জাহাঙ্গীর মাহমুদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

হাড়গোড় হলেও ফেরত চান নিহতের স্বজনরা

গাজী টায়ার্সে আগুন
হাড়গোড় হলেও ফেরত চান নিহতের স্বজনরা

পুড়ে যাওয়া কারখানার সামনে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বুক চাপড়িয়ে বিলাপ করছিলেন পঞ্চাশোর্ধ্ব রেহেনা বেগম। কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছিলেন তিনি। বিড়বিড় করে বলছিলেন, ‘আমার সোনার টুকরা পোলারে আইনা দেও তোমরা। আমি আর বাঁচুম না। আমি কিছু চাই না। আমার পোলার কঙ্কাল দেহটা আইনা দাও।’

রেহেনা বেগমের মতো অনেকে কারখানার মূল ফটকের সামনে বিলাপ করছিলেন। তারা দুদিন ধরে অপেক্ষার প্রহর গুনছেন কখন তার বুকের ধনকে ফেরত পাবেন। সেটা হোক মৃত বা দেহের হাড়গোড়। দুদিন হয়ে গেলেও উদ্ধারকাজ না চলায় তারা ক্ষোভও প্রকাশ করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার শুরুতে ১৪ জনকে উদ্ধার করেছে। এখনো কারখানার ভবনটিতে আটকা পড়ে ১৭৬ জন ব্যক্তি নিখোঁজ বলে দাবি করেছেন তাদের স্বজনরা। নিখোঁজদের সন্ধানে স্বজনরা কারখানার সামনে অবস্থান নিয়ে ভিড় করছেন।

গন্ধর্বপুর এলাকা থেকে আসা লিপি আক্তার বলেন, আমার ছোট ভাই আলামিন তার বন্ধু মাহফুজের সঙ্গে গাজী টায়ার কারখানায় রোববার রাত ৯টার দিকে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসার ৩২ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজদের উদ্ধার কার্যক্রম করতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল বিকেল পর্যন্ত কারখানার ৬তলা ভবনটির ভেতরে থেমে থেমে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস কর্মীরা তখনো আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় আগুন থাকায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খসে খসে পড়ছে আস্তর ও ইটের গাঁথুনি।

ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘসময় ধরে আগুন জ্বালার কারণে ভবনটি ধসের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ভবনের আগুন নিভে গেলেও ভেতরে ধোঁয়া ও তাপের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে প্রবেশ করতে পারছেন না। তবে পানি দিয়ে তাপ ও ধোঁয়া কমিয়ে আনার চেষ্টা চলছে। তাপ ও ধোঁয়া কমে গেলে হয়তো উদ্ধার অভিযান শুরু হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার রাতে প্রায় সাত-আটশজন লোক গাজী টায়ার কারখানায় লুটপাটের জন্য প্রবেশ করে। এ সময় মালপত্র লুট নিয়ে তাদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। একপক্ষ পাঁচ-ছয়তলা থেকে মালপত্র নিচে ফেলে। এ সময় আরেক পক্ষ নিচে নেমে এসে নিচ তলার শাটার লাগিয়ে তালা ঝুলিয়ে দেয়। এর মধ্যে বরাব এলাকার সহিদুল ও মিজান নামে দুই ব্যক্তি কারখানায় আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা বলছেন, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও চিহ্নিত সন্ত্রাসী।

আরেকটি সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট প্রথম ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ স্থানীয় সাবেক কাউন্সিলর তোফাজ্জল মোল্লার ছেলে বাবু মিয়া, হাবিবুল্লা, তাইজদ্দিনের নেতৃত্বে শতাধিক যুবক কারখানার পাহারায় দায়িত্ব নেয়। তাদের মধ্যেও পরে দুটি গ্রুপ তৈরি হয়। বাবুর নেতৃত্বে ৪০ জন যুবক এরপর থেকে পাহারা দিত। বাকি ৬০ জন আর আসেনি।

আট সদস্যের তদন্ত কমিটি গাজী টায়ার্সে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে পুড়ে যাওয়া কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক। এ সময় তিনি বলেন, ভবনের ভেতরে সালফারসহ কেমিক্যাল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে এলেও তাপ ও ধোঁয়া রয়ে গেছে। এ কারণে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। দ্রুতই উদ্ধারকাজ শুরু করা হবে। নিখোঁজদের একটি তালিকা তৈরি করার কথাও বলেন তিনি।

এদিকে গতকাল সকালে পুলিশের ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল পুড়ে যাওয়া কারখানা পরিদর্শন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া আসামি দাঁড় করিয়ে জামিন, ৪ জনের নামে মামলার নির্দেশ আদালতের

অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ নামাল ইরান

সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক / বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়তে চায় পাকিস্তান

পরিযায়ী পাখির মাংস বিক্রি, বন আদালতে মামলা

দুদক সংস্কারে যেসব প্রস্তাব দিয়েছে কমিশন

‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’

যুবদল নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ হয়ে বাবার মৃত্যু

৪০০ কোটির সেই পিয়নের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আট মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইঞ্জিনিয়ার মোশাররফকে

‘৬ কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে’

১০

বাংলাদেশে হতে পারে কাবাডি বিশ্বকাপ

১১

ইন্টারনেট ডাটা ব্যবহাকারীদের জন্য সুখবর

১২

সংসদ সচিবালয়ে ‘জয় বাংলা’ স্লোগান

১৩

আ.লীগ নেতার যোগসাজশে পাহাড় কেটে সাবাড় করলেন বিএনপি নেতা

১৪

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

১৫

গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক / বাংলাদেশের সব অংশীজনকে নিয়ে কাজ করবে চীন

১৬

বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে জরুরি মিটিংয়ে বসছে বিসিবি

১৭

বাতিল হতে পারে অস্কার অনুষ্ঠান!

১৮

আবাসন সুবিধাবঞ্চিত ছাত্রীদের ৩ হাজার করে টাকা দিবে ঢাবি

১৯

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আবারও কর্মবিরতি

২০
X