রীতা ভৌমিক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

বই কেনায় আত্মসাৎ কোটি টাকা

মহিলাবিষয়ক অধিদপ্তর
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাগজে-কলমে কয়েক হাজার বই কেনা হলেও এ বিষয়ে কিছুই জানেন না সংশ্লিষ্ট প্রকাশকরা। কারণ, প্রকৃত প্রকাশকের পরিবর্তে পছন্দের প্রতিষ্ঠানের মাধ্যমে নকল (পাইরেটেড) বই কিনেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কোনো কোনো ক্ষেত্রে ভুয়া বিল-ভাউচারে আত্মসাৎ করেছেন কোটি টাকা। বই কেনায় এমন কারচুপির অভিযোগ উঠেছে মহিলাবিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি চক্রের যোগসাজশে একইভাবে ভবিষ্যতেও অর্থ আত্মসাতের রাস্তা তৈরি করে রাখা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মহিলাবিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ‘ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ কর্মসূচির জন্য ৬৯টি বই তালিকাভুক্ত করা হয়। নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, ওই প্রকল্পের প্রথমবার বই কেনা হয় ২০২২-২৩ অর্থবছরে। সে বছর ১৫টি বইয়ের প্রতিটি ৪ হাজার ৮৮৩ করে কপি ক্রয় দেখানো হয়। ওই তালিকায় অনন্যা থেকে প্রকাশিত আনিসুল হকের ‘একাত্তরের একদল দুষ্টু ছেলে’ বইটি ছিল। প্রতিটি কিশোর-কিশোরী ক্লাবে বইটি সরবরাহ করা হয়েছে। কিন্তু অনন্যার প্রকাশক মনিরুল হক জানান, ওই বছর কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প তার কাছ থেকে কোনো বই কেনেনি।

একইভাবে প্রথমা প্রকাশনীর সম্পাদনা গ্রন্থ ‘একাত্তরের চিঠি’ বইটিও ক্রয় তালিকায় রয়েছে। তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জাকির হোসেন জানান, এ ধরনের প্রকল্পে তারা কোনো বই সরবরাহ করেননি। একই অবস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে প্রকাশিত শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ক্ষেত্রেও।

ইউপিএলের সহকারী ম্যানেজার রায়হান তাহরাত বলেন, প্রকল্পের এক কর্মকর্তা টেলিফোনে বইটি নেওয়ার বিষয়ে কথা বলেছিলেন। জানতে চেয়েছিলেন, ৪ হাজার ৮৮৩ কপি বই সরবরাহ করা যাবে কি না। আমরা হ্যাঁ বললেও প্রকল্পের কেউ পরে আর যোগাযোগ করেনি। তিনি বলেন, কেউ পাইরেসি করে বই বিক্রি করে থাকলে আইনি ব্যবস্থা নেব।

শুধু বেসরকারি প্রকাশনী নয়, খোদ বাংলা একাডেমি প্রকাশিত বইয়েরও পাইরেটেড কপিও কিনেছে কেকেসিপি। প্রাপ্ত তথ্য বলছে, ওই প্রকল্পে শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজ নামচা’ বইটি কেনা হয়। তবে বইটির প্রকাশক বাংলা একাডেমির কর্মকর্তারা বলছেন, তারা বইগুলো সরবরাহ করেননি।

বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক জি এম মিজানুর রহমান বলেন, বইটির দাম ৪০০ টাকা। ৪ হাজার ৮৮৩ কপি বইয়ের দাম ১৯ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। ২৫ শতাংশ ছাড়ে দাম আসে ১৪ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। এই সংখ্যক বইয়ের কোনো চালান আমরা কোনো সংস্থা বা ব্যক্তিকে দিইনি।

এ ছাড়া টুম্পা প্রকাশনী থেকে শেখ মুজিবুর রহমানের ‘৭ই মার্চের ভাষণ’, মোকারম প্রকাশনী থেকে নাসরিন বেগমের ‘মুক্তিযোদ্ধার মা’, ফেয়ার ডিল পাবলিকেশন্সের মুহাম্মদ লুৎফর রহমানের ‘ছবি ছড়ায় বঙ্গবন্ধু’, পপুলার পাবলিকেশন্সের হারুণ অর রশিদের ‘কবিতায় বঙ্গবন্ধু’, মুহম্মদ জাফর ইকবালের ‘ক্যাম্প’, মাতৃভাষা প্রকাশের দীপ্তি চৌধুরীর ‘দীপ্ত কৈশোর’, রামচন্দ্র দাসের ‘এসো বঙ্গবন্ধুর জীবন থেকে শিখি’, সাহিত্য কথা থেকে কাজী আবুল হোসেনের পথে পথে ‘মুক্তিযুদ্ধের নয় মাস’, উদয়ন লাইব্রেরি থেকে অনুবাদক মো. তাজউদ্দিনের ‘দি টাইম মেশিন’, কিশোর লাইব্রেরি থেকে আজিজুল হকের ‘মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প’ শিরোনামের বইগুলো কেনা হয়েছে বলে কাগজে-কলমে দেখানো হয়েছে।

