পাশের বাড়ির ক্ষেত থেকে চুরি হয়েছে লাউ। আর এর অভিযোগ পড়েছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চুরির অভিযোগ মেনে নিতে না পেরে ভারতের জরুরি সেবা নম্বর ১১২-তে ফোন করে পুলিশ ডেকেছেন ওই যুবক। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২৫ অক্টোবর পিয়াস মজদুর নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করা হয়েছে। তবে এ ঘটনা ভারতের কোন এলাকায় ঘটেছে, তা জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে এক পুলিশ ওই যুবককে জিজ্ঞেস করেন, আপনার নাম কী? যুবক বলেন, সনু। পুলিশ জিজ্ঞেস করেন, ১১২-তে ফোন করেছেন? সনু উত্তর দেন, হ্যাঁ। জিজ্ঞেস করেন, কী হয়েছে? উত্তরে সনু বলেন, উনি (ক্ষেত মালিক) বলছেন যে, তার লাউ চুরি করেছি। পুলিশ ক্ষেত মালিকের নাম জিজ্ঞেস করেন। সনু জানান, ভারতি কাশ্যপ। পরে সনু বলেন, উনি বলছেন তার লাউ চুরি হয়ে গেছে, আর আমার নাম নিচ্ছেন। এ সময় ওই পুলিশ জানতে চান, কতটি লাউ চুরি হয়েছে। উত্তরে সনু জানান, মাত্র একটি। পরে ওই পুলিশ তাকে আশ্বস্ত করেন যে, যিনি সনুর নামে অভিযোগ এনেছেন পুলিশ এ বিষয়ে তার সঙ্গে কথা বলবেন।
ওই পোস্টের নিচে একজন কমেন্ট করেছেন, এটা শুধু একটি লাউ চুরির বিষয় নয়, আত্মসম্মানের বিষয়; তাই ১১২-তে ফোন করা হয়েছে। আরেকজন লেখেন, আপনি যা-ই বলুন, এই লোকগুলো অনেক সহজ সরল। সূত্র: নিউজ ১৮