সিলেট মহানগর বিএনপির নেতৃত্বে নাসিম-এমদাদ

সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন চৌধুরী।
সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন চৌধুরী।ছবি : সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. এমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন সৈয়দ সাফেক মাহবুব।

গত শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া ভোটের গণনা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ টি এম ফয়েজ এই ফলাফল ঘোষণা করেন। এতে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ১ হাজার ৬৬ ভোট পেয়েছেন। সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বী মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ইমদাদ হোসেন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৫৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফরহাদ চৌধুরী শামিম পেয়েছেন ৭৭২ ভোট। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে বাকি তিন প্রার্থীর মধ্যে আব্দুল্লাহ শফি সায়ীদ ৪৪২, মোস্তফা কামাল ফরহাদ ১০৯ এবং রেজাউল করিম নাচন ৬২৩ ভোট পেয়েছেন। এর আগে সকাল সাড়ে ৯টায় সিলেট মহানগর বিএনপির সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে মহানগর বিএনপির নেতৃত্ব নির্বাচনে অংশ নেন নগরীর পুরোনো ২৭টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডের ৭১ জন করে ১ হাজার ৯১৭ কাউন্সিলর।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com