মধ্যে সারিয়াকান্দি, গাবতলী, নন্দীগ্রাম, আদমদীঘি, দুপচাঁচিয়া, বগুড়া সদর উপজেলা কমিটি গঠনে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে একাধিক নেতার অভিযোগ।

এ ছাড়া সম্মেলনের আগে রাতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ বিক্রি করেন সাবেক বিএনপি কর্মী মৎস্য ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছে। সম্মেলনের সময় তিনি নিজে মঞ্চে ঘোষণা দিয়ে পদ দেন সাইফুলকে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হলেও ভয়ে কেউ মুখ খোলেননি। এ ছাড়া অভিযোগ আছে, উপজেলার নেতাদের সঙ্গে যোগসাজশ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে কোটি টাকার বাণিজ্য করেছেন তিনি। বগুড়ার ১০৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাকার বিনিময়ে দলের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, হাইব্রিড ও বিতর্কিতদের মনোনয়ন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এমপি হওয়ার পর থেকেই স্ত্রী-সন্তান মিলে বিভিন্ন টেন্ডারবাজি ও বালুমহালে থাবা বসাতে শুরু করেন। লুটপাট শুরু করেন টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন রাস্তার প্রকল্পে। বাদ যায়নি ঈদগাহ মাঠের টাকাও।

ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের পুখুরিয়া ঈদগাহ মাঠের সভাপতি আমজাদ হোসেন বলেন, ঈদগাহ মাঠ সংস্কারের জন্য বরাদ্দ টাকার পুরোটাই গায়েব করা হয়েছে। তিনি মাত্র পাঁচ হাজার টাকা পেয়েছেন। টাকার কথা বললে বিভিন্ন টালবাহানা করতেন মজনু। পুরো উপজেলার একই চিত্র বলে দাবি করেন তিনি।

টিআর-কাবিখার টাকা দিয়ে নিম্নমানের ইট ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রশ্ন তুললে সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্যদের ভয়ভীতি দেখানো ও সম্মানহানি করা হয়েছে।

ভাণ্ডারবাড়ি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুলতান মাহমুদ বলেন, ‘আমি প্রকল্প সভাপতি, আমাকে না জানিয়েই নিম্নমানের ইট ব্যবহার করে রাস্তার কাজ শুরু করেন। আমি বললে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখান। এ রকম প্রতিটি প্রকল্পের সভাপতিকে দিয়ে জোর করে স্বাক্ষর নিয়ে বিল পাস করিয়ে কাজ করেছেন মজিবর রহমান মজনু ও তার লোকজন।’

এদিকে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের সভাপতি হওয়ার কারণে ওই কলেজকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেন মজিবর রহমান মজনু। তার দুর্নীতি-অনিয়ম নিয়ে কলেজের তৎকালীন অধ্যক্ষ নুরুল ইসলাম বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেন। এ ঘটনার পর অধ্যক্ষকে বহিষ্কার করা হয়। কিন্তু পরে নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে মজনুর সভাপতির পদ বাতিল করা যায়। কিন্তু তিন মাস পর ক্ষমতার জোরে তিনি আবার স্বপদে ফিরে আসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া পৌর নির্বাচনে মজিবর রহমান মজনুর ছেলের বিরুদ্ধে দলীয় মনোনয়নপত্র উত্তোলন করায় অডিও কেলেঙ্কারির অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আহসান হাবিব আম্বিয়া বলেন, দলীয় কোন্দলের কারণে আমার ৫৩ মিনিটের অডিও বক্তব্য এডিট করে ছেড়ে আমাকে ফাঁসানো হয়েছে। মূলত, পৌর নির্বাচন নিয়ে প্রভাবশালী মহলের নির্দেশে আমাকে বহিষ্কার করা হয়।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু বলেন, ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা দুর্নীতিতে জড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, তার বাড়ির পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। বিমান ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না। তাতেই প্রমাণিত হয়, কী পরিমাণ দুর্নীতি তারা করেছে। দুর্নীতির এ অভিযোগ আমাদের শেরপুরে এমপি মজিবর রহমান মজনুর বিরুদ্ধেও। এজন্য আমরা চাই এসব দুর্নীতির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সপরিবারে আত্মগোপনে আছেন মজিবর রহমান মজনু। এখন পর্যন্ত হত্যা, নাশকতা, বিস্ফোরক, আগ্নিসংযোগ, বিএনপি অফিসে হামলাসহ বেশ কিছু ঘটনায় তার বিরুদ্ধে ১৮ থেকে ২০টি মামলা দায়ের হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চূড়ান্ত রূপ নেওয়ার আগেই জুলাই মাসের মাঝামাঝি তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। পরে ৫ আগস্টের আগে দেশে ফিরে আত্মগোপনে যান। তবে এর আগে ঢাকায় তার ছেলের বাসায় তিনি আত্মগোপনে আছেন—এমনটি জানতে পেরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ওই বাড়িতে অভিযান চালায়। পরে যৌথ বাহিনী গিয়ে তাদের কাউকে পায়নি। তবে বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকারসহ পাসপোর্ট জব্দ করে। আত্মগোপনে থাকায় মজিবর রহমান মজনুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কেন ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে হয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্রশিবিরের অভিযোগ

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার দিকে নজর বার্সার

কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ

জনবল নেবে আগোরা, কাজ সপ্তাহে ৫ দিন

ডাকাতকে চিনে ফেলায় বাড়ির মালিকের ছেলেকে হত্যা

আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

নেত্রকোনায় রাইফেলসহ গ্রেপ্তার ৩

রংপুর মেডিকেলে ইনডোর-আউটডোর বন্ধ, দুর্ভোগে রোগীরা 

প্রেক্ষাগৃহে আসছে ‘রং ঢং’

১০

চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ

১১

মাঠে বজ্রপাতের আঘাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও পাঁচ (ভিডিও)

১২

সূর্য উঠারও আগেই জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান

১৩

চুরির অভিযোগে দুই যুবককে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল

১৪

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

১৫

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা অবস্থান কত?

১৬

পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো খাগড়াছড়ি

১৭

আবারও ইনজুরিতে নেইমার!

১৮

বিশ্বের যেসব দেশে কোনো সেনাবাহিনী নেই

১৯

হাসপাতাল থেকে বাড়ি ফিরে শোনেন মেয়ে আত্মহত্যা করেছে

২০
X