ইউসুফ আরেফিন, নিউয়র্ক থেকে
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

টেকসই উন্নয়নসহ তিন বিষয়ে গুরুত্ব

জাতিসংঘে ফিউচার অব দ্য সামিট
টেকসই উন্নয়নসহ তিন বিষয়ে গুরুত্ব

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে দুদিনব্যাপী ‘সামিট অব দ্য ফিউচারে’ বিশ্ব শান্তি ও নিরাপত্তায় ডিজিটাল ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যতে জলবায়ুসহ সব ধরনের ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বিশ্বনেতারা। এই তিনটি বিষয় বাস্তবায়ন করতে ৫৬টি কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজগুলো বাস্তবায়নে তারা একটি চুক্তিও স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ও গতকাল রোববার দুদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ সিনিয়র কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

জাতিসংঘের সিনিয়র কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে জলবায়ুর পরিবর্তন পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মূলত মানুষের অবিবেচক চিন্তা-চেতনার ফলস্বরূপ বিরূপ জলবায়ু পরিবর্তনের দিকে পৃথিবী এগোচ্ছে। দ্রুত জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় এখনই বিশ্ববাসীকে সচেতন না হলে আগামী প্রজন্ম হুমকির মুখে পড়বে। দিন দিন যে হারে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, তাতে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীও ঝুঁকির মুখে পড়েছে। পৃথিবীতে বনভূমির পরিমাণ যেখানে বাড়ানোর কথা, সেখানে প্রতি বছর কোটি কোটি একর বনভূমি ধ্বংস করে ফেলা হচ্ছে। বিশ্ববাসীকে বনভূমি ধ্বংসের চরম মূল্য দেওয়ার আগেই সচেতন হতে হবে।

এদিকে কয়েক বছর ধরে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন বিশ্বনেতারা। কিন্তু এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে বরাবরই যোজন দূরে থেকেছে দায়ী উন্নত দেশগুলো। বিশ্বে বর্তমানে মোট কার্বন নিঃসরণের সাত ভাগই হয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে। এভাবে চলতে থাকলে আগামী ২০৫০ সালে তা দ্বিগুণ হওয়ার আশঙ্কা আছে। কারণ, ওই সময়ের মধ্যে কার্বন নির্গমনের ১০ ভাগই হবে কুলিং ইক্যুইপমেন্ট থেকে। তবে আশার কথা, ২০৫০ সালের মধ্যে কুলিং ইক্যুইপমেন্ট থেকে কার্বন নিঃসরণ কমাতে একযোগে কাজ করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রসহ ৬০টি দেশ। এজন্য গত বছর বিশ্ব জলবায়ু সম্মেলনে একটি চুক্তিও স্বাক্ষর করেছে দেশগুলো।

‘কাউকে পেছনে ফেলে রেখে নয়’ স্লোগানে ৫৬টি কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বাস্তবায়নের বিষয়ে বিশ্বনেতারা একমত হয়েছেন। তারা বলেন, ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি। ভবিষ্যৎ জেনারেশনের জন্য আমাদের খুব দ্রুতগতিতে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে দারিদ্র্য, ক্ষুধা এবং বৈশ্বিক অসমতা দূর করতে বিশ্বকে একযোগে কাজ করতে হবে।

তারা আরও বলেন, পৃথিবীতে মানবাধিকার আজ হুমকির মুখে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে আগামী প্রজন্ম সুন্দর একটি পৃথিবী গড়তে পারবে না। সুতরাং সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মানবাধিকারের বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।

উন্নয়নশীল দেশগুলোতে সহিংসতার পরিমাণ দিন দিন বাড়ছে জানিয়ে তারা বলেন, সহিংসতা কমিয়ে আনার জন্য বিশ্বকে কাজ করতে হবে। সহিংসতা এবং দ্বন্দ্বের পেছনের কারণগুলো আমাদের খুঁজতে হবে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা না করতে পারলে মানুষ তাদের বাস্তুসংস্থান হারাবে এবং পৃথিবী বিপর্যয়ের মুখে পড়বে।

জেন্ডার সমতা নিয়েও কথা বলেন বিশ্বনেতারা। ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট অর্জনে জেন্ডার সমতা খুবই জরুরি এবং এক্ষেত্রে নারীদের কখনোই পেছনে ফেলে পৃথিবী সামনের দিকে এগোবে না। নারীর অধিকার প্রতিষ্ঠা করে বিশ্বকে উন্নয়নের দিকে নিয়ে যেতে তারা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডিজিটাল পৃথিবী গড়তে তথ্যপ্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেন তারা। বলেন, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারই পৃথিবীকে বদলে দিতে পারে এবং আগামী প্রজন্ম একটি সুন্দর পৃথিবী পেতে পারে। এসডিজি অর্জনের তথ্যপ্রযুক্তির ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞান নেই। তারা সুযোগ পাচ্ছে না। এ জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে তথ্যপ্রযুক্তির শিক্ষা দিতে হবে। এ জন্য পর্যাপ্ত অর্থায়ন জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাল ধোয়া পানিতে লুকিয়ে আছে স্কিনের আসল রহস্য

দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

কসবায় উদ্ধার করা মর্টারশেলের বিস্ফোরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ১

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কোন কোন বিভাগে বৃষ্টি হবে জানাল আবহাওয়া অফিস

যৌথ বাহিনীর অভিযানে নারী মাদককারবারি গ্রেপ্তার

শীতে অসুস্থ হতে না চাইলে খেতে পারেন এই সুপারফুডগুলো

১০

কম্পিউটার মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়াল ওয়ালটন

১১

সকালে হালকা গরম পানি খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

১২

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

১৩

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয় কল্পনাকে : পুলিশ

১৪

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৫

আহ্ছানিয়া মিশনে চাকরির সুযোগ

১৬

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে

১৭

দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস : মীর হেলাল

১৮

টিভিতে আজকের খেলা

১৯

টাঙ্গাইলে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X