মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
রাজকুমার নন্দী
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০২:১০ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ
মিত্রদের সঙ্গে বিএনপির বৈঠক

চতুর্মুখী রোডমার্চ দিয়ে যুগপৎ শুরুর প্রস্তাব

চতুর্মুখী রোডমার্চ দিয়ে যুগপৎ শুরুর প্রস্তাব

দ্বাদশ সংসদ নির্বাচনের পর ছয় মাসের বেশি অতিবাহিত হলেও এখন পর্যন্ত মাঠে গড়ায়নি যুগপৎ আন্দোলন। তবে এ নিয়ে আর সময়ক্ষেপণ করতে চায় না বিএনপির মিত্র বিভিন্ন দল ও জোট। শিগগির যুগপৎ কর্মসূচি নিয়ে রাজপথে নামার আগ্রহ তাদের। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ চার ইস্যুতে নানা ধরনের কর্মসূচিরও প্রস্তাব দিয়েছে এসব দল। সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মতো প্রচলিত আন্দোলনের পাশাপাশি ঢাকা থেকে দেশের চার প্রান্ত অভিমুখী রোডমার্চ কর্মসূচি দেওয়ার প্রস্তাব রয়েছে তাদের। তবে রাজপথে নামার আগেই আন্দোলন পরিচালনা ও কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে শক্তিশালী লিয়াজোঁ কমিটি গঠনের জন্য মিত্রদের পক্ষ থেকে বিএনপিকে তাগিদ দেওয়া হয়েছে।

যুগপৎ আন্দোলনের প্রস্তুতি হিসেবে গত বুধবার থেকে এই প্রক্রিয়ায় যুক্ত বিভিন্ন দল ও জোট নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করছে বিএনপি। সেখানেই পরবর্তী আন্দোলন সম্পর্কে এসব প্রস্তাব উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, দেশে ছাত্র-শিক্ষকদের চলমান আন্দোলনের বাস্তবতায় এবার রাজপথে জোরালো আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই ধাপে মিত্রদেরও পাশে চায় দলটি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের শেষ সপ্তাহে রোডমার্চের কর্মসূচি দিয়ে যুগপৎ আন্দোলন মাঠে গড়াতে পারে। সেই আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে ইতোমধ্যে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’, এনডিএম, গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), লেবার পার্টি, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ এলডিপি ও গণঅধিকার পরিষদের (নুর) সঙ্গে পৃথক বৈঠক করেছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটি ও যুগপতের লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দেশ ও দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রতীক্ষা করছে। এ পরিবর্তনের জন্য খুব শিগগির কর্মসূচি আসছে। দেশটাকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। সবাই মিলে আমরা দেশটাকে মুক্ত করার চেষ্টা করব।’

জানা গেছে, বৈঠকগুলোতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সমসাময়িক কয়েকটি ইস্যুতে কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়েছেন মিত্ররা। জাতীয়তাবাদী সমমনা জোট ঢাকায় সমাবেশ কিংবা ঢাকা-পঞ্চগড়, ঢাকা-খুলনা, ঢাকা- চট্টগ্রাম রুটে রোডমার্চের প্রস্তাব দিয়েছে। গণতান্ত্রিক বাম ঐক্য দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া অথবা রূপসা থেকে পাথারিয়া পর্যন্ত রোডমার্চ অথবা পদযাত্রা চায়। এ ছাড়া ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত দেশের মানুষের কাছে তুলে ধরতে ঢাকায় একটি সেমিনার আয়োজনের প্রস্তাব দিয়েছে বাম ঐক্য।

এদিকে আগামীর আন্দোলন সফল করতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বাইরে থাকা জামায়াতে ইসলামীসহ ডান ও ও বাম ঘরানার সব দল নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের প্রস্তাব দিয়েছে সমমনা জোট ও লেবার পার্টি। তবে কোনো কারণে ‘একমঞ্চ’ সম্ভব না হলে সেক্ষেত্রে যুগপতের পরিধি বাড়ানোর পরামর্শ তাদের।

