রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের প্রতিনিধি দলের সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে এসেছে মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধি দল। ইতোমধ্যে দলটি এদেশে আশ্রিত রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎও শুরু করেছে। প্রত্যাবাসনে তালিকাভুক্ত পরিবারের বাদ পড়া সদস্যদের বিষয়ে দলটি যাচাই-বাছাই শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল বুধবার সকালে স্পিড বোটে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে পৌঁছায় ১৭ সদস্যের প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে রয়েছেন মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের মংডুর আঞ্চলিক পরিচালক অং মাইউ। আর বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) অতিরিক্ত কমিশনার মুহাম্মদ সামছু-দ্দৌজার নেতৃত্বে প্রতিনিধি দল।

সূত্র জানায়, প্রতিনিধি দলটি টেকনাফে অবস্থানকালে প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত ৪২৯ জন রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই করছে। একই সঙ্গে আলাপ করা হচ্ছে আশ্রয় শিবিরে সম্প্রতি জন্ম নেওয়া শিশুদের তথ্য ও নথিভুক্ত করার বিষয়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com