ওই প্রকল্পে দ্বিতীয় দফায় বই কেনা হয় ২০২৩-২৪ অর্থবছরে। সে বছর ১২টি বই কেনার জন্য ব্যয় হয়েছে ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ৭৩০ টাকা। বই সরবরাহের দায়িত্বে ছিল মাস্টার সিনেক্স পেপার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

সে সময় অনন্যার দুটি বই মিজানুর রহমান কল্লোলের ‘সুস্থ থাকুন প্রতিদিন’ আর আসমা আব্বাসের ‘কমলা রঙের দিনগুলি’ নেওয়া হয়েছে। প্রকাশক মনিরুল হক বলেন, বই অর্ডার দিয়েছে প্রান্ত প্রকাশন। ৪০ শতাংশ ছাড়ে অগ্রিম টাকা নিয়ে বই দিয়েছি। তবে কোন প্রতিষ্ঠানকে বই দিয়েছে, তা আমরা জানি না।

এ ছাড়া অন্যপ্রকাশ, সময় প্রকাশন থেকে বই নিয়েছে প্রান্ত প্রকাশন। বুক হাউস থেকে বই কিনেছে রুবরিক নামে একটি প্রতিষ্ঠান।

অনুসন্ধানে জানা গেছে, গত (২০২৩-২৪) অর্থবছরে মাত্র চারটি প্রকাশনী থেকে সরাসরি বই কেনা হয়েছে। বাকি বইগুলো প্রকৃত প্রকাশনী থেকে কেনা হয়নি। দরপত্রেও বড় ঘাপলা লক্ষ্য করা গেছে। মূল শিডিউলে প্রকাশনার নাম থাকলেও ১২টি বইয়ের মধ্যে ১১টির লেখকের নাম উল্লেখ করা হয়নি। আবার জনতা প্রকাশের ‘ছোটদের বঙ্গবন্ধু-১’ বইটির লেখকের নাম বদলে দেওয়া হয়েছে।

জনতা প্রকাশের প্রকাশক রফিকুজ্জামান হুমায়ুন বলেন, তারা আমার কাছ থেকে ‘ছোটদের বঙ্গবন্ধু-১’ নামে বইটির নমুনা কপি নেয়। শিডিউল তালিকায় বইটির নাম থাকলেও পরে বইটি আমার কাছ থেকে নেওয়া হয়নি। তারা যে শিডিউল দিয়েছে, বইগুলো সেই শিডিউল অনুযায়ী কেনা হয়নি। পরবর্তী কার্যাদেশে তারা কিছু বই পরিবর্তন করেছে। নিউমার্কেটের সাপ্লাইয়ার দিয়ে আমাদের বই অন্যভাবে ছাপিয়ে নিয়েছে। এটা বুঝতে পেরে যোগাযোগ করলে তারা বলেন, ‘এটা আপনার বই না। অন্য লেখকের বই।’

বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত সৈয়দ মুজতবা আলীর ‘ময়ূর কণ্ঠী’ বইটি কিশোর-কিশোরী ক্লাবের জন্য কেনা বইয়ের তালিকায় স্থান পেয়েছে। বইয়ের মূল্য ৩০০ টাকা। ৪ হাজার ৮৮৩ কপি বইয়ের দাম এসেছে ১৪ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা।

বিশ্বসাহিত্য কেন্দ্রের মার্কেটিং অফিসার সঞ্জয় পান্ডে বলেন, চলতি বছরের প্রথম দিকে একজন আমাদের জিজ্ঞেস করেন, বইটির কত কপি আছে। আমাদের কাছে ৩৫০ কপি বই ছিল। আমরা তাকে জানাই, নতুন ছাপালে বইয়ের দাম পড়বে ৩৮০ টাকা। কারণ, কাগজের দাম বেড়েছে। ২০২১ সালে বইটির শেষ মুদ্রণ হয়। বই পুনর্মুদ্রণ বা ফের ছাপালে লেখকের ছেলেকে বই বাবদ লেখক সম্মানী দেওয়া হয় সাড়ে ১২ শতাংশ। এরপর ওই ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। ৪ হাজার ৮৮৩ কপি বই আমাদের কাছ থেকে নেওয়া হয়নি।

একই ঘটনা ঘটেছে বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত সেলিনা হোসেনের ‘প্রিয় মানুষ শেখ মুজিব’ বইটির ক্ষেত্রে। বইয়ের দাম ১৫০ টাকা। ৪ হাজার ৮৮৩ কপি বইয়ের মোট দাম এসেছে ৭ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

বাংলাদেশ শিশু একাডেমির প্রোগাম অফিসার মো. কামরুজ্জামান কালবেলাকে বলেন, আমাদের কাছ থেকে কোনো বই নেওয়া হয়নি। মহিলাবিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব যে বই নিয়েছে, এটাই আমরা জানি না। স্টোর কিপার নজরুল ইসলামও একই তথ্য দিয়েছেন। তিনি জানান, ৪ হাজার ৮৮৩ কপি, এত বড় অঙ্কের বই ছাপা, বিক্রি কোনোটিই হয়নি।