নতুন করে কর্মসূচি শুরুর আগে যুগপৎ আন্দোলনের শক্তিশালী লিয়াজোঁ কমিটি চায় সমমনা জোট। বিগত আন্দোলনের অভিজ্ঞতায় প্রধান শরিক বিএনপিকে দ্রুত এ ধরনের কমিটি গঠনের তাগিদ দেন তারা। তাদের পরামর্শ, প্রতিটি জোট থেকে এক-দুজন এবং প্রত্যেক দল থেকে একজন করে নিয়ে লিয়াজোঁ কমিটি গঠন করতে হবে। সেখানেই আলোচনার ভিত্তিতে আন্দোলনের কর্মসূচি প্রণীত হবে। তার আগে নিজ নিজ দল ও জোটের সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট নেতারা বৈঠকে উপস্থিত হবেন। নব্বইয়ে এরশাদবিরোধী আন্দোলনসহ অতীতের আন্দোলনগুলোতে লিয়াজোঁ কমিটি এভাবে কাজ করেছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ কালবেলাকে বলেন, ‘আগামীতে আন্দোলন কীভাবে কঠোর থেকে কঠোরতর করা যায়, বৈঠকে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, বিএনপি সবার সঙ্গে আলোচনা করে খুব তাড়াতাড়ি কর্মসূচি ঘোষণা করবে।’

জানা গেছে, একাধিক বৈঠকে ভারত সম্পর্কে বিএনপির অবস্থান জানতে চেয়েছেন জোট নেতারা। কেউ কেউ পরামর্শ দিয়েছেন, নিকটতম প্রতিবেশী ও শক্তিশালী রাষ্ট্র হওয়ায় ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক উন্নয়নে মনোযোগী হওয়া দরকার। আর তা না হলে ভারতবিরোধী অবস্থান স্পষ্ট করতে হবে।

জানা গেছে, গুরুত্বপূর্ণ মিত্র গণতন্ত্র মঞ্চ এবং ১২ দলীয় জোটসহ যুগপতে থাকা বাকি সব দলের সঙ্গেও বৈঠক করবে বিএনপি। গণতন্ত্র মঞ্চ আজ রোববার প্রথমে নিজেরা বৈঠক করবে, তারপর বিএনপির সঙ্গে তাদের বৈঠক হবে। শরিকদের বৈঠক থেকে আসা মতামত পর্যালোচনা করে বিএনপির স্থায়ী কমিটি কর্মসূচি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কালবেলাকে বলেন, ‘রোববার বিকেল ৫টায় বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক হবে। সেখানে সরকারবিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল ও যুগপতের কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। আশা করছি, শিগগির যুগপতভাবে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা থেকে তুরিন আফরোজ গ্রেপ্তার

থানা নিরাপত্তা দেওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল এখন রিমান্ডে

শোরুমে হামলা নিয়ে বাটার বিবৃতি

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে প্রতিরোধ গড়ে তুলতে হবে : প্রিন্স

সড়ক নির্মাণে বিএসএফের বাধা

বানরের রুটি ভাগের খেলায় মেতেছেন আরবের শেখরা

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার সোনা জব্দ

বিতর্কিতদের নিয়ে খুলনায় বিএনপির কমিটি, তৃণমূলে ক্ষোভ

সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

৮ জেলায় তাণ্ডব

১০

বাড়ি বাড়ি গিয়ে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন ইউএনও

১১

বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

১২

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, ৬ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

১৩

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, গ্রেপ্তার ১

১৪

চট্টগ্রামে জোড়া খুন, ফুটেজ দেখে গ্রেপ্তার আরও একজন

১৫

‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত

১৬

সিইপিজেডে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

১৭

শান্ত-মিরাজদের ফিল্ডিং কোচ প্যামেন্ট

১৮

গাজার জন্য প্রতিবাদের আহ্বান জানিয়ে মাশরাফীর স্ট্যাটাস

১৯

সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ৩

২০
X