বুক হাউসের প্রকাশক মো. আব্দুল হাই অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর ‘জীবাণুর বিরুদ্ধে লড়াই’ বইটি জানুয়ারিতে প্রকাশ করে। মূল্য ধরা হয় প্রতি কপি ৩০০ টাকা। কিশোর-কিশোরী ক্লাবে দেওয়া হয় ৪ হাজার ৮৮৩ কপি।

আব্দুল হাই বলেন, ৪৫ শতাংশ ছাড়ে রুবরিক নামে একটি প্রতিষ্ঠান আমার কাছ থেকে ৪ হাজার ৮৮৩ কপি বই নেয়। বই সরবরাহের আগেই তারা বইয়ের দাম পরিশোধ করে। এই প্রতিষ্ঠান কাকে বই দিয়েছে, পরে জানতে পেরেছি।

তবে বইটি প্রথম প্রকাশ হয়েছে রূপ প্রকাশন থেকে। রূপ প্রকাশনের নামে বরাদ্দ থাকলেও বুক হাউসের কাছ থেকে রুবরিক বই সরবরাহ করে।

এ ব্যাপারে রূপ প্রকাশনের প্রকাশক আবদুল হক বলেন, বইমেলার স্টল থেকে নিউমার্কেটের একজন সাপ্লাইয়ার ‘জীবাণুর বিরুদ্ধে লড়াই’ বইটি নিয়েছিলেন। তিনি মৌখিকভাবে বলেছিলেন, একটি কপি লাগবে। কারণ জানাননি। জানুয়ারিতে নিউমার্কেটের এক প্রকাশক ফোন করে বইটির কত কপি আছে জানতে চান। এরপর মহিলা অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের তালিকায় বইটির নাম দেখে যোগাযোগ করি। তারা কোনো কথা বলেন না।

বইটির লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী কালবেলাকে বলেন, ‘জীবাণুর বিরুদ্ধে লড়াই’ বইটি প্রথম রূপ প্রকাশন থেকে বের হয়। বুক হাউস বইটি চাইলে পরিমার্জন করে দিই।

চলতি অথর্বছরে দরপত্রের মাধ্যমে বই সরবরাহের কাজটি পেয়েছে মাস্টার সিনেক্স পেপার লিমিটেড।

প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর মঞ্জুর আহমেদ বলেন, আমরা রকমারির মাধ্যমে ১২টি বইয়ের একটি করে স্যাম্পল সংগ্রহ করি। পরে টেন্ডারের ভিত্তিতে ১২ প্রকাশনীর ১২ বইয়ের প্রতিটির ৪ হাজার ৮৮৩ কপি বই কেনার অর্ডার দিই।

তবে এ ব্যাপারে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

বই কেনায় অনিয়ম নিয়ে কথা বলার জন্য কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের তৎকালীন পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. লিয়াকত আলীর কার্যালয়ে বেশ কয়েকবার গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

প্রকল্পটির বর্তমান পরিচালক মো. আলমগীর বলেন, কিশোর-কিশোরী প্রকল্পের আওতায় বই কেনার সময় আমি দায়িত্বে ছিলাম না। তাই বিষয়টি সম্পর্কে অবগত নই। ঊর্ধ্বতনরা ভালো বলতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদী নীতির কারণে আ.লীগের প্রতি জনগণের ঘৃণা জন্মেছিল : ডা. রফিক

আইপিএল নিলামে দল পেলেন না ওয়ার্নার

ব্যানার-ফেস্টুন সরিয়ে নিলেন বিএনপি নেতারা

ইসিকে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ আমীর খসরুর

রাজবাড়ীতে আ.লীগ নেতার ডিগবাজি, করছেন দখলদারি

ধোবাউড়ায় ছয় নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হবে কাল

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদেরও ভূমিকা ছিল : মঈন খান

সীমান্তে জড়ো হচ্ছে উত্তর কোরিয়ার সেনারা, নামবে যুদ্ধে

হত্যা মামলায় গ্রেপ্তার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

ওয়ালটনের ৩৫০ শতাংশ লভ্যাংশ বিতরণ

১০

আন্দোলনে নিহত রিপনের মরদেহ ১১০ দিন পর কবর থেকে উত্তোলন

১১

ওসির কথায় উজ্জীবিত হয়ে থানায় পিস্তল নিয়ে এলো চার শিশু

১২

পড়তে ভুলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা?

১৩

নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৭১৬ কোটি টাকা

১৪

আন্দোলনে আহতদের তালিকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম

১৫

নির্বাচন কখন, জানালেন নতুন নির্বাচন কমিশনার

১৬

ক্রীড়াঙ্গনের মাধ্যমে অবৈধ মাদককে ‘না’ বলতে পারব : আমিনুল হক

১৭

আইসিসির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি মার্কিন সিনেটরের

১৮

এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন

১৯

লন্ডন-দিল্লির নতুন প্রেস মিনিস্টার আকবর-ফয়সাল

২০
X